Tag: ছাত্রদল

  • চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী গ্রেপ্তার

    চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী গ্রেপ্তার

    চট্টগ্রামের দামপাড়ায় বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রদলের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ।

    পুলিশ বলছে, গ্রেপ্তাররা তাঁদের শীর্ষ নেতাদের নির্দেশে বাসে আগুন দিয়েছেন।

    মঙ্গলবার চট্টগ্রামের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার সাদিরা খাতুন।

    গ্রেপ্তারকৃতরা হলেন হৃদয় (২২), নাজির শরীফ (২১) ও রায়হান (২৪)।

    উপপুলিশ কমিশনার সাদিরা খাতুন বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী ও চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে প্রযুক্তির সহায়তায় তিনজনকে শনাক্ত করা হয়।

    তিনি বলেন, গ্রেপ্তার তিনজন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত ৩ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম তুহিনের নির্দেশে খুলশী থানার ছাত্রদলের সদস্যসচিব নূর আলম সোহাগের নেতৃত্বে তাঁরাসহ আরো ১০-১২ জন খুলশী থানার দামপাড়ার সোহাগ বাস কাউন্টারের সামনে থেকে অবরোধের সমর্থনে মশাল মিছিল শুরু করেন। মিছিলটি থেকে রিলাক্স বাস কাউন্টারের সামনে দাঁড় করিয়ে রাখা একটি বাস ভাঙচুর করে বিস্ফোরক পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেন।

    পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার হৃদয় জানিয়েছেন, বাসে আগুন দেওয়ার সময় তাঁর বাঁ হাত আগুনে পুড়ে যায়। তাঁর হাতে আগুনে পোড়ার সেই ক্ষত দৃশ্যমান রয়েছে। শীর্ষ নেতাদের নির্দেশে আগুন দিয়েছেন বলে তাঁরা স্বীকার করেছেন। তাঁদের উদ্দেশ্য ছিল, বাসচালক ও হেলপার হত্যার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে জনগণের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা।

    এ ছাড়া গত ৩০ অক্টোবর গরিবুল্লাহ শাহ বাস কাউন্টার এলাকায় বাসে আগুন দেওয়া এবং গত ১ ডিসেম্বর পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন দেওয়ার ঘটনা তাঁরাই সংঘটিত করেছেন বলে স্বীকার করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের জন্য তাঁদের এই ধ্বংসাত্মক কার্যক্রম চলমান ছিল।

    গত ৩ ডিসেম্বর রাতে দামপাড়ায় রিলাক্স পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হলে এতে বাসটির চালক ও হেলপার দগ্ধ হন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

  • ছাত্রদল নেতার নেতৃত্বে বাসে আগুন, প্রতি ঘটনায় দেওয়া হতো বোনাস

    ছাত্রদল নেতার নেতৃত্বে বাসে আগুন, প্রতি ঘটনায় দেওয়া হতো বোনাস

    রাজধানীতে বিএনপির ডাকা অবরোধে যাত্রীবেশে বাসে উঠে আগুনের ঘটনার নির্দেশনায় জড়িত অভিযোগে এক কেন্দ্রীয় ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তাররা হলেন— ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর থানা ছাত্রদের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন রকি (২৫) ও তার সহযোগী সাকিব ওরফে আরোহান (২১)।

    পুলিশের দাবি, রাজধানীতে প্রতিটি বাসে আগুন দিলে পুরস্কার হিসেবে দেওয়া হতো টাকা। এমন অভিযোগে ছাত্রদল নেতা রকি ও সহযোগী সাকিবকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।

    গতকাল রোববার (৫ নভেম্বর) রাতে বাবুবাজার ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বোতল ভর্তি পেট্রোল উদ্ধার করা হয়।

    সোমবার (৬ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

    তিনি বলেন, গত ১ নভেম্বর রাজধানীর মুগদাপাড়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে মিডলাইন বাসে কতিপয় রাজনৈতিক দুর্বৃত্ত যাত্রীবেশে আগুন দিয়ে পালানোর সময় আল আমিন নামে একজনকে হাতেনাতে আটক করা হয়।

