Tag: চৌধুরী ফরিদ

  • চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃত্বে আবারও আব্বাস-ফরিদ

    চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃত্বে আবারও আব্বাস-ফরিদ

    চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে আবারো সভাপতি পদে আলী আব্বাস ও সাধারণ সম্পাদক পদে ফরিদ উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন।

    বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ৮ টায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাংবাদিক ওমর কায়সার। এর আগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

    এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেন ৩১ জন প্রার্থী। ঘোষিত ফলাফলে সভাপতি পদে এটিএন বাংলা চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ প্রতিদিনের রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান ফরিদ উদ্দিন চৌধুরী সর্বোচ্চ ১৮০ ভোট পেয়ে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন কাজী পেয়েছেন ৫৯ ভোট।

    এছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে সালাহউদ্দিন রেজা ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সহ সভাপতি পদে স ম ইব্রাহিম ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    যুগ্ম সম্পাদক পদে ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাশেদ মাহমুদ, ১১৫ ভোট পেয়ে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন হায়দার, ১৩৯ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন দেবাশীষ বড়ুয়া।

    গ্রন্থাগার সম্পাদক পদে মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলীউর রহমান জয়ী হয়েছেন।

    কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু।

    এর আগে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও বিকেলে দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

  • মাক্স, পিপিই, হ্যান্ড গ্ল্যাভস পড়েও রক্ষা হয়নি/ আক্রান্ত প্রেসক্লাব সম্পাদক,সুস্থতা কামনায় টিজেএ চট্টগ্রাম

    মাক্স, পিপিই, হ্যান্ড গ্ল্যাভস পড়েও রক্ষা হয়নি/ আক্রান্ত প্রেসক্লাব সম্পাদক,সুস্থতা কামনায় টিজেএ চট্টগ্রাম

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস চট্টগ্রামে আক্রান্ত হবার আগ থেকে আমি ক্লাবে এবং পেশাগত দায়িত্ব পালনে খুবই সতর্ক ছিলাম। মাক্স, পিপিই, হ্যান্ড গ্ল্যাভস সবসময় ছিল। এসব নিয়ে আমার অনেক সহযোদ্ধা সাংবাদিক বন্ধুরা কত টিপ্পনীও দিয়েছে। তারপর মহান আল্লাহর ইচ্ছা এবং হুকুম এর বাইরে নয়।’

    বুধবার (২৭ মে) ভোর চারটায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে ঠিক এভাবেই মনের ভাব প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও টিভি জানালিস্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম’র সহ-সভাপতি চৌধুরী ফরিদ।

    মঙ্গলবার (২৬ মে) বিআইটিআইডি ল্যাবে ৩৩১টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ৫১ জন করোনা পজিটিভ রোগীর মধ্যে নগরীর যে ৪৫ জন রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে প্রেস ক্লাব সম্পাদক চৌধুরী ফরিদও রয়েছেন।

    তাছাড়া একই দিন বিআইটিআইডি ল্যাব প্রধান, চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণ,কর্ণফুলি, সময় টিভি, জাতীয় দৈনিক দেশ রুপান্তর পত্রিকার আরো ৬ জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন।

    জানা যায়, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)র যৌথ উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে ১৯ মে থেকে সাংবাদিকদের করোনা টেস্টের নমুনা সংগ্রহ শুরু হয়। গত ২৪ মে রোববার যেসব সাংবাদিকদের নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ মে মঙ্গলবার রাতে প্রকাশিত ফলাফলে প্রেস ক্লাব সম্পাদকসহ ৭ জন গণমাধ্যমকর্মীর ফলাফল পজেটিভ আসে।

    চৌধুরী ফরিদ তার ফেসবুক পোস্টে তিনি তার স্ত্রী, সন্তান ও করোনা আক্রান্ত সহকর্মীদের জন্য দোয়া কামনা করে লেখেন,‘পরম দয়ালু, অফুরন্ত রহমতের ভান্ডার মহান আল্লাহর উপর আস্তা, বিশ্বাস এবং ভরসা রেখে করোনাকে জয় করার সংগ্রাম শুরু করলাম ইনশাল্লাহ।

    আমার সকল শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত অনুরোধ, আমি এবং আমার স্ত্রী ও ৩ অবুঝ শিশু সন্তানের জন্য আপনারা হৃদয় থেকে দোয়া ও আশীর্বাদ করবেন। একই সাথে আমার অনেক সাংবাদিক বন্ধু আজ এ রোগে আক্রান্ত, তাদের জন্যও আপনারা দোয়া-আশীর্বাদ করবেন।

    করোনা আক্রান্ত হওয়ার তথ্যটি নিজেই গণমাধ্যমকে জানিয়ে তিনি বলেন, ‘সামান্য জ্বরের উপসর্গ থাকলেও শারীরিক অন্য কোনো সমস্যা নেই আমার। করোনা জয় করেই ফিরবো ইনশাল্লাহ। সবার দোয়া চাই।’

    করোনা আক্রান্ত চট্টগ্রাম প্রেস ক্লাব সম্পাদক চৌধুরী ফরিদ বর্তমানে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল (চ্যানেল আই) চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন।

    এদিকে টিভি জানালিস্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম’র সহ-সভাপতি ও অর্থ সম্পাদকসহ করোনা আক্রান্ত সকল গনমাধ্যম কর্মীর সুস্থতা কামনা করেছেন টিজেএসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক।

    বুধবার এক বিবৃতিতে করোনা বিরুদ্ধে এই যুদ্ধে সামনের কাতারে থেকেই আক্রান্ত গনমাধ্যমকর্মীরা আবার কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করা হয়।

    সংগঠনের সভাপতি নাসির উদ্দিন তোতা এবং সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা যৌথ বিবৃতিতে জানান, ‘এই মহামারীর শুরু থেকে গনমাধ্যমকর্মীরা ফ্রন্টলাইনার হিসেবে বুক চিতিয়ে লড়াই করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীর জন্য প্রতিনিয়ত সংগ্রহ করতে ঝুঁকি নিয়ে বিভিন্নস্থানে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন।

    সম্প্রতি চট্টগ্রাম টিভি জার্নালিস্টস্ এসোসিয়েশনের সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং অর্থ সম্পাদক আরিফুর সবুজও আক্রান্ত হয়েছেন। আমরা তাঁদের সুস্থতার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি।

    এর বাইরেও চট্টগ্রামের আরও বেশ কয়েকটি টেলিভিশন এবং সংবাদপত্রের কর্মীরা আক্রান্ত হয়েছেন। তাঁরা খুব শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরবেন বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি এই মহামারীকে মোকাবিলায় টেকসই উদ্যোগ নেওয়ার জন্য সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষন করছি’।

    মহান সৃষ্টিকর্তার অপরিসীম দয়া ও সবার সম্মিলিত প্রয়াসে এই দূর্যোগ কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স