Tag: ছাত্রলীগ

  • চট্টগ্রামে শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষ চলছ, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

    চট্টগ্রামে শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষ চলছ, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

    চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের মুরাদপুরে সংঘর্ষ শুরু হয়।

    সংঘর্ষ চলাকালে বিকেল পৌনে ৪টার দিকে মুরাদপুর ও আশপাশের এলাকা থেকে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

    এর আগে দুপুর ১টা থেকে ষোলশহর রেলস্টেশনে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল ৩টার দিকে তারা মুরাদপুরের দিকে মিছিল নিয়ে এগোতে থাকলে সেখানে আগে থেকে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে।

    সর্বশেষ বিকেল ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগ নেতাকর্মীরা আশপাশের বিভিন্ন গলি ও ভবনের ছাদে অবস্থান নিয়ে পাথর ছুড়ছে। শিক্ষার্থীরাও পাল্টা পাথর ছুড়ছেন তাদের দিকে।

  • শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষে রণক্ষেত্র ষোলশহর

    শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষে রণক্ষেত্র ষোলশহর

    চট্টগ্রাম নগরে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক, পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

    সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টায় নগরীর ষোলশহর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা ৩৭ মিনিট) সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এ ঘটনায় ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

    সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা ষোলশহর রেল স্টেশন ও মোড়ে অবস্থান নেন। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা দুই নম্বর গেট ও মুরাদপুর এলাকায় অবস্থান নেন।

    এরপর বিকেল ৫টায় ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে দুই নম্বর গেট থেকে ষোলশহরের দিকে আসেন। এরপর সংঘর্ষ শুরু হয়। এসময় বেশ কয়েকবার বিকট শব্দ শোনা গেছে।

    এসময় আন্দোলনকারীরা রেল লাইন থেকে পাথর নিয়ে নিক্ষেপ করতে থাকেন। তখন তাদের হাতে বাঁশ, লাঠিও দেখা যায়। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতেও পাথর, বাঁশ, লাঠি দেখা যায়।

    এতে দীপ্ত টিভির করেসপন্ডেন্ট লতিফা রুনা পায়ে আঘাত পান। পুলিশের এক সদস্যও রক্তাক্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

    আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ হামলা চালিয়েছে।

    অন্যদিকে পুলিশকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা গেছে। জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে। আমাদের কয়েকজন আহত হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

  • মিরসরাইয়ে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত নিরীহ চা দোকানী

    মিরসরাইয়ে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত নিরীহ চা দোকানী

    নিজস্ব প্রতিনিধি::::মিরসরাইয়ে ছাত্রলীগের দুই গ্রুপের কথাকাটাকাটির জেরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় প্রতিপক্ষ মনে করে লাঠিসোটা নিয়ে হামলা করা হয়েছে এক নিরীহ চা দোকানীর উপর। হামলার ঘটনায় মারাত্মক আহত হয়েছেন চা-দোকানী আরাফাত হোসেন (২৫) ও রাহাত ( ২৭) নামের দুই জন।

    বুধবার ( ১৩ নভেম্বর) রাত ৯ টায় মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ড মিরসরাই স্টেডিয়াম এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

    মারাত্মক আহত আরাফাত (২৫) ১০ নং মিঠানালা ইউনিয়নের ১ নং ওয়ার্ড পাত্তার পুকুর এলাকার আমান উল্লাহ ভূঁইয়া বাড়ির খাজা মহিউদ্দিন মেম্বারের ছেলে। হামলাকারীরা প্রতিপক্ষের একটি মোটরসাইকেলও ভাঙচুর করে। আহত আরাফাতের মিরসরাই কালিমন্দির মার্কেটে চায়ের দোকান রয়েছে।

    আহত আরাফাত জানান, তার পাশ্ববর্তী ব্যবসায়ী বন্দু রাহাতের সাথে মিরসরাই কলেজ রোড় এলাকায় ফুচকা খাওয়ার জন্য যান‌।সেখানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এক পক্ষ তাদেরকে প্রতিপক্ষ মনে করে স্টাম্প,লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় মারাত্মক আহত হয় রাহাত ও আরাফাত। আহত দুইজনের মধ্যে আরাফাতের মাথার আঘাত গুরুতর বলে জানা গেছে।