    আল আমিন কার নেতৃত্বে কীভাবে বাসে আগুন দিয়েছে তা স্বীকার করেছে। এই ঘটনায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) গোয়েন্দা দল আল আমিনকে জিজ্ঞাসাবাদ করে। পরে সে বেশকিছু তথ্য দেয়।

    সিটিটিসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন বলেন, তার নেতা মিজানুর রহমান। এই মিজানুরের নেতৃত্বে আরও দুজন কমলাপুর টিটিপাড়া থেকে বাসে ওঠে পেছনের সিটে গিয়ে বসে। এরপর সঙ্গে থাকা পেট্রোল ঢেলে বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মিজানসহ ৩ জন পালিয়ে যেতে পারলেও স্থানীয়রা আল আমিনকে ধরে ফেলেন। পরে মিজানকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

    এরপর মিজানকে জিজ্ঞাসাবাদ করা হলে সিটিটিসিকে জানায়, মহানগর ছাত্রদলের একজন নেতা আমির হোসেন রকির (২৫) নেতৃত্বে মিজান রাজনীতি করে। এই রকির নির্দেশনায় ও তত্ত্বাবধানে প্রথম দফায় মিডলাইন বাসসহ বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। এই নেতার কাছ থেকে সব রশদ পেয়ে চারজন বাসে আগুন দেওয়া শুরু করে। এর বাইরেও আরও বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে তারা।

    প্রথম দিনের অবরোধে মিজান আল আমিনের কাছে বোতলে পেট্রোল ও টাকা দেয়। এসময় মিজান তাদের আশ্বস্ত করে যে, দল ক্ষমতায় আসতেছে। কোনো সমস্যা হবে না। বাস পোড়ানোর নির্দেশনা দেয়।

    কমলাপুরের টিটিপাড়া থেকে খিলগাঁও সড়কে চলাচল করা বাসে আগুন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি বাসে আগুন দেওয়ার জন্য তিন হাজার টাকা বোনাস বিকাশ করে দেয়। পরে দ্বিতীয় দফা অবরোধে বাসে আগুন দেওয়ার জন্য ডাবল বোনাস ঘোষণা করা হয়।

    সিটিটিসি প্রধান বলেন, দ্বিতীয় দফা অবরোধে রাজধানীতে ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। গতকালও (রোববার) রকির নির্দেশনায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি গতকাল রকির নির্দেশে যাত্রাবাড়ীর দয়াগঞ্জে আগুন দেওয়ার সময়ে হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    রকি তার সহযোগী সাকিবকে নিয়ে কেরানীগঞ্জে এলাকায় বাসে আগুন দেওয়ার উদ্দেশ্যে বিএনপির এক নেতার কাছে যাচ্ছিলেন। পরে আমরা তার পিছু নিয়ে বাবুবাজার ব্রিজ থেকে পেট্রোলসহ তাকে গ্রেপ্তার করি। তার কাছ থেকে আমরা বেশ তথ্য প্রমাণ পেয়েছি। সে কি কি কাজ করেছে এই দুই দফা অবরোধে, কার কার নির্দেশনা ছিল, কারা টাকা দিয়েছে সব তথ্য আমরা পেয়েছি।

    প্রথম দিনের অবরোধে কি পরিমাণ জ্বালাও পোড়াও করেছে সেই ফুটেজ আমরা তার মোবাইলে পেয়েছি। অবরোধ কর্মসূচিতে বাসে আগুন দিতে কার কার সঙ্গে যোগাযোগ করেছে, কারা কারা সহযোগিতা করেছে আমরা সবার নাম পেয়েছি। আমরা রকির কাছ থেকে নির্দেশ দাতাদের তথ্য পেয়েছি। রকির নেতৃত্বে আরও কয়েকটি দল সক্রিয় রয়েছে।

    পুরস্কারের অর্থদাতা কারা জানতে চাইলে সিটিটিসি প্রধান বলেন, আমরা সবার তথ্য পেয়েছি৷ কিন্তু তদন্তের স্বার্থে কারো নাম প্রকাশ করছি না। তবে একে একে সবাইকে আইনের আওতায় আনা হবে এবং গণমাধ্যমের সামনে হাজির করা হবে।

