Tag: ছাত্রলীগের

  • মিরসরাই ছাত্রলীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ: আহত ৮-আটক ২

    মিরসরাই ছাত্রলীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ: আহত ৮-আটক ২

    চট্টগ্রামের মিরসরাইতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক কলেজ ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ এনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    গত দুই দিনের পৃথক সংঘর্ষে মিরসরাই উপজেলা ছাত্রলীগ ও পৌরসভা ছাত্রলীগের ৮ নেতাকর্মী আহত হওয়ার কবর পাওয়া গেছে। তাছাড়া এসব ঘটনায় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও এক ছাত্রলীগ নেতার বাড়ীঘর ভাঙ্গচুর করারও অভিযোগ পাওয়া গেছে।

    ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় মিরসরাই থানা পুলিশ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে। এছাড়া তাদের ব্যবহৃত দুটি রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। তবে হামলার ঘটনায় ব্যবহৃত কোন অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।

    সর্বশেষ রবিবার (২৩ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার কমিউনিটি ক্লিনিকের সামনে দুই ছাত্রলীগ কর্মীকে ধারালো অস্ত্রদিয়ে মারাত্মক আহত করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কাজনক আবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন।

    জানা গেছে, গত শনিবার (২২ জানুয়ারি) সকালে মিরসরাই বিশ্বিবিদ্যালয় কলেজ সড়কে কলেজের এক শিক্ষার্থীকে ইভটিজিং করা হয়।

    বিষয়টি নিয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ও পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল নাহিদের সমর্থকরা কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য শাহনেওয়াজ নিশাদ অনুসারিদের ধাওয়া দেয়।

    ঘটনার রেশ ধরে পরদিন (গতকাল রবিবার) সকাল সাড়ে ১১টার দিকে মিরসরাই পৌরসভা মার্কেটের সামনে কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য শাহনেওয়াজ নিশাদ ও তার সহপাঠিদের ওপর হামলা হয়।

    হামলায় নিশাদসহ তার অনুসারি রাজিব, সাকিব, সজিব ও হাছান নামের পাঁচজন ছাত্রলীগ নেতাকর্মী ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়।

    সাড়ে ১২টার দিকে মিরসরাই পৌর বাজারের ফুট ওভার ব্রীজের নিচে আহত ছাত্রলীগ নেতা নিশাদের গ্রুপের নেতাকর্মীরা হামলা চালায় মিরসরাই পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর।

    এসময় উপজেলা সড়কে হাসান নামে এক ছাত্রলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর সময় তার মা নিজ সন্তানকে বাঁচাতে পেছন পেছন আহাজারী করতে দেখা যায়।

    সর্বশেষ বিকাল সাড়ে ৩টার দিকে পুনরায় কলেজ ছাত্রলীগ নেতা নিশাদের কর্মীরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তালবাড়ীয়া গ্রামে হামলা চালায় ছাত্রলীগ কর্মী রিয়াদের বাড়িতে।

    এসময় তারা ঘরের দরজা জানালা ভাংচুর করে এবং রিয়াদকে না পেয়ে তার বড় ভাই সালমান ও রিয়াদের মোটর বাইকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। হামলার ঘটনায় আহত ছাত্রলীগ নেতাকর্মীদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

    হামলার ঘটনায় আহত ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ নিশাদ অভিযোগ করেন, ‘গত শনিবার সকালে আমার কলেজের এক শিক্ষার্থী প্রাইভেট পড়তে আসলে কয়েকজন বখাটে তাকে ইভটিজিং করে। এসময় আমরা বখাটেদের ধাওয়া করলে ঘটনার সূত্রপাত হয়।

    এ ঘটনার জেরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবালের অনুগতরা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।

    তবে অভিযোগ অস্বীকার করে মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল বলেন, ‘আমি পারিবারিক কাজে নারায়নগঞ্জে আছি। যে ঘটনা ঘটেছে এটি একটি ইভটিজিং এর ঘটনা।

    ঘটনার সাথে অহেতুক আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। উল্টো মোবাইল ফোনে ফোন করে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

    মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার বলেন, ‘কলেজ বর্তমানে বন্ধ রয়েছে। শিক্ষার্থী প্রাইভেট পড়তে আসতে পারে। তবে ক্যাম্পাসে এ ধরণের ঘটনা ঘটেনি। ক্যাম্পাসের বাহিরে ঘটতে পারে। তবে আমাকে কেউ এ বিষয়ে জানায়নি।