    স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে গিয়ে দেখা যায় মাথায় মারাত্মক ক্ষত ও জখম নিয়ে চিকিৎসা নিচ্ছেন আরাফাত। তার দুই পা, হাত, পিট ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মাহবুব জানান, আরাফাতের মাথার আঘাত খুবই গুরতর। যেকোন সময় তার অবস্থার অবনতি হতে পারে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবো।

    স্থানীয় বিশ্বস্থ সুত্রে জানা গেছে, স্থানীয় জায়গা জমির শালিশকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপুর অনুসারী নয়নের সাথে মিরসরাই উপজেলা যুবলীগের অনুসারী সালমানের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে সন্ধ্যায়। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ দল ভারি করে ধাওয়া পাল্টা ধাওয়া করে এক পক্ষ অপর পক্ষকে। মধ্যখানে আহত হয় স্থানীয় নিরীহ দুই ব্যবসায়ী।

    মিরসরাই থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আহতদের খোঁজ খবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মিরসরাইয়ে চাঁদা না পেয়ে যুবলীগ কর্মীকে বেদম পেটালো উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক

    মিরসরাইয়ে চাঁদা না পেয়ে যুবলীগ কর্মীকে বেদম পেটালো উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক

    নিজস্ব প্রতিনিধি:::মিরসরাইয়ের এক যুবলীগ কর্মীকে চাঁদার দাবিতে বেদম মারধর করেছে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার নেতৃত্বে সন্ত্রাসীরা।

    আহত যুবলীগ কর্মীর নাম মাসুদ রানা (৩২)। তিনি ১৩ নং মায়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও মৃত বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন বুলুর ছেলে।

    মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন বড়তাকিয়া বাজারে যুবলীগকর্মী মাসুদ রানার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলার ঘটনাটি ঘটে। ঘটনায় আহত মাসুদ রানাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

    আহত মাসুদ রানার মা লুৎফর নাহার অভিযোগ করে বলেন, আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা । আমরা মুক্তিযোদ্ধা পরিবার। আমার ছেলে মুক্তিযোদ্ধার সন্তান। সে যুবলীগের রাজনীতি করে। ইকোনমিক জোনে জমি নিয়ে সরকার কয়েক কোটি টাকা দিয়েছে। সেগুলো দিয়ে ছেলে মেয়েরা ব্যাবসায় শুরু করেছে‌। বড়তাকিয়া বাজারে ছেলে মাসুদ রানা কাঠের ও ফার্নিসারের দোকান দিয়েছে। বাজারে আমাদের মার্কেট আছে সেগুলোর ভাড়া তোলার দায়িত্ব রানার উপর। গত কয়েকদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা। প্রায় সময় হুমকি ধামকি দিয়ে আসছে ছেলেকে। আজকে সন্ধ্যায় আবারো মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা ও ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান লাবিব সহ ৮ থেকে ১০ জন চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে অন্যান্যদের সামনে মাসুদ করিম রানা ও নাহিদুল ইসলাম লাবিব ছেলের দোকান থেকে গাছ নিয়ে এলোপাথাড়ি মারধর করে। এসময় স্থানীয় দুই যুবক ইমাম ও ইসলাম আমার ছেলেকে উদ্ধার করতে আসলে তাদেরকেও ধাওয়া করে।

    তবে নাম প্রকাশে অনিচ্ছুক মিরসরাই পৌর যুবলীগের এক নেতা জানান, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের পক্ষে কাজ করেন আহত মাসুদ রানা। অপর পক্ষে হামলাকারীরা আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাহবুবুর রহমানের অনুসারী। হামলা ও চাঁদা দাবির পেছনে মুল কারন বলেও জানান এই নেতা।

    হামলার বিষয়ে জানতে অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার সাথে যোগাযোগ করতে বার বার ফোন করা হলে তিনি সাংবাদিকদের ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