  • চট্টগ্রামে গাড়ি ভাংচুরের মামলায় ছাত্রদল-যুবদলের ৩ নেতা গ্রেপ্তার

    চট্টগ্রামে গাড়ি ভাংচুরের মামলায় ছাত্রদল-যুবদলের ৩ নেতা গ্রেপ্তার

    নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে মশাল মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. ইরফানুল হাসান রকি (৩২), মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মো. আরিফুর রহমান (৩২) ও মহানগর যুবদলের সদস্য মো. নজরুল ইসলাম (৩০)।

    বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৫টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

    তিনি বলেন, গতকাল সন্ধ্যায় আলমাস সিনেমা হলের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এক গাড়ির মালিক মামলা দায়ের করেন। পরে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

    উল্লেখ্য, বুধবার (৭ ডিসেম্বর) রাতে নগরীর ওয়াসার মোড় থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে আলমাস সিনেমা হলের সামনে একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় দুটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়।

    তবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম গাড়িতে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করার কথা অস্বীকার করেছেন।

  • ছাত্রদল নেতাকর্মীদের নামে বিএনপি নেতার আইসিটি আইনে মামলা

    ছাত্রদল নেতাকর্মীদের নামে বিএনপি নেতার আইসিটি আইনে মামলা

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট ও কমেন্টসের মাধ্যমে মানহানি করায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনিসহ ১৬ জন ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে মামলা দায়ের করেছেন বিএনপি নেতা নাজিম উদ্দিন উদ্দিন প্রকাশ ভিপি নাজিম। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন।

    আজ বুধবার (১ জুন) দুপুরে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যাুনালের বিচারক হুমায়ন কবিরের আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

    বাদীর আইনজীবি অ্যাডভোকেট আবু হেনা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদের ভিপি মো. নাজিম উদ্দীনের নাম কটুক্তির ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ জনসহ মোট ১৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।

    আদালত সূত্রে জানা গেছে, মামলায় প্রধান আসামী করা হয়েছে হাটহাজারী ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকিকে। এছাড়া মামলায় ছাত্রদল নেতা মনিরুল আলম জনি, নুরুল কবির চৌধুরী, মির্জা এমদাদ, ফখরুল হাসান,, যুবদল নেতা জিএম সাইফুল নাম উল্লেখ করা হয়েছে।

    এ ব্যাপারে মামলার বাদী ভিপি নাজিম বলেন, আসামীরা গত ২৪ ও ২৫ মে ফেসবুকে আমার বিরুদ্ধে আপক্তিকর পোস্ট দিয়ে সন্মানহানী করেছে। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জনরোষ থেকে তাদের বাঁচাতেই আমি মামলা করেছি।

    তিনি বলেন, মামলায় যাদের আসামী করা হয়েছে তারা নামধারী ছাত্রদল। তারা আন্দোলন কর্মসূচিতে নাই, রাতভর নেশা করে চুরি ডাকাতি করে। দিনে ঘুমায়। তারা দলের কলঙ্ক।

    জানতে চাইলে মামলার আসামী উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি বলেন, আমি কারো বিরুদ্ধে ফেসবুকে কোন স্ট্যাটাস কমেন্ট করিনি। কেন আমাকে আসামী করা হয়েছে জানি না। তবে বুঝতে পারছি সম্প্রতি সরকার বিরোধী আন্দোলন শুরু হলে তা থেকে বিরত রাখতে আন্দোলন দমাতে আওয়ামী এজেন্ট হয়ে তিনি এ মামলা করেছেন দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে। তিনি বিএনপি করলেও মূলত সরকারী এজেন্ট। একসময় তিনি আওয়ামী লীগ করতেন। পরে বিএনপিতে যোগ দেন।

  • ঢাবির কার্জন হলের সামনে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ

    ঢাবির কার্জন হলের সামনে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃস্পতিবার বেলা ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের কয়েকজন আহত হয়েছেন।

