Tag: ছাত্রলীগ নেতা

  • এমসি কলেজে গণধর্ষণ, ৮ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

    এমসি কলেজে গণধর্ষণ, ৮ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

    সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

    মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক শুনানির পর চার্জশিট গ্রহণ করেন।

    সংশ্লিষ্ট আদালতের পিপি রাশিদা সাঈদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আদালত চার্জশিট গ্রহণ করে তা আমলে নিয়েছেন। তবে এ মামলার চার্জগঠনের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। চার্জশিটে কোনো ধরনের আপত্তি জানাননি বাদীপক্ষের আইনজীবীরা।

    এদিকে আজ নির্ধারিত তারিখে এ মামলার অভিযোগপত্রভুক্ত আট আসামিকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করে পুলিশ।

    এর আগে গত ৩ ডিসেম্বর ছাত্রলীগের আট নেতাকর্মীকে অভিযুক্ত করে আলোড়ন তোলা এ মামলার অভিযোগপত্র প্রদান করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য।

    পরে রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর এ মামলার অভিযোগ গঠনের তারিখ ছিল। এদিন বাদীপক্ষে আদালতের কাছে সময় প্রার্থনা করা হয়। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগপত্র নিয়ে আপত্তি থাকলে তা জানাতে এক সপ্তাহের সময় প্রদান করেন ট্রাইব্যুনালে বিচারক মোহিতুল হক।

    আগামী ১০ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত।

    পরে রোববার সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মো. মোহিতুল হকের আদালতে বাদীপক্ষ ফের দুদিন সময় বাড়ানোর আবেদন করলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার চার্জগঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

    অভিযোগপত্রে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম রাজন মিয়াকে সরাসরি ধর্ষণে সম্পৃক্ত এবং রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুমকে ধর্ষণের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এই আটজনই বর্তমানে জেলহাজতে রয়েছেন।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর বিকালে স্বামীকে নিয়ে শাহপরান মাজারে বেড়াতে গিয়েছিলেন নির্যাতনের শিকার তরুণী (২৫)।

    ফেরার সময় তারা গাড়ি থামিয়েছিলেন নগরের টিলাগড় এলাকার এমসি কলেজের প্রধান ফটকের সামনে। স্ত্রীকে প্রাইভেটকারে রেখে স্বামী পার্শ্ববর্তী দোকানে গিয়েছিলেন। ওই সময় প্রাইভেটকারটি ঘিরে ধরে কয়েকজন তরুণ।
    প্রাইভেটকারসহ ওই দম্পতিকে তারা নিয়ে যায় বালুচর এলাকার এমসি কলেজ ছাত্রাবাসের ভেতরে। সেখানে স্বামীর সামনেই গাড়ির ভেতর সংঘবদ্ধভাবে তরুণীকে ধর্ষণ করে ছয় তরুণ। পরে তাদের মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নেয় ধর্ষকরা। আটকে রাখে তাদের গাড়িও।

    ঘটনার রাতেই নির্যাতিতার স্বামী বাদী হয়ে নগরের শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।

    ঘটনার পর আসামিরা পালিয়ে গেলেও তিন দিনের মধ্যে ছয় আসামিসহ সন্দেহভাজন আরও দুজনকে গ্রেফতার করে র্যা ব ও পুলিশ।

    সন্দেহভাজন গ্রেফতার দুজন হলেন- আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম রাজন মিয়া। গ্রেফতারের পর তাদের প্রত্যেককে ৫ দিন করে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে সবাই দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

  • ছাত্রলীগ নেতা তৌকির হত্যার সুষ্ঠ বিচার দাবী করে পরিবারের সংবাদ সম্মেলন

    ছাত্রলীগ নেতা তৌকির হত্যার সুষ্ঠ বিচার দাবী করে পরিবারের সংবাদ সম্মেলন

    জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে চলন্ত ট্রেনে ছুরিকাঘাত করে হত্যা করা লোহাগাড়া বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মেধাবী ছাত্র তৌকিরুল ইসলাম হত্যার সুষ্ঠু বিচার চেয়েছে তার পরিবার।

    হত্যাকাণ্ডের ৬ বছর পর সোমবার দুপুরে (৭ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদরের ছেলে হত্যার বিচার দাবী করেন নিহত তৌকিরের মা আয়শা বেগম।