    হামলার খবর পাওয়া মাত্র মিরসরাই থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে আহতের পরিবারের বক্তব্য গ্রহণ করেছেন। তিনি জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটেছে বলে জেনেছি, রাজনৈতিক বা নির্বাচন কেন্দ্রিক নয়। থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

  • প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাঁচলাইশ থানা ছাত্রলীগের শোভাযাত্রা

    প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাঁচলাইশ থানা ছাত্রলীগের শোভাযাত্রা

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবন কমিউনিটি ক্লিনিককে জাতিসংঘ ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ ও ৭ং পশ্চিম ষোলশহর ওর্যাড ছাত্রলীগ।

    শুক্রবার (২৬ মে) দুপুর তিনটার দিকে বিবিরহাট মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।

    শোভাযাত্রাটি বিরিরহাট, হামজারবাগ, আতুরারডিপু সহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

    এসময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মো:আরিফ হোসেন, মো:ইব্রাহিম রুবেল, মো:রহিম হোসেন মো:রাব্বান, মো:নুর আলম, মো:ফয়েজ, মো:ফাইসাল, মো:কাজী রাইহান সহ ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।

  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

    সীতাকুণ্ড প্রতিনিধি: রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ও সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।

    সোমবার বিকেল ৪ টায় পৌরসভার উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর সদর প্রদক্ষিণ করে বাজারে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলানীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দীন রানা, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ, বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমজাদ, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাঃ সম্পাদক বাপ্পি, বাড়বকুন্ড ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজ, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান নিশাত, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিপু, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দীন, সম্পাদক নাঈম উদ্দীন, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফ রহমানসহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

    চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

    আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ কর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    কলেজ সূত্র জানায়, ওই দুই গ্রুপের একটির নেতৃত্বে আছেন ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম এবং অন্যটির নেতৃত্বে আছেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ।

    উভয়পক্ষ লোহার রড ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

    চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয়পক্ষের লোক পালিয়ে যায়। আমরা ঘটনার তদন্ত করছি।

  • ছাত্রলীগ নেতাকে নিয়োগ না দেওয়ায় চবির ভিসি অফিসে ভাঙচুর

    ছাত্রলীগ নেতাকে নিয়োগ না দেওয়ায় চবির ভিসি অফিসে ভাঙচুর

    ছাত্রলীগের এক নেতাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিয়োগ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে উপাচার্যের দপ্তরে ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ‘একাকার’ গ্রুপের নেতাকর্মীরা আজ সোমবার বিকেল ৫টার পর ভাঙচুরের ঘটনা ঘটান। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও আটকে রেখেছেন তারা।

    সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয়সহ চলমান সমস্যা নিয়ে উপাচার্যের কার্যালয়ে চলছিল সিন্ডিকেট সভা। দিনভর এই সভা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও উপাচার্যের দপ্তরের সামনে দেখা যায় ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীদের অবস্থান ও চাপা উত্তেজনা।

    বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি এবং ‘একাকার’ গ্রুপের নেতা মাঈনুল ইসলামের নেতৃত্বে উপাচার্যের দপ্তরে ভাঙচুর চালায় ওই গ্রুপের নেতাকর্মীরা। উপাচার্যের দপ্তরের সামনে রাখা কয়েকটি ফুলের টব এবং দপ্তরের ভেতরে রাখা বেশ কয়েকটি প্লেট ও চায়ের কাপ ভেঙে ক্ষোভ প্রকাশ করেন তারা। পরে সেখানে ছাত্রলীগের কয়েকটি গ্রুপের নেতাকর্মীরা সেখানে আসেন।

    একাকার গ্রুপের নেতা মাঈনুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের সাবেক নেতা রায়হান আহমেদকে নিয়োগ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আমরা ভাঙচুর করেছি। সরকারবিরোধী, কোটাবিরোধী আন্দোলনের নেতারা এবং শিবিরের কর্মীরা এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগের সুযোগ পায়। অথচ ছাত্রলীগের মেধাবী ছাত্ররা সুযোগ পায় না। আমরা সিন্ডিকেট সভা চলাকালীন সময়ে উপাচার্যের কক্ষে কিছুটা ভাঙচুর করেছি।’