    আজ বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১২টার দিকে হাইকোর্টের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীর এবং কার্জন হলের সামনে থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের মিছিল থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া করতে দেখা যায়। দুই দলের নেতাকর্মীদের হাতে লাঠি, হকিস্টিক, রডও দেখা যায়।

    তবে কিছু সময় পর ছাত্রলীগের ধাওয়া খেয়ে পেছনে চলে যান ছাত্রদলের নেতাকর্মীরা। আর দোয়েল চত্বর থেকে হাইকোর্টের সামনের সড়ক পর্যন্ত এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা ওই সড়কে মহড়া দেওয়া শুরু করেন।

    সরেজমিন দেখা যায়, তারা টিএসসি, মধুর ক্যান্টিন, শহীদ মিনার, দোয়েল চত্বর, ভিসি চত্বর ও পলাশীসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থান নিয়েছে। প্রত্যেক দলে নেতৃত্ব দিচ্ছেন হল ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে অভিযোগ তুলে সম্প্রতি রাজপথে আন্দোলন করছে ছাত্রদল।

    এ নিয়ে গত মঙ্গলবার (২৪ মে) ছাত্রদল মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাদের বাধা দেয় ছাত্রলীগ। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ছাত্রদলের বেশ কিছু নেতকার্মী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

    ২৪ ঘন্টা/রাজীব

  • ‘দমনপীড়নের মধ্য দিয়ে ন্যায়সঙ্গত দাবি দমিয়ে রাখা যাবে না’

    ‘দমনপীড়নের মধ্য দিয়ে ন্যায়সঙ্গত দাবি দমিয়ে রাখা যাবে না’

    সরকারকে হুশিয়ার করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দমনপীড়নের মধ্য দিয়ে মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দমিয়ে রাখা যাবে না।

    জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    বিএনপির আন্দোলনে সফলতা আসছে না কেন- এমন প্রশ্নে দলটির মহাসচিব বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল। তারা জনগণকে ভোটের অধিকার বঞ্চিত করে, জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতেই ভোটডাকাতি করে একটি দখলদারি সরকার প্রতিষ্ঠা করেছে। তারা দমনের মাধ্যমে জনগণের যে ন্যায়সঙ্গত আন্দোলন গণতন্ত্রের জন্য, তাকে তারা দমন করার চেষ্টা করছে।

    মির্জা ফখরুল বলেন, ইতিহাস প্রমাণ করে– কখনই দমনপীড়নের মধ্য দিয়ে মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশে কেউ কখনও পারেনি। আমরা বিশ্বাস করি, প্রতিটি বছর আমাদের জন্য নতুন শক্তি সঞ্চয় হবে এবং ‘ফ্যাসিস্ট সরকার’কে আমরা পরাজিত করতে সক্ষম হব।

    এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা হাবিব-উন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, নাজিম উদ্দিন আলম, আকরামুল হাসান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ সংগঠনের নেতাকর্মীরা।

    ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৩টায় রয়েছে ভার্চুয়াল আলোচনাসভা। এতে সংগঠনের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন।

  • চবিতে ছাত্রলীগের হামলার শিকার ছাত্রদল

    চবিতে ছাত্রলীগের হামলার শিকার ছাত্রদল

    চবি প্রতিনিধিঃ বিজয় দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্যে ফুল দিতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদসহ অন্তত ১০জন আহত হয়েছেন।

    বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতাকর্মীদের নগরের ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    চবি ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ ইয়াছিন এ বিষয়ে বলেন, দুপুর পৌনে একটার দিকে মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্যে ফুল দিতে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক হাসান, যুগ্ম সম্পাদক আরাফাত খান, জসিম উদ্দিনসহ মোট ১০-১২ জন নেতাকর্মী গুরুতর আহত হন। সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

    চবি ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক মিজানুর রহমান বিপুল এ বিষয়ে বলেন, আমাদের কাছে খবর ছিলো, তারা (ছাত্রদল) ক্যাম্পাস অস্থিতিশীল করবে। এজন্য চিহৃিত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিতে এসেছিলো। আমাদের কর্মীরা তাদের প্রতিহত করেছে।

    চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুর রহিম এ বিষয়ে বলেন, ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের ঝামেলার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ অভিযোগও দেয়নি।

    ২৪ ঘণ্টা/মেহেদী

  • সদস্য সংগ্রহ কর্মসূচীতে ছাত্রদলের মাঝে প্রাণসঞ্চার সৃষ্টি হয়েছে: মীর হেলাল

    সদস্য সংগ্রহ কর্মসূচীতে ছাত্রদলের মাঝে প্রাণসঞ্চার সৃষ্টি হয়েছে: মীর হেলাল

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নবঘোষিত হাটহাজারী উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা কর্তৃক মঙ্গলবার (১৩ অক্টোবর) তৃণমূল পর্যায়ে ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহের জন্য ফরম বিতরণ কর্মসূচি উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    জাতীয়তাবাদী ছাত্রদল হাটহাজারী উপজেলা শাখার আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

    মতবিনিময় কালে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মসূচী শুরু করার ফলে, সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং ছাত্রদের মাঝে প্রাণসঞ্চার হয়েছে। দেশনায়ক তারেক রহমানের বিচক্ষণ এবং দূরদর্শী নির্দেশনায় বিভাগীয় টিম এবং কেন্দ্রীয় সংসদ জেলা কমিটির প্রস্তাবনা বিচক্ষণতার সাথে যাচাই বাছাই করে সঠিক নেতৃত্ব নির্ধারণ করেছেন যার প্রমান দৃশ্যমান প্রতিটি কর্মসূচি প্রতিটি নবগঠিত কমিটি সফলতার সাথে পালন করেছে। এই সকল নবগঠিত কমিটিগুলোর নেতৃবৃন্দগণ সকলকে সাথে নিয়ে দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে।

    তিনি আরো বলেন, চট্টগ্রাম উত্তর জেলাসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা কমিটিতে যেইভাবে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ণ করা হয়েছে তা প্রশংসনীয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি হাটহাজারীর পূর্ববর্তী কমিটির মত নবগঠিত কমিটির নেতৃবৃন্দও তৃণমূল কে সংগঠিত করবে এবং প্রয়োজনে তৃণমূল থেকে নির্বাচনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি করে হাটহাজারী ছাত্রদলকে আরো সুসংগঠিত করবে।

    সভায় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপি আহ্বায়ক নুর মোহাম্মদ। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী।

    হাটহাজারী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী আবদুল মুবিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নুরুল কবির তালুকদার, সাবেক যুগ্ন আহবায়কবৃন্দ আলাউদ্দিন তালুকদার, সালাউদ্দিন খালেদ, মিজান টিপু, নাহিদ চৌধুরী, গিয়াস উদ্দিন রিসার্ড। এতে আরো উপস্থিত ছিলেন নবগঠিত হাটহাজারী উপজেলা ছাত্রদল যুগ্ন-আহবায়ক মো:নূর উদ্দিন, বাবু সালাম চৌধুরী, মো: জাহেদুল ইসলাম, মো:আবু নাঈম, মো:নূর নবী। নবগঠিত হাটহাজারী পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মো:সাহেদ খান, যুগ্ন-আহবায়কবৃন্দ মো:আবদুল্লাহ্ আলম মামুন, মো নোমান হোসেন, মো:রাসেল, মো: মুজিবুল হক, মো:রাশেদ, মো: শাহজালাল ফরহাদ। নবগঠিত হাটহাজারী সরকারি বিশ্ব:কলেজ ছাত্রদলের আহবায়ক মো:রাসেল, সদস্য সচিব মো:মোবিনুল ইসলাম, যুগ্ন আহবায়ক মো: আহমান হাবীব, মো:রিয়াজ, মো:ওসমান গণি তারেক, নবগঠিত কুয়াইশ শেখ মো: বি কলেজ শাখার আহবায়ক মো: সাজ্জাদ হোসেন রানা, সদস্য সচিব মো:ফাহাদ আহমেদ মাহিন। নবগঠিত শহীদ জিয়াউর রহমান সিটি কর্পো: ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মো : ওমর ফারুক, সদস্য সচিব রিয়াজ উদ্দিন সম্রাট। যুগ্ন-আহবায়ক -মো: মনির হোসেন।

