Tag: চ্যাম্পিয়ন্স লিগ

  • নেইমার-ইকার্দির গোলে পিএসজির জয়

    নেইমার-ইকার্দির গোলে পিএসজির জয়

    চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে হোঁচট খাওয়ার পর ঘুরে দাঁড়িয়ে ফরাসি লিগ ওয়ানে দারুণ এক জয় পেয়েছে পিএসজি। নেইমারের গোলে সমতায় ফেরার পর মাউরো ইকার্দির গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে মাওরিসিও পচেত্তিনোর দল। এই জয়ে লিগের শীর্ষে পিএসজি

    রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে লিওঁর বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পিএসজি। প্রথমে লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যায় লিওঁ। পরে সফল স্পট কিকে সমতা আনেন ব্রাজিয়ান ফরোয়ার্ড নেইমার। আর শেষ মুহূর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দির গোলে জয় নিশ্চিত হয় ফরাসি ক্লাবটির।

    পিএসজির নিজেদের মাঠের ম্যাচটিতে গোল পাওয়া ছাড়া সবই করেছেন লিওনেল মেসি। বিশেষ করে প্রথমার্ধে রক্ষণভাগকে রীতিমতো নাচিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। লিওঁর ডিফেন্ডার জেসন ডেনায়ার, অ্যান্থনি লোপেজ দুর্দান্ত ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন মেসির প্রচেষ্টা। যার ফলে গোলবঞ্চিতই থাকতে হয় আর্জেন্টাইন তারকাকে।

    মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী নিয়ে মাঠে নামা পিএসজি ১৭তম মিনিটে এগিয়ে যেতে পারতো। মেসি-এমবাপ্পে যুগলবন্দী ভালো সুযোগ পেলেও প্রতিপক্ষের অ্যান্থনি লোপেজকে ফাঁকি দিতে পারেননি। ম্যাচের ৩২তম মিনিটে নেইমারের ব্যাক হিল থেকে বল পেয়ে যান মেসি। জায়গা করে দূরের পোস্টে শট নেন তিনি। সেই শট কর্নারের বিনিময়ে মেসিকে গোল বঞ্চিত রাখেন লোপেজ।

    তবে বিরতির পর ৫৪তম মিনিটে দারুণ এক গোলে এগিয়ে যায় লিওঁ। তোকো একাম্বির সহয়তায় গোলটি করেন ব্রাজিলিয়ান পাকুয়েতা। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৬৬তম মিনিটে প্রতিপক্ষের গুস্তো নেইমারকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর শট নিতে আসেন নেইমার। স্পট কিক থেকে ম্যাচে সমতা ফেরাতে কোনো ভুল করেননি ব্রাজিলিয়ান সুপারস্টার।

    ম্যাচের ৭৬তম মিনিটে মেসিকে তুলে মাঠে নামানো হয় আশরাফ হাকিমিকে। আর ৬ মিনিট পর ডি মারিয়ার বদলি হিসেবে নামেন ইকার্দি। ম্যাচ যখন প্রায় ড্রয়ের দিকেই যাচ্ছিল, সেই মুহূর্তেই বদলি নামা আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি নিজের নামের প্রতি সুবিচার করেন।

    মূল সময় শেষে যোগ করা তৃতীয় মিনিটে এমবাপ্পের ক্রস হেডের মাধ্যমে জালে জড়িয়ে পিএসজিকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন ইকার্দি।

    এ জয়ে শীর্ষস্থান আরও সুসংহত হলো পিএসজির। এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট পেয়েছে তারা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে লিওঁ।

    এন-কে

  • রাতে মাঠে নামছেন মেসিরা, প্রতিপক্ষ লিঁও

    রাতে মাঠে নামছেন মেসিরা, প্রতিপক্ষ লিঁও

    চ্যাম্পিয়ন্স লিগের বিরতি কাটিয়ে লিগ ওয়ানে মাঠে নামার অপেক্ষায় মেসির প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রতিপক্ষ অলিম্পিক লিঁও। পার্ক দে প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১টায়। এদিকে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

    চ্যাম্পিয়ন্স লিগে ব্রুগার বিপক্ষে ড্র ছিল অপ্রত্যাশিত। ম্যাচটা এমনভাবে শেষ হবে তা হয়তো ভাবেনি প্যারিস সেইন্ট জার্মেই। এবার তারা ফিরছে লিগ ওয়ানের ম্যাচে। যেখানে প্রতিপক্ষ অলিম্পিক লিঁও।

    পাঁচ ম্যাচের সব ক’টিতেই জিতে টেবিলের শীর্ষে আছে পিএসজি। লিঁও-র বিপক্ষে পরিসংখ্যানও কথা বলছে তাদের পক্ষেই। তাই, ব্রুগার বিপক্ষে ড্রয়ের হতাশা এ ম্যাচ জিতে কাটাতে চায় প্যারিসিয়ানরা।

    পিএসজি কোচ মৌরিসিও পচেত্তিনো বলেন, আগের ম্যাচে আমাদের রক্ষণভাগে দুর্বলতা ছিল। তাই আমরা হেরেছি। এর মানে এই না যে, ভবিষ্যতেও এমনটা হবে। আমরা সামনের ম্যাচগুলোতে ভালোভাবে ঘুরে দাঁড়াব বলে আমার বিশ্বাস।

