Tag: ছাত্রলীগ

  • শোক দিবসে সীতাকুণ্ডে দুঃস্থদের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ

    শোক দিবসে সীতাকুণ্ডে দুঃস্থদের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।

    সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এর পৃষ্ঠপোষকতায় ও সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন এতিমখানা ও ভাসমান পথশিশুদের মাঝে খাবার বিতরন করা হয়।

    শনিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় এক হাজার মানুষের মাঝে এই খাবার বিতরন করা হয়।

    উক্ত খাবার বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের ১ম যুগ্ন আহবায়ক শিহাব উদ্দিন, যুগ্ন আহবায়ক নাহিদুজ্জামান নিশাত, আহবায়ক কমিটির সদস্য তৈহিদুজ্জামান মেজবা, শাহরিয়ার হামিদ, ছাত্রনেতা জ্যোর্তিময় দেব রূপন, মিন্ময় বসাক অর্প, ফাহিম মোস্তফা, রবিউল করিম, তুষার, রাজু, আরমান, জুয়েল, সম্রাট, নিশান, শৈশব,ইমন, নোমান, রাকিব, নাজমুল,অনিক, লাবিব, আতিক, তানভির প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • ২০ লাখ টাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ বেচাকেনা!

    ২০ লাখ টাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ বেচাকেনা!

    হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ দেওয়ার কথা বলে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির বিরুদ্ধে।

    এঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে লিখিতভাবে অভিযোগ জানানোর পর উল্টো চরম হুমকির মুখে পড়েছেন বলে জানিয়েছেন মাধবপুর উপজেলা ছাত্রলীগের কর্মী মাহতাবুর আলম জাপ্পি।

    মাহতাবুর আলম জাপ্পির অভিযোগ, আগামী এক বছরের জন্য মাধবপুর উপজেলা শাখার অনুমোদন দেয়া হলো। এতে সভাপতি শহীদ আলী শান্ত ও সাধারণ সম্পাদক মাহতাবুর আলম জাপ্পি- গত ১৮ মে সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির স্বাক্ষরিত প্যাডটি জাপ্পির ভাই আমেরিকা প্রবাসী শাহীনের কাছে পাঠানো হয়।

    এরপরই আমেরিকা প্রবাসী শাহীন ৭৮০০ ডলার, যার ক্যাশ ডিপোজিট নম্বর: ৯৫, একাউন্টের শেষের নম্বর: ১২৩০ তারিখ ১৮/০৫/২০২০। আমেরিকায় সাইদুরের এক আত্মীয়র একাউন্টে দেন। ওই ব্যক্তি সাইদুরের পক্ষ থেকে টাকাগুলো বুঝে নেন। তাছাড়া গত ১০ মে বাংলাদেশে সাইদুরের ডাচ বাংলা ব্যাংকের একাউন্টে (একাউন্ট নম্বর: ১৮৭১৫১০০৫০৮৯৫) ৩৮৪৫১৬৪ নং রশিদে ২ লাখ পঞ্চাশ হাজার টাকা জমা দেন। (যার একাউন্ট নম্বর: ১৮৭১৫১০০৫০৮৯৫ এবং বাকি টাকা নগদে জমা দেয়া হয়।)

    এছাড়া আরও ৫০ হাজার টাকা সাইদুরের একাউন্টে জমা দেওয়া হয়। এছাড়া জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহিকে ৯ লাখ টাকা দেয়া হয়েছে। এর মধ্যে নগদে ৫ লাখ ও ৪ লাখ টাকার চেক দেয়া হয় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

    প্রবাসী শাহীন বলেন, আমি সরল বিশ্বাসে টাকা দিয়েছি। এখন টাকা পেয়ে পদতো দিচ্ছেই না, পাল্টা টাকা নেয়ার কথাও স্বীকার করতে চায় না।

    এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, নেতৃত্ব বিক্রির নামে টাকা লেনদেনকারীদের ছাত্রলীগে থাকার অধিকার নেই। শিগগিরই ঘটনা তদন্ত করে দেখা হবে। ঘটনা প্রমাণিত হলে যারা টাকা দিয়েছে এবং যারা টাকা নিয়েছে দুই পক্ষই ছাত্রলীগ করার অধিকার হারাবে। তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। যাতে তারা কেউই ভবিষ্যতে আর ছাত্রলীগে যোগ দিতে না পারে।