    তাছাড়া ভৈরব রেলওয়ে থানা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সুরুজ্জামান সরকারের দেয়া চূড়ান্ত রিপোর্টটি মিথ্যা ও মনগড়া উল্লেখ করে পূন:তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের বিচার দাবী জানান।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৪ সালের ৩১ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের শোক সভায় অংশ গ্রহন শেষে ঢাকা থেকে ট্রেন যোগে চট্টগ্রাম ফেরার পথে টঙ্গী এলাকায় চলন্ত ট্রেনে ছুরিকাঘাত করে হত্যা করা হয় আমার আদরের সন্তান তৌকিরুল ইসলাম তৌকিরকে।

    পূর্ব পরিকল্পিত ও ইচ্ছাকৃতভাবে ট্রেনে ঝগড়া সৃষ্টি করে আসামীরা ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। পরে হত্যার সাথে জড়িত আসামীদের নাম, ঠিকানাসহ গাজীপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, আদালত নং-০১, (মামলা নং-৪৬৬ দন্ডবিধি ৩০২/৩৪ ধারায়) ২২ জনকে মূল আসামী করে এবং অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।

    আদালত শুনানী শেষে মামলাটি ভৈরব রেলওয়ে থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন। যাহার মামলা নং-৫(৫)১৮ইং।

    পরবর্তীতে মামলার তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা আসামীদের সাথে যোগসাজশে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে আসামীদের পক্ষ নিয়ে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে।

    তদন্ত কর্মকর্তা এ হত্যাকে ট্রেনের সাথে ট্রাকের ধাক্কা লাগার কারণে দুর্ঘটনা বলে উল্লেখ করলেও ঘটনার পরে দেশের পত্র-পত্রিকায় প্রকাশিত খবরের কোথাও তা উল্লেখ নেই। প্রকাশিত সংবাদে তৌকিরকে হত্যা করা হয়েছে বলা হয়।

    সংবাদ সম্মেলনে তৌকিরের মা আয়শা বেগম বলেন, আদালত যদি প্রশাসনের অন্য কোন সংস্থার মাধ্যমে পূনরায় তদন্ত করার আদেশ দেন তবে মামলাটির সঠিক তথ্য বের হয়ে আসবে।

    ভৈরব রেলওয়ে থানার তদন্তকারী কর্মকর্তার মিথ্যা, ভূয়া তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে ন্যায় বিচার পাওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

    সংবাদ সম্মেলনে নিহত তৌকিরের মায়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তৌকিরের ভাবী মোছাম্মৎ খাইরুন্নেছা। উপস্থিত ছিলেন নিহত তৌকিরের বড় ভাই মোহাম্মদ আলমগীর।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • ধর্ষণ মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

    ধর্ষণ মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

    সিলেট এমসি কলেজে গণধর্ষণের ঘটনার রেশ না কাটতেই এবার ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের এক নেতা।

    ছাত্রলীগ মহানগর উত্তর কমিটির সহসভাপতি সবুজ আল সাহাবার বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। পরিপ্রেক্ষিতে সবুজকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

    গোপালগঞ্জের কাশিয়ানীর ছেলে সবুজ আল সাহাবার বিরুদ্ধে তরুণী বাদী হয়ে বুধবার রাতে মামলাটি করেন। ওই দিন রাতেই সবুজকে গ্রেফতার করে পুলিশ। একই মামলায় ধর্ষণে সহযোগিতা করায় বিবি ফাতেমা নামে এক তরুণীকেও গ্রেফতার করেছে পুলিশ।

    এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। অভিযুক্তের বিরুদ্ধে খুব দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

    মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২৪ ঘণ্টা/তাহিনা

  • সরকারি উন্নয়ন কাজে বাধা দেয়ায় ছাত্রলীগ নেতা আটক

    সরকারি উন্নয়ন কাজে বাধা দেয়ায় ছাত্রলীগ নেতা আটক

    সরকারি উন্নয়ন কাজে বাধা ও ওই কাজের ঠিকাদারকে মারপিট করে চাঁদাবাজির অভিযোগে পাবনার সাথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানাকে আটক করেছে পুলিশ।

    শনিবার (২৯ আগস্ট) বিকেলে সাথিয়া থেকে তাকে আটক করা হয়।

    সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড সাথিয়া বাইপাস সড়ক নির্মাণ করছেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা বেশ কিছুদিন ধরে ওই ঠিকাদারের কাজ বন্ধ করে দেয়াসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কাজে বাধা দিচ্ছিলেন। এরই জেরে শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমারকে ব্যাপক মারপিট করেন তিনি। পরে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে।

    এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে সাথিয়া বাইপাস সড়কে কাজ করছিলেন কিছু শ্রমিক। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা তার দলবল নিয়ে শ্রমিকদের বেধড়ক মারপিট করেন। এসময় শ্রমিকরা দিগ্বিদিক ছুটাছুটি করে পালিয়ে যায়। ১০ লাখ টাকা না দিলে কাজ করতে পারবেন না বলেও এসময় গালিগালাজ করতে থাকেন ওই ছাত্রলীগ নেতা। পরে কয়েকজন শ্রমিক পাশে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসানকে অবহিত করলে তিনি ৯৯৯ এ ফোন দেয়ার পরামর্শ দেন। পরে তারা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

    এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান বলেন, ছানা এর পূর্বেও এ ধরণের কাজ করেছেন। তার গুণ্ডামিতে এলাকাবাসী অতিষ্ঠ। এর নিরসন হওয়ার দরকার বলে আমি মনে করি।

    এ ঘটনার পরপরই এজাহার দিতে থানায় যান প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমার। তাই তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ইয়াবা সেবনের অপরাধে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা কারাগারে

    ইয়াবা সেবনের অপরাধে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা কারাগারে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ : নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড তারিন কটেজের সামনে থেকে আটক করা হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ওয়াসিম (২৪)।

    ইয়াবা সেবনের অপরাধে সরঞ্জামাদিসহ রবিবার বিকেলে তাকে আটক করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা অভিযুক্তকে ৩ মাসের সাজা প্রদান করেন।

    উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াসিম একই উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেশকার বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে বলে জানা গেছে।

    ওয়াসিমের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি) সুপ্রভাত চাকমা। এদিকে এ অপরাধের দায় ছাত্রলীগ নেবে না উল্লেখ করে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না বলেন, তার (সাজাপ্রাপ্ত ওয়াসিম) অপরাধের দায় সে নিজেই বহন করবে।

    ২৪ ঘণ্টা/আর এস

  • ফটিকছড়িতে করোনায় অসহায়দের পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতা মুন্না

    ফটিকছড়িতে করোনায় অসহায়দের পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতা মুন্না

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : প্রাণঘাতী করোনায় পুরো দেশই এখন স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বিপদে পড়েছেন দিনমজুর মানুষেরা।

    দিন আনে দিনে খাওয়া এই অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ফটিকছড়ি পৌরসভা ছাত্রলীগ নেতা আলিউল আজাদ মুন্না। নিজের অর্থায়নে অসহায় খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ালেন তিনি।

    ২৭ এপ্রিল রবিবার রাতের আঁধারে ঘরে ঘরে গিয়ে একশজন কর্মজীবী অসহায় মানুষদের মধ্যে এ খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। এসময় জে,এম,রাইজিং ষ্টার নামের একটি সামাজিক সংগঠনের সদস্য নয়ন, আকিব, জুয়েল, সারুফ, মামুন, ইশা, মাহি, জয়নাল, বাপ্পু, মারুফ ও করিম উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কাজে সহায়তা করেন।

    জানতে চাইলে ছাত্রলীগ নেতা মুন্না বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় নিজ সামর্থ অনুযায়ী অসচ্ছল মানুষগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

    প্রথম দিকে অসহায় ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। আগামীতেও অসহায়দের পাশে থাকার চেষ্টা করব।

    ২৪ ঘণ্টা/এম জুনায়েদ/আর এস পি

  • সীতাকুণ্ড’র নিজের বিয়ের জমানো টাকায় ত্রাণ দিলেন ছাত্রলীগ নেতা টিটু

    সীতাকুণ্ড’র নিজের বিয়ের জমানো টাকায় ত্রাণ দিলেন ছাত্রলীগ নেতা টিটু

    ২৪ ঘণ্টা ডট নিউজ।কামরুল দুলু,সীতাকুণ্ড : কিছু দিন পরই নতুন জীবন শুরু করবেন, তাই বেশ কয়েক বছর ধরে কিছু টাকা জমা করছিলেন তিনি।

    রমজানের ঈদের পরই বিয়ের পিরিতে বসতে চাইছিলেন টিটু। কিন্তু বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে সব কিছু। ঈদের পরে বিয়ে করবেন সেই সিদ্ধান্ত থেকে সরে গেলেন তিনি।