    নিয়োগের আগেই কেন এমন ভাঙচুর- এই বিষয়ে মাঈনুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়েছি এই বিষয়ে। তাই ক্ষুব্ধ হয়েছে ছাত্রলীগ। কোটাবিরোধী আন্দোলনের কয়েকজন নেতা ও ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দিয়েছে এমন প্রার্থীরাও নিয়োগ পরীক্ষার ভাইবা দিতে এসেছিল। আমরা তাদের আটকানোর চেষ্টা করেছিলাম। কিন্তু প্রশাসন তাদের নিরাপদের বের করে দিয়েছে। ভাইবার আগেই আমরা উপাচার্যকে কয়েকবার বলেছি আমাদের প্রার্থীর বিষয়ে। কিন্তু সরকারবিরোধী প্রার্থীরা যখন ভাইবা দিতে আসে এরপর তো আর কথা বলার থাকে না।’

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া বলেন, ‘উপাচার্যের দপ্তরে সিসিটিভি ক্যামেরা আছে কয়েকটি। কারা এসব ভাঙচুর করেছে তা সহজেই চিহ্নিত করা যাবে। ঘটনার সমাধানে এবং পরিস্থিতি শান্ত করতে এখন প্রক্টররা কাজ করছেন। পরবর্তীতে তদন্ত করা হবে কারা জড়িত ছিল।’

    চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘আমি জেনেছি ছাত্রলীগের কিছু নেতাকর্মী ভাঙচুর করেছে এবং শাটল ট্রেন আটকে রেখেছে। কেন করেছে এটি আমি খোঁজ নিয়ে সাংগঠনিকভাবে বিবেচনা করব।’

    এছাড়া চবি ছাত্রলীগের সহ-সভাপতি ও ভার্সিটি এক্সপ্রেস গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় জানান, এ বিষয়ে সরাসরি জড়িত না থাকলেও তার মৌন সম্মতি আছে।

    আরেক সহসভাপতি ও বাংলার মুখ গ্রুপের নেতা রাকিবুল ইসলাম দিনার জানান, ছাত্রলীগের মেধাবী ছাত্রকে নিয়োগ না দেওয়ায় একাকার গ্রুপের এই কার্যক্রম যথাযথ বলে তিনি মনে করেন।

    শাটল ট্রেন আটকা

    ভাঙচুরের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান যাতায়াত মাধ্যম শাটল ট্রেন আটকে রাখে ছাত্রলীগের একাকার গ্রুপের নেতাকর্মীরা। বিকেল সাড়ে পাঁচটার শাটল ছাড়ার কিছুক্ষণ আগে চাবি ছিনতাই করে তারা। নয়টি বগীতে প্রায় এক হাজার শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী এই শাটল আটকে দেওয়ায় বিপাকে পড়ে শিক্ষার্থীরা।

    বিশ্ববিদ্যালয়ের শাটল আটকে থাকার বিষয়ে বটতলী স্টেশনের স্টেশনমাস্টার বলেন, ‘আমাদের চালককে ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে ভয় দেখিয়ে চাবি নিয়ে যায়। তাই সাড়ে পাঁচটার ট্রেনটা আটকে আছে। পরবর্তী ট্রেন চলবে কি না সেটি নিশ্চিত নয়।’

    জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষ থেকে আমরা জেনেছি শাটলের চালক থেকে ছাত্রলীগের পরিচয় দিয়ে চাবি ছিনিয়ে নিয়েছে কিছু ছেলে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

    শাটলের চাবি ছিনতাইয়ের বিষয়ে মাঈনুল ইসলাম বলেন, ‘সরকারবিরোধীদের নিয়োগ দিয়ে ছাত্রলীগের মেধাবী প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে। ছাত্রলীগের নেতাকে নিয়োগ না দিলে আমরা আন্দোলন করে যাব।’