    তবে অভিযোগ অস্বীকার করে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য না।
    ২৪ ঘণ্টা/এম আর

  • মুজিব শতবর্ষ উপলক্ষে চুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অতনু মুখার্জীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

    মুজিব শতবর্ষ উপলক্ষে চুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অতনু মুখার্জীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : গাছ লাগান,পরিবেশ বাঁচান। মুজিব বর্ষের অঙ্গীকার-দেশ হবে সবুজের সমাহার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

    “মুজিব শতবর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান।” এই স্লোগানকে সামনে রেখে, মুজিব শতবর্ষ এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের পক্ষ থেকে ছাত্রলীগের প্রতিটি ইউনিটকে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের নির্দেশ প্রদান করা হয়৷

    এই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে চুয়েট শাখা ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক অতনু মুখার্জী নিজ এলাকায় ১৪ জুলাই (মঙ্গলবার) ৩ টি বনজ-মেহগনি,ঔষধি-নিম,ফলজ-সফেদা বৃক্ষরোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচী পালন করে।

    ছাত্রলীগ নেতা অতনু মুখার্জী বলেন, ‘মুজিববর্ষের এমন ক্ষণে বৃক্ষরোপনের উদ্যোগ নিতে পেরে সত্যিই নিজেকে গর্বিত মনে করছি। পরিবেশ সুন্দর করার জন্য,পরিবেশবান্ধব করার জন্য এমন উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহবান জানাই।মুজিববর্ষে মুজিবের আদর্শকে ধারণ করতে হবে। এই প্রত্যয় থাকবে আমাদের। বৃক্ষরোপণ কার্যক্রম সেই আদর্শেরই একটি।’

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • চমেকে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ,পুলিশ সহ আহত ১৬

    চমেকে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ,পুলিশ সহ আহত ১৬

    চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ ১৬ জন আহত হয়েছেন।

    আধিপত্য বিস্তার আর স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    ঘটনা সূত্রে জানা যায়, আজ সকালে চমেক হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে যান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাঁর ক্যাম্পাসে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল সকাল থেকেই। ক্যাম্পাসে অবস্থান নেয় বর্তমান মেয়র আ জ ম নাছির ও মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীরা।

    শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করে বের হলে ছাত্রলীগের এ দুই গ্রুপ পাল্টাপাল্টি স্লোগান দেয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ছাত্রলীগের ১০ জনসহ চার পুলিশ সদস্য আহত হন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিক্ষা উপমন্ত্রীর ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল সকাল থেকেই। তাই আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছি। অতিরিক্ত পুলিশ রেখেছি। যার কারণে সংঘর্ষে শুরুর সঙ্গে সঙ্গেই দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দিই।’

    জহিরুল হক ভূঁইয়া আরো জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ছাত্রলীগের এ সংঘর্ষ হয়েছে। এখন মেডিকেল কলেজের চারপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

     

  • সীতাকুণ্ডে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

    সীতাকুণ্ডে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

    সীতাকুণ্ড প্রতিনিধি : মুজিববর্ষের অঙ্গীকার দেশ হবে সবুজের সমাহার”এই স্লোগানে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের উদ্যেগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

    আজ বুধবার (৮ জুলাই) বেলা এগারোটায় সীতাকুণ্ডের পৌরসদরস্থ উত্তর বাজার এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক শায়েস্তা খাঁন সাজু।

    এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জামশেদ খান,ওমর ফারুক রাকিব,ফাহাদ কায়সার, সদস্য আবদুল্লা আল নোমান, এম এইচ তারেক, শেখ ফরিদ, মাকসুদ খান, ইমতিয়াজ হোসেন হিমেল, শহিদুল ইসলাম, নাজমুল আলম অভি, রাহাত উদ্দীন নাহিদ, এইচ এম রিফাত, নাহিদুল আলম রুমি।

    অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা এইচ এম রিয়াদ জিলানী সাখাওয়াতুল ইসলাম নিজামী, আশরাফ শোভন, শুভ, রিপন, মুন্না, আইনুল, সালাউদ্দীন প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • মডেল মসজিদের ফলক ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে কুমিরায় ছাত্রলীগের মানববন্ধন

    মডেল মসজিদের ফলক ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে কুমিরায় ছাত্রলীগের মানববন্ধন

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধনের ফলক ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ৭নং কুমিরা ইউনিয়ন ছাত্রলীগ।