    রামোসসহ বেশ কিছু ইনজুরি তো আছেই, সঙ্গে দলের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের থাকা নিয়েও আছে সংশয়। পিএসজির হয়ে মাঠে নেমে এখন পর্যন্ত গোলের দেখা পাননি লিওনেল মেসি। নেইমারও নেই ছন্দে। তবে, ডি মারিয়া, মেসি আর নেইমাররা জ্বলে উঠলে ম্যাচে নিশ্চিত জয় অপেক্ষা করছে পচেত্তিনোর শিষ্যদের।

    এদিকে স্প্যানিশ লিগে মাঠে নামার অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। এবার ভ্যালেন্সিয়ার মাঠে আতিথ্য নেবে তারা। টেবিলে দু’দলেরই সমান ১০ পয়েন্ট থাকায় এ ম্যাচে যারাই জিতবে তাদের সামনেই থাকছে এগিয়ে যাওয়ার সুযোগ। তবে, কাজটা অতটা সহজ হবে না লস ব্লাঙ্কোসদের। কারণ ভ্যালেন্সিয়াকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই তাদের সামনে। কোচও স্বীকার করলেন তাই।

    কার্লো অ্যানচেলত্তি বলেন, ভ্যালেন্সিয়াকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তারা অনেক ভালো একটা দল। সবচেয়ে বড় কথা তারা আত্মবিশ্বাসে ভরপুর। তাই তাদের বিপক্ষে ম্যাচের আগে আমাদের পূর্ণ প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে।

    মার্সেলো, বেল, টনি ক্রুসদের ইনজুরি সমস্যা এখনও আছে। মেন্ডিকে নিয়ে আছে শঙ্কা। বেনজেমা, হ্যাজার্ডদের নিয়েই তাই জয়ের জন্য ছক কষছেন কোচ অ্যানচেলত্তি।

    এন-কে

  • বার্সার ক্ষতি ৪৮২৫ কোটি টাকা

    বার্সার ক্ষতি ৪৮২৫ কোটি টাকা

    বার্সেলোনার জন্য ২০২০-২১ মৌসুমটি একেবারেই ভালো যায়নি, কাতালান ক্লাবটির ক্ষতির পরিমাণ শুনলে আঁতকে উঠতে পারে যে কেউ। ক্লাব ম্যানেজমেন্টের প্রকাশিত হিসাব অনুযায়ী ৪৮১ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে তাদের। বাংলাদেশি টাকার হিসাবে যার পরিমাণ প্রায় ৪ হাজার ৮২৫ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৭২৫ টাকা।

    বার্সেলোনা পরিচালক বোর্ড শুক্রবার ২০২১-২২ মৌসুমের বাজেট প্রকাশ করেছে। নতুন মৌসুমে তাদের বাজেটের আকার ৭৬৫ মিলিয়ন ইউরো। এদিনই বিগত বছরের লাভ-ক্ষতির হিসাব প্রকাশ করা হয়।

    উল্লেখ্য, দলের পরবর্তী বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে এ বছরের ১৬ ও ১৭ অক্টোবর। ওই মিটিং চলাকালীন বার্সেলোনা মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার।

    বোর্ড মিটিংয়ে দলের কোচ রোনাল্ড কোম্যানের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে। সম্প্রতি একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, সাম্প্রতিক ব্যর্থতার কারণে কোম্যানকে অব্যাহতি দিতে চলেছেন ক্লাব সভাপতি লাপোর্তা। কিন্তু মিটিংয়ে বার্সা সভাপতি বলেছেন, তিনি হঠাৎ করে কোম্যানকে বরখাস্ত করতে চান না।

    এর আগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ৩-০ গোলে হারের পর হুয়ান লাপোর্তা, সহসভাপতি রাফা ইউস্তে ও সিইও মাতিও অ্যালেমানি রুদ্ধদ্বার বৈঠক করেন ন্যু ক্যাম্পে। মিটিংয়ে কী নিয়ে কথা হয়েছে তা জানা না গেলেও অনেকে আন্দাজ করে নিয়েছেন যে, ঝড়ের পর যেভাবে মেরামতের কাজ চলে তেমন কিছুই করার পরিকল্পনা গ্রহণ করছেন বার্সা নেতারা। এর আগেও যে একবার বায়ার্নের বিপক্ষে ৮-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বার্সা। সে কারণে মঙ্গলবারের ম্যাচটিকে অনেকে বার্সার জন্য প্রতিশোধের ম্যাচ বলেও অভিহিত করেছিলেন।

    গত মৌসুমে করোনার কারণে বার্সার ক্ষতির পরিমাণ বহুগুণে বেড়েছে। মহামারির সময়কালে ক্লাবের ম্যাচগুলো দর্শকরা সরাসরি এসে দেখতে পারেনি। যে কারণে আয়ের একটা অংশ থেকে বঞ্চিত হয় কাতালান ক্লাবটি। এটি অবশ্য শুধু বার্সেলোনার ক্ষেত্রেই না, ইউরোপসহ সারা বিশ্বের ক্লাবগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তা ছাড়া সংকটকালীন সময়ে স্পন্সরও স্বাভাবিক সময়ের তুলনায় কম পেয়েছে বার্সা।

    গত মৌসুমে এমনিতেই উত্তাল ছিল বার্সেলোনার সার্বিক পরিস্থিতি। জোসেফ মারিয়া বার্তোমেউকে তোপের মধ্যে থেকে ক্লাবা ছাড়তে হয়। তারপর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন হুয়ান লাপোর্তা। আবার লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতাও আরও নেতিবাচক দিকে ঠেলে দেয় ক্লাবটিকে।

    এন-কে