    এ বিষয়ে মিরসরাই থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) রাজিব পোদ্দার জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়েছে। ঘটনার পরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া ইমতিয়াজ ও সায়মন নামে দুজনকে আটক করা হয়েছে।

  • সীতাকুণ্ডে সংবাদ সম্মেলনে আইআইইউসি খুলে দেওয়ার দাবী ছাত্রলীগের

    সীতাকুণ্ডে সংবাদ সম্মেলনে আইআইইউসি খুলে দেওয়ার দাবী ছাত্রলীগের

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) খুলে দেয়ার দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে আইআইউসি ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    মঙ্গলবার দুপুর ১টায় সীতাকুণ্ড প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগ নেতা শাহরিয়ার হামিদ।

    লিখিত বক্তব্য তিনি বলেন, আইআইইউসি চট্টগ্রাম এর দেশ বিরোধী সিন্ডিকেট ও সাবেক শিবিরকর্মী শিক্ষকদের যড়যন্ত্রমুলক অপপ্রচার ও নাটকীয় কায়দায় বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ এবং জাতির পিতা ও প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন।

    গত ২৯ জানুয়ারী বুধবারে দরখাস্তে রিকমান্ডেশন নিয়ে ছাত্রলীগ নেতাদের সাথে ইইই বিভাগের শিক্ষক শামীম স্যারের সাথে বাকবিতন্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঐ শিক্ষক অনেকটা নাটকীয় কায়দায় হামলা হয়েছে বলে অপপ্রচার করে এবং সুপরিকল্পিতভাবে ছাত্রলীগকে সকলের কাছে প্রশ্নবিদ্ধ করে।

    ছাত্র শিবির ও জামাতীদের এজেন্ডা বাস্তবায়ন করতে তিনি শিক্ষকতার মহান পেশা ভুলে এজেন্ট হয়ে ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট তৈরী করে। সেইদিন তারা শরিয়া ফ্যাকাল্টিতে প্রবেশ করে তারা জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে।

    কৃর্তপক্ষ সেইদিনের ঘটনার পুরো সিসিটিভি ফুটেজের খন্ডিত ও ইডিটেড অংশ প্রচার করে পরিকল্পিতভাবে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধকরণ ও ভাবমূর্তি নষ্টের অপচেষ্টায় লিপ্ত আছে। তারই ধারাবাহিকতায় সাবেক শিবির ক্যাডারা শিক্ষক শামীমকে লাঞ্চনা ও হামলার অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর মানববন্ধনের নাটক করে।

    শিক্ষকরা নাটকীয়ভাবে জরুরী সিন্ডিকেট ডেকে জামাত শিবিরের প্রেসক্রিপশন মোতাবেক অনিদিষ্টকালের জন্য আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ‘ বাংলাদেশ ছাত্রলীগ’কে দমিয়ে শিবির চক্রকে ক্যাম্পাসে প্রতিষ্ঠার যড়যন্ত্র করে।

    প্রশানসনকে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা ত্যাগ করে অবিলম্বে একাডেমিক কর্মকান্ডে ফিরে এসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে অভিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই।

    সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক যোবায়ের ইসলাম ডলার। উস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ইইই বিভাগের ছাত্র ছাত্রলীগ নেতা মিফতাহুল হাসান আনাম, একই বিভাগের আব্দুল জব্বার নাঈম, শাহরিয়ার হামিদ ও এল এল এম বিভাগের উচো মারমা প্রমুখ।

    এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কর্মকান্ডের কোন সুযোগ নেই। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয় টি সম্পুর্ন ধুমপান ও রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ছাত্রলীগ যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন । হলের মধ্যে কখনো কোন রাজনৈতিক দলের অফিস থাকতে পারে না। শিবিরের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, তাদের দৃশ্যমান কোন কর্মকান্ড আমার চোখে পড়েনি। পরোক্ষভাবে করছে কিনা সে বিষয়ে আমি অবগত নয়।

  • কক্সবাজার কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত-২

    কক্সবাজার কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত-২

    কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে দুইজন ছাত্রলীগ কর্মী ছুরিকাঘাতে হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

    তবে বড় ধরনের সংঘর্ষের ঘটনার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    আহতরা হলেন, ছাত্রলীগ কর্মী খালেক ও শফিক। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক জেলার এক শীর্ষ নেতা জানিয়েছেন, সম্মেলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সাখওয়াতের গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

    এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।