Tag: ছাত্র

  • মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির অনুমোদন

    মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির অনুমোদন

    ডেস্ক নিউজ : মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। 

    সম্প্রতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান খোকন ও সম্পাদক সাবিহা মাহফুজ নীলার সাক্ষরিত সাংগঠনিক প্যাডে এ কমিটির আংশিক অনুমোদন দেয়া হয়।

    এতে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে দ্বীপ দে বাবু ও সাধারণ সম্পাদক হিসেবে সাইফুদ্দিন মাহমুদ পলাশের নাম ঘোষণা করা হয়।

    একই সাথে মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার নবনির্বাচিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।

    ২৪ ঘণ্টা/আর এস

  • রংপুর জেলা স্কুলের ৩ ছাত্র নেশাগ্রস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি

    রংপুর জেলা স্কুলের ৩ ছাত্র নেশাগ্রস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ রংপুর জেলা স্কুলের ৩ ছাত্র নেশা করায় অসুস্থ হয়ে পড়লে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রংপুর থেকে পঞ্চগড়ে বনভোজনে যাওয়ার পথে তারা মাদক সেবনের কারণে অসুস্থ হয়ে পড়ে। তাদের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে প্রায় স্বাভাবিক বোধহীন ৩ ছাত্রকে হাসপাতালে আনেন কয়েকজন শিক্ষক। এরা হলো দশম শ্রেনীর বিজ্ঞান শাখার ছাত্র শান্ত (১৬), রিয়াজ (১৭) ও সালিম (১৬)।

    শিক্ষকরা জানান সকালের নাস্তা খাওয়ার পর রংপুর থেকে বাস পঞ্চগড়ের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর তারাগঞ্জ পেরিয়ে হঠাৎ ওই ৩ ছাত্র অসুস্থ হয়ে পড়ে। তাদের অবস্থা বেগতিক দেখে তাদের হাসপাতালে ভর্তি করতে বাধ্য হয়।

    শিক্ষকদের ধারনা ফুড পয়জনিং এর কারণে তারা অসুস্থ হয়েছে। কিন্তু তাদের অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষনিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নততর চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

    হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ হাবিবা জানান, প্রাথমিকভাবে পরীক্ষা করে ধারণা করা হচ্ছে ছাত্র ৩ জন কোন নেশা জাতীয় দ্রব্য সেবন করেছে বা তাদের খাওয়ানো হয়েছে। একারণেই তারা বোধহীন হয়ে ভারসাম্য হারিয়েছে। তারা নেশাগ্রস্থ হয়ে ঝিমাচ্ছিল। এসময় তাদের জিজ্ঞাসা করা হলে জানায় ঘুমের ট্যাবলেট ও সিরাপ খেয়েছে।

    এ ব্যাপারে রংপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। শিক্ষকরা জানিয়েছেন ফুড পয়জনিংয়ের কারণে এমনটা হয়েছে। ফুড পয়জনিংয়ে অন্য ছাত্ররা অসুস্থ না হয়ে শুধুামাত্র ৩ জনই কেন মাতাল হলো? এমন প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি আমি দেখছি কি কারণে তাদের এ অবস্থা হয়েছে।

  • বুয়েটের হলে ছাত্রকে পিটিয়ে হত্যা

    বুয়েটের হলে ছাত্রকে পিটিয়ে হত্যা

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হ‌য়ে‌ছে। রবিবার রাতে হলের দ্বিতীয়তলা থেকে এই ছাত্রের মরদেহ উদ্ধার করে বুয়েট কর্তৃপক্ষ। এই হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি।

    নিহত শিক্ষার্থীর নাম আবরার ফাহাদ। তিনি ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার গ্রা‌মের বা‌ড়ি কু‌ষ্টিয়ার কুমারখালীতে।

    রবিবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৬টার দিকে কর্তৃপক্ষ ও সাধারণ ছাত্ররা ফাহাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

    আবরা‌রের রুম‌মেট সৈকত ব‌লেন, সন্ধ্যা সাতটা থে‌কে আটটার মধ্যে আবরার‌কে কে বা কারা রুম থে‌কে ডে‌কে নি‌য়ে যায়। এরপর আর কিছুই জা‌নি না। প‌রে রাত দুইটার দিকে তার লাশ পাওয়া যায়।

    বুয়েট মেডিকেল অফিসার মো. মাশুক ইলাহী রাত তিনটায় আবরারকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, রাত্রিকালীন ডিউটিতে ছিলেন। খবর পেয়ে শেরে বাংলা হলে গিয়ে ফাহাদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে নিজে পরীক্ষা করে দেখেন তিনি মারা গেছেন। তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখা গেছে।পরে বুয়েট কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি জানানো হয়।

    চকবাজার থানার এসআই দেলোয়ার হোসেন জানান, বুয়েটছাত্রের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    আবরার ফাহাদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। তার বাবার নাম বরকতুল্লাহ। তিনি বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর রুমে থাকতেন।