Tag: চোলাই মদ উদ্ধার

  • আনোয়ারায় স্যালাইনের প্যাকেট ভরা ৩০লিটার চোলাই মদ উদ্ধার

    আনোয়ারায় স্যালাইনের প্যাকেট ভরা ৩০লিটার চোলাই মদ উদ্ধার

    আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় অভিনব কায়দায় স্যালাইনের প্যাকেটে ভরা ৩০লিটার চোলাই মদ উদ্ধার করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) তানভীর হাসানের নেতৃত্বে দক্ষিণ গুয়াপঞ্চক ইলিয়াছের বসতঘরে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা ইলিয়াছ পালিয়ে যায়। সে দক্ষিণ গুয়াপঞ্চক গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র।

    এই বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ গুয়াপঞ্চক ইলিয়াছের বসতঘরে অভিযানে যাই। এসময় তল্লাশি চালিয়ে তার রান্নাঘরে স্যালাইনের প্যাকেটে ভরে লুকানো অবস্থায় প্রায় ৩০লিটার চোলাই মদ জব্দ করি। আমাদের উপস্থিতি টের পেয়ে ওই ঘরের কর্তা ইলিয়াস পালিয়ে যায়।

    ২৪ ঘণ্টা/জাবেদুল

  • বোয়ালখালীতে অটোরিকশাসহ চোলাই মদ জব্দ, আটক ১

    বোয়ালখালীতে অটোরিকশাসহ চোলাই মদ জব্দ, আটক ১

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে তল্লাশি চালিয়ে একটি অটোরিকশায় ৩শত লিটার চোলাই মদ পেয়েছে থানা পুলিশ। এসময় জয়নাল আবেদীন (৪৫) নামের এক মদ বিক্রেতাকে আটক করা হয়।

    আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কানুনগোপাড়া দাশের দিঘী সড়কের ধোরলা গেইটের সামনে থেকে মদ বিক্রেতা শাকপুরা ৭নং ওয়ার্ডের মৃত জহুরুল আলমের ছেলে জয়নালকে আটক করার পর তার স্বীকারোক্তিমতে অটোরিকশায় তল্লাশী চালিয়ে ৩শত লিটার চোলাই মদ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, আটককৃত মাদক ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • হাটহাজারীতে ৩০ লিটার চোলাই মদ সহ আটক ২

    হাটহাজারীতে ৩০ লিটার চোলাই মদ সহ আটক ২

    চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশের অভিযানে ৩০ লিটার চোলাই মদ সহ দুই মদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

    বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন- পিন্টু দত্ত (৪২) এবং মো: হাসান (৫৫)।

    হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক নির্দেশনায় মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাটহাজারী থানাধীন ১৫ নং বুড়িশ্চর ইউনিয়নস্থ মদুনাঘাট রিলেশন পার্ক কমিউনিটি সেন্টার এর সামনে রাস্তার পার্শ্ব থেকে তাদেরকে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ আটক করা হয়।

    উক্ত ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় ২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪ (খ) ধারায় মামলা করা হয়েছে,মামলা নং- ০৫।

    ওসি বলেন, আসামীদের চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বোয়ালখালীতে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বোয়ালখালীতে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের বোয়ালখালীতে দেশীয় তৈরি ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মো.সুমন উদ্দিন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    মদ উদ্ধারের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সুমনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৬ মে) আদালতে সোর্পদ করা হয়েছে।

    মো. সুমন উদ্দিন আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নের মধ্যম কড়লডেঙ্গা ২নং ওয়ার্ডের রোকেয়ার বাপের বাড়ির মৃত জাফর আহমদের ছেলে।

    থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে জানান, গতকাল সোমবার রাতে কড়লডেঙ্গা তৈয়্যবিয়া মাদ্রাসার পেছনে সুবেদার টিলা গাছ বাগান থেকে সুমনকে ৫০ লিটার মদসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় অনন্ত ১০টি মামলা রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন

  • বোয়ালখালীতে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার

    বোয়ালখালীতে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বোয়ালখালীতে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মধ্যম কড়লডেঙ্গা দুলা পুকুর পাড় এলাকা থেকে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

    জানা গেছে, স্থানীয় এক মাদক ব্যবসায়ী পাহাড়ি পথে এসব চোলাই মদ এনে পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় মজুদ করছিলো। এসময় এলাকাবাসী ধাওয়া দিলে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে ইউনিয়ন পরিষদ সদস্য মাহমুদ করিম থানায় খবর দিলে পুলিশ উদ্ধারকৃত মদ জব্দ করে।

    ইউপি সদস্য মাহমুদ করিম বলেন, রাত সাড়ে দশটার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে প্রায় ৮০লিটার পরিমাণ চোলাই মদ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, কড়লডেঙ্গা থেকে ৮০ লিটার পরিত্যক্ত মদ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।