    নবগঠিত ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মো: আলমগীর, সদস্য সচিব জোবায়ের সায়মন অনতু, যুগ্ন-আহবায়ক মো: রায়হান, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্যবৃন্দ যথাক্রমে মো:দিদারুল আলম রোকন, মো:ওসমান গণি, মো:ইয়াসিন ফরহাদ, মো:আরমান আমিন, নবগঠিত হাটহাজারী পৌরসভা ছাত্রদলের সদস্যবৃন্দ মো:ইরফান, মো:রিদোয়ান, মো:সাইফুল ইসলাম সাইম, মো:হোসেন,মো:রবিউল হোসেন সাকিব। নবগঠিত হাটহাজারী সরকারি বিশ্ব:কলেজ ছাত্রদলের সদস্যবৃন্দ মো: ফয়সাল ইসলাম, মো: মাসুদ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • কোতোয়ালি থানার নাশকতা মামলায় থানা যুবদল নেতা রাসেল কারাগারে

    কোতোয়ালি থানার নাশকতা মামলায় থানা যুবদল নেতা রাসেল কারাগারে

    ডেস্ক নিউজ : পাঁচলাইশ থানা যুবদল’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শেখ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

    রবিবার (৪ অক্টোবর) দুপুরে মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) ফখরুদ্দিন আহমদ।

    তিনি বলেন, ২০১৯ সালে নাশকতা ও বিস্ফোরক আইনে কোতোয়ালি থানার একটি মামলায় উচ্চ আদালতের জামিনের শেয়াদ শেষ হওয়ায় রবিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রাসেল।

    এসময় রাষ্ট্রপক্ষে তার জামিন আবেদনে আপত্তি জানালে আদালত তা আমলে নিয়ে শেখ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    ২৪ ঘণ্টা/আরএস

  • এমসি কলেজে গৃহবধূকে গনধর্ষণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও মিছিল

    এমসি কলেজে গৃহবধূকে গনধর্ষণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও মিছিল

    নিলয় ধর,যশোর প্রতিনিধি : সিলেট এম.সি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ এবং খাগড়াছড়িতে মানসিক প্রতিবন্ধীকে গণধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোর জেলা ছাত্রদল আজ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

    উক্ত বিক্ষোভ সমাবেশে থেকে ছাত্রনেতারা তাদের বক্তব্যে বলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

    উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামসুজ্জামান রিন্টু, নাছির উদ্দিন, সিনিয়র যুগ্ম-সম্পাদক সোহানুর রহমান শামীম, যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম টিপু, যশোর নগর ছাত্রদল নেতা রেজোয়ান বাসার সোহান, রবিউল ইসলাম রাজু,সালমান ফারেস দিব্য, আব্দুল আহাদ গাজী, রেজোয়ান রহমান নিশান, মিরাজুল ইসলাম নয়ন, এম এম কলেজ ছাত্রনেতা নুর ইসলাম রুবেল,ইমরান কবির, মোঃ এনামুল, সিটি কলেজ নেতা মফিজুল ইসলাম বুলবুল,ইয়াসিন হোসেন,ইমন হোসেন, যশোর পলিটেকনিক কলেজ ছাত্রদলের অন্যতম নেতা আবুল কাশেম,ফাহিম হোসেন সহ যশোর জেলার বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা

  • বিএনপি নেতা শামীম ও সেচ্ছাসেবক দলের রাশেদ খানের রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া

    বিএনপি নেতা শামীম ও সেচ্ছাসেবক দলের রাশেদ খানের রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের রোগমুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

    সোমবার (৬ জুলাই) বাদ আছর নগরীর মামা ভাগিনা মাজার সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয়।

    দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মাগফিরাত কামনা ও করোনা ভাইরাসে আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা রিফাত হোসেন শাকিল, রবিউল হাসান বাবলু, এম.এ. হাসান বাপ্পা, ইমরান হোসেন বাপ্পি, রিয়াজ উদ্দিন রাজু, সাদ উদ্দীন চৌধুরী, হেলাল তালুকদার অনিক, রাজু আহমেদ, আবু এমরান নোমান প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আজ ছাত্রনেতা জালাল উদ্দীন সোহেলের তৃতীয় মৃত্যুবার্ষিকী

    আজ ছাত্রনেতা জালাল উদ্দীন সোহেলের তৃতীয় মৃত্যুবার্ষিকী

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক যুগ্ম সম্পাদক জালাল উদ্দীন সোহেলের ৩য় মৃত্যু বার্ষিকী আজ।

    ২০১৭ সালের ১৭ মে নগরীর বাদশা মিয়া সড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় নগরীর একটি প্রাইভেট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

    মরহুম জালাল উদ্দীন সোহেল ছিলেন ছাত্রদলের তৃণমূল পর্যায়ে খুবই জনপ্রিয় ও মেধাবী একজন ছাত্রনেতা। স্কুল জীবন থেকে ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়া এই ছাত্রনেতা ইউনিট পর্যায় থেকে পর্যায়ক্রমে মহানগর ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন আমৃত্যু।

    তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, নগর ছাত্রদলের অন্যতম মেধাবী ও দূরদর্শী ছাত্রনেতা ছিলো সোহেল। সে ছাত্রদলের পাশাপাশি অন্যান্য সহযোগী সংগঠনও জোরালো ভূমিকা পালন করতো। আমার দেখা নগর ছাত্রদলের অন্যতম শ্রেষ্ঠ সংগঠক ছিলো সোহেল। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

    নগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাসেম বক্কর বলেন, সোহেল ছিলো একজন সফল ছাত্রনেতা। সে সবসময় দল ও সংগঠনের কথা সর্বাগ্রে চিন্তা করতো। এক কথায় দল পাগল। তার মতো ছাত্রনেতা কদাচিৎ জন্মায়।

    এদিকে জালাল উদ্দীন সোহেলের মৃত্যুবার্ষিকী করোনার কারণে যথাযথভাবে পালন করতে পারছে না নগর ছাত্রদল।

    এ প্রসঙ্গে জানতে চাইলে নগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল বলেন, আমরা মরহুম ছাত্রনেতা জালাল উদ্দীন সোহেল ভাইয়ের মৃত্যুবার্ষিকী করোনার জন্য যথাযথ ভাবে পালন করতে পারছি না, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবুও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছি সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সীমিত পরিসরে। এছাড়াও নগরীর বিভিন্ন স্পষ্টে ঐ দিন নগর ছাত্রদলের বিভিন্ন ইউনিট ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। সবাইকে নিজনিজ অবস্থানে থেকে মরহুম ছাত্রনেতা জালাল উদ্দীন সোহেল ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করতে বলা হয়েছে।

    এ ব্যাপারে তাঁর বড়ভাই জামাল উদ্দিন বাবু ফেইসবুকে স্ট্যাটাসদিয়ে লিখেন, পরিবারের সকল আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী এবং শহীদ এস এম জালাল উদ্দিন সোহেলের সকল বন্ধু-বান্ধব, সহকর্মী, শুভাকাঙ্খী এবং তার রাজনৈতিক জীবনের সকল স্তরের নেতা-কর্মী, সহযোদ্ধা সহ সকলকে যার যার অবস্হানে থেকে তার জন্য দোয়া করতে পরিবারের পক্ষ থেকে আন্তরিক অনুরোধ জানানো হচ্ছে। দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করায় জীবনের ঝুকিঁ এড়াতে সবাইকে কোনোরকম জমায়েত না করে নিজ অবস্হানে থেকে দোয়া করার অনুরোধ রইল। গণজমায়েত করে অনুষ্ঠান করতে গিয়ে কারো জীবন ঝুকিঁতে পড়ুক আমরা তা চাইনা।

    ২৪ ঘণ্টা/এম আর