    আজ বুধবার বেলা ১১ টায় উপজেলার ছোট কুমিরাস্থ ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের অংশ মডেল মসজিদ। মসজিদের উদ্বোধন ফলককে ভেঙে দেওয়া দুষ্কৃতিকারীদের পরিকল্পিত কাজ। সরকারের ভাবমুর্ত্তি ক্ষুর্ণ করতে একদল দুষ্কৃতিকারী রাতের আঁধারে মডেল মসজিদের উদ্বোধন ফলক ভেঙ্গে দিয়ে প্রমাণ করেছে তারা সরকারের উন্নয়নের বিরোধী। এভাবে ফলক ভেঙে এমপি দিদারের উন্নয়ন কাজকে বাধাঁগ্রস্ত করা যাবে না। বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনায় নির্দেশ দাতা ও জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত চিহিৃত পূর্বক গ্রেপ্তারের দাবীতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

    কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহরাব হোসেন টিপু’র সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক আলী আজগর তানশেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের ১ম যুগ্ন আহবায়ক শিহাব উদ্দিন, যুগ্ন আহবায়ক নাহিদুজ্জামান নিশাত, আহবায়ক কমিটির সদস্য তৌহিদুজ্জামান মেজবা, শাহরিয়ার হামিদ, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ছালে নজরুল রনি,যুগ্ম সম্পাদক জাবেদ,যুগ্ম সম্পাদক টিকলু, সাংগঠনিক সম্পাদক, ফাহিম, সাংগঠনিক সম্পাদক রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হুদা সুমন ইউনিয়ন ছাত্রলীগ নেতা অপু,ইয়ার মাহমুদ, নিপুন, সাইদুল, মারুফ, হাসান, সিনাত, জাহেদ, সুজন, সাইমুন প্রমুখ।

    উল্লেখ যে, গত ২৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় সাদেক মস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ দিদারুল আলম।

    এর দুইদিন পর দুষ্কৃতিকারীরা মসজিদের ফলকে এমপি দিদারের নাম থাকায় রাতের আঁধারে তা ভেঙে গুড়িয়ে দেয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • এমপি দিদারের উদ্বোধন ফলক ভাঙার প্রতিবাদে ভাটিয়ারীতে ছাত্রলীগের মানববন্ধন

    এমপি দিদারের উদ্বোধন ফলক ভাঙার প্রতিবাদে ভাটিয়ারীতে ছাত্রলীগের মানববন্ধন

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধনের ফলক ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে এবং এর সাথে জড়িতদের দৃষ্কান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগ।

    আজ শনিবার (৪ জুলাই) বেলা ১১ টায় ভাটিয়ারীস্থ ঢাকা-চট্টগ্রাম মহসড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শিহাব উদ্দিন, যুগ্ন আহবায়ক নাহিদুজ্জামান নিশাত, আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন বাবলু, শাহরিয়ার হামিদ, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আলতাফ মাহমুদ,ছাত্রলীগ নেতা, রাকিন, রানা, রিমন,ইফতি,আজাদ, রাসেল মাহমুদ প্রমুখ।

    উল্লেখ্য,

    গত ২৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় সাদেক মস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ দিদারুল আলম।

    এর দুইদিন পর দুষ্কৃতিকারীরা মসজিদের ফলকে এমপি দিদারের নাম থাকায় রাতের আঁধারে তা ভেঙে গুড়িয়ে দেয়।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • অলি-গলি ঘুরে ভাসমান মানুষের খাবার দিচ্ছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ/মানব সেবায় হটলাইন চালু

    অলি-গলি ঘুরে ভাসমান মানুষের খাবার দিচ্ছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ/মানব সেবায় হটলাইন চালু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা পরিস্থিতিতে একাকিত্ব ও অক্ষম হয়ে পড়া ভাসমান মানুষের একবেলা খাবারের ব্যবস্থা করতে নগরীর অলি-গলি চষে বেড়াচ্ছেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দরা।

    তাছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সময়ের দাবি, ত্রাণ যাবে বাড়ি শ্লোগানে অসহায় পরিবারে ত্রাণ সহায়তা কর্মসূচি হাতে নেয় তারা। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের উদ্দ্যোগে চট্টগ্রামে প্রথম ‘হ্যালো ছাত্রলীগ’ এই খাদ্যসামগ্রী উপহারের সেবা চালু করে।

