Tag: ছাত্রদল

  • মোরশেদ খানের পদত্যাগের খবরে বোয়ালখালী ছাত্রদলের মিষ্টি বিতরণ

    মোরশেদ খানের পদত্যাগের খবরে বোয়ালখালী ছাত্রদলের মিষ্টি বিতরণ

    সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিএনপি’র ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান বিএনপি থেকে পদত্যাগের খবরে চট্টগ্রামের বোয়ালখালীতে মিষ্টি বিতরণ করেছে উপজেলা ছাত্রদল। আরো খবর : বিএনপি থেকে পদত্যাগ করেছেন মোরশেদ খান

    বুধবার ( ৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনকে মিষ্টি মুখ করান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহসিন খোকন। এসময় উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    মো. মহসিন খোকন বলেন, প্রবীণ এ নেতা বিএনপি ছাড়ায় দলের কোনো ক্ষতি হয়নি। দলের মাঝে কোনো সুবিধাবাদী ব্যক্তির প্রয়োজন নেই। তিনি আরো আগে পদত্যাগ করার প্রয়োজন ছিলো। তিনি নিজ থেকে সরে যাওয়ায় আমরা খুশি হয়েছি।

    প্রসঙ্গত গত মঙ্গলবার বিএনপি মহাসচিবের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠান এম. মোরশেদ খান।

  • ঢাবিতে ছাত্রলীগের হামলায় ৫ ছাত্রদল কর্মী আহত

    ঢাবিতে ছাত্রলীগের হামলায় ৫ ছাত্রদল কর্মী আহত

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

    রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

    ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নামে থাকা একটি ফেসবুক আইডির লেখাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল ক্যাম্পাসে। ফেসবুকের ওই লেখার জন্য ছাত্রদল সাধারণ সম্পাদককে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা এবং তাকে ‘দেখে নেয়া’র হুঁশিয়ারি দেয় ছাত্রলীগ। তবে আলোচিত এই ফেসবুক আইডিটি ‘ভুয়া’ বলে জানিয়েছেন ছাত্রদল সাধারণ সম্পাদক।

    এ বিষয়ে ব্যাখ্যা দিতে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। পরে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহনেতারা মধুর ক্যান্টিনে যান। মধুর ক্যান্টিনে আগে থেকেই অবস্থান করছিল ছাত্রলীগ। ছাত্রদল নেতারা অনেকক্ষণ অপেক্ষা করেও বসার জায়গা পাচ্ছিলেন না। পরে তারা ফ্লোরে বসে পড়েন।

    এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদল নেতাদের ওপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছাত্রদল নেতাকর্মীরা এগিয়ে এলে সংঘর্ষ বেধে যায়। এসময় ৫ ছাত্রদল নেতাকর্মীকে পিটিয়ে আহত করে ছাত্রলীগ।

    তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায় নি।

  • সৈয়দপুরে আবরার হত্যার বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    সৈয়দপুরে আবরার হত্যার বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র মেধাবী ছাত্র আবরার ফাহাদ এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌর ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করেছে।

    ১০ অক্টোবর বিকালে শহরের শহীদ ডাঃ জিকরুল হক রোডস্থ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপি কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এতে উপস্থিত ছিলেন সৈয়দপুর ও কিশোরগঞ্জ রাজনৈতিক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু ও সাংগঠনিক সম্পাদক আরমান, উপজেলা ছাত্রদলের সভাপতি কবির চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মুহিদ চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রাহমান, সহ সাধারণ সম্পাদক জিসান, প্রচার সম্পাদক আবু সাঈদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাবেদ খান রুবেল, সহ সাধারণ সম্পাদক আকাশ, প্রচার সম্পাদক আলী সহ আরও অনেকে।

    মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপরোক্ত নেতৃবৃন্দ সহ সৈয়দপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক সামসুল আলম, সদস্য আবদুল খালেক ও শেখ বাবলু বেং জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন।

    বক্তারা বলেন, দেশ বিরোধী চুক্তির প্রতিবাদে সোস্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়ায় দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এর দ্রুত বিচার দাবি করছি। দৃষ্টান্তমূলক বিচার করা না হলে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

  • আবরার হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ

    আবরার হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ

    বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

    বুধবার বিকালে নগরের শহীদ লেইন এলাকা থেকে মিছিল শুরু হয়ে অলংকার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মাস্টার আরিফ, রাজিবুল হক বাপ্পি, আব্বাস রিপন,মাহামুদুল হাসান (রাজু),শাহাদাৎ হোসেন আকাশ, মিনহাজ উদ্দিন প্রমুখ।

    সমাবেশ বক্তারা বলেন, আবরার ফাহাদ হত্যার মাধ্যেমে প্রমাণ হয়েছে এদেশে বাক স্বাধীনতা নেই। দেশের ছাত্র সমাজ ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা প্রতিনিয়ত নির্যাতিত। আবরার হত্যায় জড়িত সকলের দৃষ্টামূলক শাস্তি দাবি করেন বক্তাগণ।

  • আবরার হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    আবরার হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

    বুধবার বিকালে নগরের ওয়াসা এলাকা থেকে মিছিল শুরু হয়ে কাজির দেউড়িতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা রিফাত হোসেন (সাকিল) এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আক্তার হোসেন (বাবলু), ফজলুল কাদের (রাজু), এম এ হাসান (বাপ্পা), রবিউল হাসান (বাবলু), মোঃ রিয়ারুজ রহমান (রিয়াজ) হেলাল তালুকদার (অনিক), আবু ইমরান (নোমান), রানা মির্জা, ইমরান হোসেন (বাপ্পি), আরিফফ হোসেন, আনিসুর রহমান, মোঃ সাজ্জাদ, আমিনুল ইসলাম, মোঃ বাবু, মোঃ সুজন, মোঃ জুয়েল, মোঃ সাগর।

    সমাবেশ বক্তারা বলেন, আবরার ফাহাদ হত্যার মাধ্যেমে ছাত্রলীগ প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী সংগঠন।