    বিয়ের জন্য জমানো টাকা দিয়ে ত্রাণ কিনে তা বিতরণ করছেন কর্মহীন হয়ে পড়া গরীব-অসহায় মানুষদের মাঝে।

    সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ শেয়ারীপুল এলাকার আবদুর রহমানের পুত্র এবং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রহিম টিটু টুকিটাকি ব্যবসা করে পরিবার নিয়ে জীবন যাপন করেন।

    নিজের বিয়ের জন্য অল্প অল্প করে টাকা সঞ্চয় করেছিলেন তিনি কিন্তু দেশের এই দূর্যোগপূর্ণ সময়ে সেই জমানো টাকা দিয়ে ত্রাণ কিনে তা এলাকার গরীব,অসহাদের মাঝে গোপনে দান করেছেন।

    এ ব্যাপারে টিটু বলেন, এই দুঃসময়ে সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসা উচিত,কারন প্রধানমন্ত্রীও বলেছেন, এসময়ে যে যার মতো সামর্থনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াতে।

    তাই এটা বিবেচনায় নিয়ে বাবার সাথে পরামর্শ করে আমার বিয়ের জন্য জমানো কিছু টাকায় ত্রাণ কিনে তা গোপনে গরীব ও মধ্যবিত্তদের ঘরে পৌছে দিয়েছি।

    জীবনে বেঁচে থাকলে বিয়ে করা যাবে আগে এ দুঃসময়ে মানুষের পাশে দাড়াঁনোটা ফরজ হয়ে দাঁড়িয়েছেন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    লক্ষ্মীপুর প্রতিনিধি:::লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বেলাল হোসেন শিমুল (২১) নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (১১ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। শিমুল উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুরুজ্জামানের ছেলে।

    তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজে অনার্স (সমাজবিজ্ঞান) প্রথম বর্ষের ছাত্র এবং সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

    স্থানীয় সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ধারণা করা হচ্ছে, শিমুল আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

    কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদ বিন হাবিব বলেন, বাড়ির সামনে নিজেদের একটি রাইচমিলের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিমুলের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার বলেন, মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া

  • ভাটিয়ারীতে ২’শ গরীব মানুষকে খাদ্য সামগ্রী দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

    ভাটিয়ারীতে ২’শ গরীব মানুষকে খাদ্য সামগ্রী দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের তরুণ সমাজ সেবক ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইলিয়াছ ২’শ খেটে খাওয়া মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন।

    খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি চাউল, ১ কেজি সোয়াবিল তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল ও ৩ কেজি আলু।

    আজ ২৯ মার্চ রোরবার বিকেলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় খাদ্য সামগ্রী পরিদর্শণ করেন এবং এক প্রতিবন্ধি ও একজন দিনমজুরের হাতে এসব সামগ্রী তুলে দিয়ে অনুষ্ঠানিকতা শুরু করেন।

    এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মঞ্জুরুল করিম জুয়েল, দিদারুল আলম, আবুল বশর, মহিউদ্দিন ও সাবের আহমদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    পরবর্তীতে দরিদ্র খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হয়।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/আর এস পি

  • নারী প্রভাষকের হিজাব টেনে খুলে নিলেন ছাত্রলীগ নেতা

    নারী প্রভাষকের হিজাব টেনে খুলে নিলেন ছাত্রলীগ নেতা

    টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমামুনসহ তিনজনের বিরুদ্ধে উক্ত কলেজের এক প্রভাষককে  শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার রাতের এ ঘটনায় ওই কলেজের শিক্ষিকা আলমামুনসহ তিনজনকে আসামি করে নাগরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

    মামলার অপর দুই আসামি হলেন- উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান বিপ্লব ও মাইক্রোবাসচালক বাবু। পুলিশ শুক্রবার সকালে বাবুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, নাগরপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক শামীমা ইয়াসমিন বৃহস্পতিবার রাতে চশমা মেরামত করতে গেলে দোকানে কাউকে না পেয়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় আলমামুন দোকানে এসে বসলে শিক্ষিকা তাকে দোকানদারের কথা জিজ্ঞেস করেন। এ সময় শিক্ষিকার সঙ্গে মামুন খারাপ ব্যবহার করেন। শিক্ষিকা এর প্রতিবাদ করলে বাবু ও বিপ্লব এগিয়ে এসে মামুনের সাথে যুক্ত হয়ে শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারতে উদ্যত হন। এক পর্যায়ে টান দিয়ে শিক্ষিকার মুখের হিজাব খুলে ফেলেন তারা।