  • মিরসরাইয়ে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দের পুর্নমিলনী

    মিরসরাইয়ে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দের পুর্নমিলনী

    মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২১ জানুয়ারি) বিকেলে খৈয়াছরা উচ্চ বিদ্যালয় মাঠে মিরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে সত্ত্বর দশক থেকে বর্তমান পর্যন্ত উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা সাবেক ছাত্র নেতারা স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুব রহমান রুহেল।

    উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়কদের সঞ্চালনায় প্রধান অতিথি মাহবুব রহমান রুহেল বলেন, ছাত্রলীগের গৌরবময় ইতিহাস রয়েছে। ছাত্রলীগ শুধু একটি ছাত্র সংগঠন নয়। এ সংগঠন দেশের দুর্যোগে যেমন দেশের মানুষের পাশে থেকে কাজ করে আবার দেশের উন্নয়নে নানা কাজ করে থাকে। আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। পদ্মাসেতু, মেট্রোরেল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলাসহ দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো উদাহরণ দিয়ে তিনি আরো বলেন, শেখ হাসিন হাতকে শক্তিশালী করতে দলের জন্য সবাইকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে নৌকার বিজয় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা নানাভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সচেতন করতে ছাত্রলীগ নেতাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন সত্ত্বর দশকে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সাবেক ছাত্রনেতা বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ মোঃ ইসমাইল খান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন, সত্ত্বর দশকে উপজেলা ছাত্রলীগের প্রথম সভাপতি আবদুল্লাহ চৌধুরী, সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, চেয়ারম্যান আবু সুফিয়ান বিল্পব, নিজামপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল মোস্তফা, মিরসরাই কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মিরসরাইয়ের সাবেক ছাত্রনেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন মান্না, সাবেক ছাত্রনেতা মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দীন চৌধুরী রূপম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু প্রমুখ।

    অনুষ্ঠানে ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে অধ্যবদি দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছয় পয়েন্টে কেক কেটেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ

    ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছয় পয়েন্টে কেক কেটেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ

    নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ। পাঁচলাইশ এলাকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

    বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৩টা ৬টি পয়েন্টে কেক কেটেছেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ।মুরাদপুর মোড়, মোহাম্মদপুর, বিবিরহাট, হামজারবাগ ও ২নং গেইট মোড়,পিলখানা মোড়ে কেক কেটে পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

    কর্মসূচিতে উপস্থিত ছিলেন,পাঁচলাইশ থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন পারভেজ,শাহাজাদা চৌধুরী,যুগ্ন-সাধারণ সম্পাদক সোহেল বড়ুয়া,পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নোমান চৌধুরী রাকিন,পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা তানভীর হোসেন, ইব্রাহিম রুবেল,মোঃ আরফাত হোসেন, হৃদয় ইউসূফ,এস এম রিয়াসাত,সাকিব হাসান, জহিরুল ইসলাম,হাসান রাজা, ওবাইদুল আলম শাকিল, রনি মহাজন,আরশাদ মিশন,মোঃ রিকন,মোঃ শাহাজাহান,মোঃ সাজ্জাদ,জয়নাল আবেদিন রাহাত, সুমন শেখ, প্রমুখ

    বাংলা, বাঙালি, স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার সময় ছিল পূর্ব পাকিস্তান ছাত্রলীগ।

    পরবর্তী সময়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের পরিবর্তে হয় বাংলাদেশ ছাত্রলীগ।

  • মাদার্শা ইউনিয়নে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    মাদার্শা ইউনিয়নে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে হাটহাজারীর মধ্য মাদার্শাস্থঃ আকবরিয়া স্কুল এন্ড কলেজে ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আমিনুল ইসলাম সভাপতিত্বে এক আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের বোর্ড মেম্বার জসিম উদ্দিন শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মাষ্টার, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন মিয়াজি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড সদস্য রাশেদ খান মেনন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মাষ্টার, ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আক্কাস হোসেন শাহ্, ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফারুক মাহমুদ সিদ্দিকী, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকবর হোসেন, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোজাম্মেল, তানভীর শাহ্, আদনান আহমেদ চৌধুরী, উপ পাঠাগার সম্পাদক সাইফুল আলম, রেজাউল আলম জিসান।

    ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুজাম্মেল হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহরিয়ার তানভীর, সাকিব শাহ্, কায়েস, ইমতিয়াজ অভি, ইফতি আহম্মেদ, মুনতাসীর ইশান, মারুফ, মিনহাজ উদ্দিন চৌধুরী, শিহাব, আহাসান তানিম, আহাদ, সুনান প্রমুখ।

  • ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে ছাত্রলীগের ১০ সাংগঠনিক নির্দেশনা

    ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে ছাত্রলীগের ১০ সাংগঠনিক নির্দেশনা

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে নিজেদেরও আরও স্মার্ট করতে চায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এজন্য নতুন দায়িত্ব পাওয়ার পরই ছাত্রলীগের সাংগঠনিক ইউনিটগুলোর জন্য ১০টি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

    রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

    তবে নির্দেশনা অমান্য করলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।

    ১০ সাংগঠনিক নির্দেশনায় যা আছে:
    ১. সংগঠনের ব্যানার, পোস্টার ও অন্যান্য ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য ব্যতীত অন্য কোনো ছবি ব্যবহারের ক্ষেত্রে সাংগঠনিক নির্দেশনা মেনে চলতে হবে।

    ২. জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় শাখা সম্মেলন ব্যতীত তাদের অধীনস্থ কোনো ইউনিটের কমিটি গঠন করবে না। যেসব ইউনিটের কমিটি পূর্ণাঙ্গ হয়নি দ্রুততম সময়ের মধ্যে তাদের কেন্দ্র/সংশ্লিষ্ট ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি জমাদানের নির্দেশ দেওয়া হচ্ছে। গঠনতন্ত্রে উল্লেখিত সংখ্যার অধিক সদস্য নিয়ে কোনো ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে না।

    ৩. গঠনতন্ত্রে উল্লেখিত সময়ে প্রতিটি ইউনিটকে অবশ্যই নিয়মিত নির্বাহী সভা আয়োজন করতে হবে।

    ৪. সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের অবশ্যই নিজ নিজ ইউনিটে সার্বক্ষণিক উপস্থিত থাকতে হবে এবং সাংগঠনিক কর্মকাণ্ডে উত্তরোত্তর গতিশীলতা বৃদ্ধি করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে।

    ৫. দেশের সব স্তরের নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে বৈশ্বিক উন্নয়ন ইতিহাসের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ড প্রচার করবে এবং দেশবিরোধী সব অপচেষ্টা ও গুজব-প্রোপাগাণ্ডার সমুচিত জবাব দেবে।

    ৬. বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদরাসাসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ বজায় রেখে সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করতে হবে। শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    ৭. ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘স্মার্ট ক্যাম্পাসে’ রূপদান করতে ও শিক্ষার্থীদের যুগোপযোগী উপায়ে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক কর্মসূচি হাতে নিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।

    ৮. স্বাধীনতাবিরোধী অপশক্তি, মৌলবাদ-জঙ্গিবাদ সংশ্লিষ্টরা যেন নামে-বেনামে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে না পারে সে লক্ষ্যে উপযুক্ত সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সাহিত্য কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।

    ৯. শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে তথ্য-প্রযুক্তিতে দক্ষ করতে নানামুখী উৎসব, প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নিতে হবে।

    ১০. জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ, বায়ু-পানি-মাটি-পরিবেশ-শব্দ দূষণ রোধে ভূমিকা রাখা; অনাবাদি জমিতে চাষাবাদ, জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ-পানি-গ্যাস-তেলের ব্যবহারে যত্নশীল হওয়া; বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় সাংগঠনিক ও ব্যক্তিগত পর্যায়ে মিতব্যয়ী হওয়াসহ ইত্যাদি বিষয়ে প্রতিটি ইউনিট শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে।

    ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের ১৩ দিন পর গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে বের হয়ে সংগঠনটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হন শেখ ওয়ালী আসিফ ইনান। এর আগে গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয়। সেই সম্মেলন থেকে ২৪ ডিসেম্বরের আগে নতুন কমিটি ঘোষণার কথা জানানো হয়েছিল।