    “হ্যালো ছাত্রলীগ”এর হটলাইন নাম্বার (০১৮৮৩-২৭৩৮৫০ এবং ০১৬৭৮-৩০৪০৬০) এ যোগাযোগ করলেই অসহায় মানুষের ঘরে দ্রুত খাদ্য সেবা পৌঁছে দিচ্ছে কর্মীরা।

    ইতিমধ্যে নগরীর সাবেরিয়া আদালত কলোনি, এস আলম কলোনি, পাথরঘাঁটা, জয়নাব কলোনি, ঘাঁসিয়া পাড়া, খলিফা পট্টি, দেয়ান বাজার ও প্রবর্তক মোড়সহ প্রতিদিন গৃহবন্দী কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর ও অসংখ্য শ্রমজীবী পরিবারে ছাত্রলীগের উপহার পৌছে দিয়েছেন।

    গত ১৬দিন ধরে প্রত্যেকটা পরিবারের বাজারের প্যাকেটে একবেলার চাল, আলু, পেঁয়াজ, মাছ, টমেটো, কাঁচা মরিচ, ধনে পাতাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের উপহার ঘরে নিয়ে যাচ্ছে টিমের কর্মীরা। এছাড়া প্রতিদিন রিক্সা ও মোটর সাইকেলে নগরীর অলি গলি ঘুরে ভাসমান মানুষদের খাবার ব্যবস্থাও করছেন ছাত্রলীগ নেতারা।

    এ বিষয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, করোনা মহামারীকে কেন্দ্র করে যখন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়, ঠিক তখনও ব্যাক্তিগত উদ্দ্যেগে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত থেকে শুরু করে প্যারেড মাঠকে জনশূন্য করতে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করি।

    পরবর্তীতে লকডাউন শুরু হলে এবং খাবার রেষ্টুরেন্ট গুলো বন্ধ হয়ে যাওয়ায় ভাসমান মানুষগুলোর কথা চিন্তা করে তাদেরকে রান্না করা খাবার পৌছে দেয়ার চেষ্টা করেছি। এবার প্রধানমন্ত্রীর নির্দেশ মতো মানব সেবায় হটলাইন চালু করেছি। যেখানে ফোন দিলেই সাধ্যমত খাদ্য সহায়তা পৌছে দেওয়ার চেষ্টা করছি।

    তিনি বলেন, যতদিন মহামারি থাকবে ততদিন কার্যক্রম চলমান রাখার আপ্রান চেষ্টা করব। যতদিন সুস্থ আছি ততদিন যেন মানবের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি সেজন্য সকলের দোয়া/আশির্বাদ কামনা করছি।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • হুইপ সামশুল হকের নির্দেশে পটিয়ার হাইদগাঁওতে ধান কেটে দিল যুবলীগ-ছাত্রলীগ

    হুইপ সামশুল হকের নির্দেশে পটিয়ার হাইদগাঁওতে ধান কেটে দিল যুবলীগ-ছাত্রলীগ

    পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের আখতার নামের এক কৃষকের ৮০ শতক ধান কেটে দিলেন যুবলীগ,ছাত্রলীগ নেতারা।

    শনিবার (১৬ মে) সকালে প্রায় ৩৫জন নেতৃবৃন্দ এই ধান কাটায় অংশগ্রহণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবলীগ নেতা আবুল হাসনাত ফয়সাল।

    আরও উপস্থিত ছিলেন আহম্মেদ, রায়হান উদ্দিন, নাঈম, সুশিল দেবনাথ, মামুন, সুমন, বাঁচা, রুহুল আমিন, কালু, অংশু দেবনাথ, উত্তম দেবনাথ, কাপলু দেবনাথ, পন্নি দেবনাথ, অপু প্রমুখ।

    এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন মাননীয় হুইপের নির্দেশনায় আমরা কৃষকের ধান কাটতে মাটে নেমেছি, হুইপ মহোদয় নির্দেশ দিলে পটিয়ার যেকোন প্রান্তে এই করোনা মহামারিতে কোন কৃষকের ধান সময়ের অভাবে কাটতে না পারলে আমরা যুবলীগ, ছাত্রলীগ নেতারা ধান কেটে দিবো। এই দেশে কোন রকমের ফসল নষ্ট হবে না এবং বাংলাদেশে খাদ্য শস্যার অভাব থাকবে না।