    এব্যপারে কলেজ শিক্ষিকা শামীমা ইয়াসমিন তার ফেসবুক পেজে শ্লীলতাহানীর অভিযোগ নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেন, ‘যেখানে আমি একজন সরকারি কর্মকর্তা হয়েও নিরাপদ নই তাহলে সাধারণ মেয়েদের অবস্থার কথা একবার চিন্তা করুন। আর আমি এজন্যই এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

    এ ব্যাপারে সাবেক ভিপি আল-মামুন ঘটনা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলক এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

    নাগরপুর থানার (ওসি) আলম চাঁদ বলেন, নাগরপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক শামীমা ইয়াসমিন শ্লীলতাহানির অভিযোগ এনে সাবেক ভিপি মামুনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। একজন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • ছাত্রলীগ নেতা রাকিব হত্যার আসামি ‘বন্দকযুদ্ধে’ নিহত

    ছাত্রলীগ নেতা রাকিব হত্যার আসামি ‘বন্দকযুদ্ধে’ নিহত

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দকযুদ্ধে’ ছাত্রলীগ নেতা রাকিব হত্যার আসামি নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৫) নিহত হয়েছে।

    পুলিশের দাবি, নিহত নজরুল ইসলাম স্থানীয় ছাত্রশিবিরের পিয়াস বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড ছিলেন। তিনি গত রোববার রাতে শিবিরের হামলায় নিহত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ওরফে রাকিব হত্যা মামলাসহ তিনটি মামলার আসামি। নজরুল আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে।

    মঙ্গলবার ভোর রাত পৌনে ৪টার দিকে উপজেলার আমানউল্লাহপুর গ্রামের জনকল্যাণ মাঠে এ ঘটনা ঘটে।

    বেগমগঞ্জ থানার ওসি হারুন-উর-রশীদ চৌধুরী জানান, ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার আমানউল্লাহপুর গ্রামের জনকল্যাণ মাঠে ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামিদের ধরতে থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল যায়।

    এসময় শিবির ক্যাডার পিয়াস বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে হামলাকারীরা পিছু হটে।

    পরে পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা তাকে শিবিরের কর্মী ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি ‘কানা নজরুল’ হিসেবে শনাক্ত করেন।

    নিহত নজরুলের মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    ওসি জানান, নজরুল ইসলাম স্থানীয় ছাত্রশিবিরের পিয়াস বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড ছিলেন। গত রোববার রাতে শিবিরের হামলায় নিহত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ওরফে রাকিব হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

    এদিকে গোলাগুলির ঘটনায় পুলিশের দুই উপপরিদর্শকসহ (এসআই) ছয় সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

    ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ধামা, তিনটি ছোরা, তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

  • চবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

    চবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

    চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুনায়েদ হোসেন জয় নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে ৩ দিনের আলটিমেটাম দিয়ে (বুধবার) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) পক্ষ থেকে চবি প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

    অভিযুক্ত ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

    জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়িতে দৈনিক বণিক বার্তার চবি প্রতিনিধি ও চবিসাসের সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরীকে হেনস্তা করে ওই ছাত্রলীগ নেতা।

    বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়িতে বন্ধুবান্ধবসহ দুপুরের খাবার খেতে গেলে ছাত্রলীগ কর্মী জুনায়েদ হোসেন জয় এসে জোবায়েরকে আচমকা বেশ কয়েকবার ‘তুই’ সম্বোধন করে ধাক্কা দিয়ে সরতে বলে।

    এর কিছু সময় পর জুনায়েদ নামে ওই ছাত্রলীগ কর্মীর এক বন্ধু ওই খাবারের দোকানে আসলে সেও জোবায়েরকে ধাক্কা দিয়ে উঠে যেতে বলে। এসময় কারন জানতে চাইলে জোবায়েরকে শার্টের কলার ধরে মারতে উদ্যত হয় ছাত্রলীগ কর্মী জুনায়েদ। ঘটনার সময় উপস্থিত ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা জোবায়েরের পরিচয় দিলেও জুনায়েদ ক্ষিপ্ত হয়ে ফের অসৌজন্যমূলক আচরণ করে। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে নিয়েও বিরূপ মন্তব্য করে ওই ছাত্রলীগ কর্মী।

    এ বিষয়ে শাখা ছাত্রলীগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন তদন্ত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিব।