সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর গ্রামে ৮ পা,২ মাথা বিশিষ্ট একটি ছাগল শাবকের জন্ম হয়েছে এবং সাথে আরো একটি বাচ্চা হয়েছে।
ছাগলের মালিক মোহাম্মদ ঈশা ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, সোমবার বিকালে আমার ছাগলের প্রথমে একটি বাচ্চা হয়, বাচ্চাটির ৮ পা ও ২ মাথা রয়েছে। এর কিছুক্ষণ পর আরো একটি ছাগলের বাচ্চা হয়। সেটি স্বাভাবিক হয়েছে। জন্ম হওয়ার ২০ মিনিট পর সেই ৮পা ওয়ালা ছাগলের বাচ্চা টি মারা যায়।
অবশিষ্ট একটি বাচ্চা এখনো জীবিত আছে ও মা ছাগলটি সুস্থ আছে। সেই ছাগলের বাচ্চাটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায় মোহাম্মদ ঈশা বাড়িতে।