    ২৪ ঘন্টা/এম আর/সনজয়

  • রাউজানের হরিসখান পাড়ায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা

    রাউজানের হরিসখান পাড়ায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):::সূর্যের প্রচন্ড তাপ ও গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তার উপর পবিত্র মাহে রমজানের রোজা। তপ্ত দুপুরে প্রচন্ড ভ্যাপসা গরম ও তাপদাহ উপেক্ষা করে চট্টগ্রামের রাউজান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হরিসখান পাড়ায় কামলা সংকটে মাঠে পাকা ধান ঘরে তুলতে না পারা কৃষক খোরশেদ আলমের ধান কাটতে মাঠে নেমেছেন রাউজান উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    এ সময় উপজেলা ছাত্রলীগের ধান কাটা কর্মসূচিতে উদ্বোধক হিসেবে তাদের সাথে ধান কাটায় যোগ দেন রাউজান পৌর প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

    সামাজিক দুরত্ব বজায় রেখে তীব্র গরমে মাঠে কাস্তে হাতে নিয়ে ধান কাটার পর আটি বেঁধে কাটা ধানগুলো মাথায় করে কৃষকের বাড়ি পৌঁছে দেন তারা।

    নিজের জমিতে রাজনৈতিক নেতৃবৃন্দদের ধান কাটতে দেখে খুশীতে উজ্জল হয়ে উঠে কৃষক মোঃ খোরশেদ এর মুখ।

    এ সময় উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ ধান মাড়াইসহ অন্যান্য খরচের জন্য কৃষক খোরশেদকে পাঁচ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করেন।

    রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, করোনা ভাইরাসের এই সংকটকালীন সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পরামর্শে ও সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর অনুপ্রেরণায় উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ একজন কৃষকের পাশে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন এটি অবশ্যই প্রশংসার দাবীদার। এই ধরনের কর্মকান্ডের কারণে বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তি দিন দিন সমুজ্জল হচ্ছে। এই ধরণের কর্মসূচিতে অংশ নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

    দলীয় নেতৃবৃন্দদের নিয়ে কৃষকের ধান কাটা প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ বলেন, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী ও সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর আহবানে আমরা রাউজানে করোনাকালীন সময়ে কোনো কৃষক যাতে কষ্ট না পায় সে জন্য উপজেলা ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী প্রস্তুত আছি ।আজকে কৃষক খোরশেদ এর আহবানে আমরা উনার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। রাউজানের কোথাও কোন কৃষক যদি কামলা অথবা অর্থের সমস্যার কারণে জমির ধান ঘরে তুলতে না পারেন আমরা খবর পেলেই নিজেদের উদ্যোগে কৃষকদের জমির ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দেবো।

    নিজের অভিব্যক্তি প্রকাশ করে কৃষক মোঃ খোরশেদ বলেন, আজকে ছাত্রলীগের ভাইয়েরা আমার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। আমি খুব খুশী হয়েছি।আমি ওদের জন্য দোয়া করছি।

    এ সময় ধানকাটা কর্মসূচীতে মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু,মো. এখতেয়ার উদ্দিন মেম্বার, সহ-সভাপতি মনির তালুকদার, তানভীর হোসেন চৌধুরী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, নাছির উদ্দিন, রাউজান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ,আকাশ বড়ুয়া রাজ, ইকবাল হোসেন ইমন,রিপন দাশ, জিসান, মো. সাফাত, রোমেন ম্যাক্স।কামলার অভাবে মাঠের ধান ঘরে তুলতে না পারা একজন কৃষকের পাশে সহযোগিতার হাত বাড়ানোয় ছাত্রলীগের ভাবমূর্তি আরো উজ্জল হলো প্রান্তিক জনপদে।

    ২৪ ঘণ্টা/এম আর/রানা

  • খাগড়াছড়িতে ছাত্রলীগের পর মাঠে নামলো কৃষকলীগ

    খাগড়াছড়িতে ছাত্রলীগের পর মাঠে নামলো কৃষকলীগ

    খাগড়াছড়ি প্রতিনিধি::করোনা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় কৃষকলীগের খাদ্য নিশ্চিতকরণ কর্মসূচির আওতায় খাগড়াছড়িতে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষকলীগ।

    শুক্রবার (১ মে) সকাল থেকে খাগড়াছড়ি জেলা কৃষকলীগের অর্ধশতাধিক নেতাকর্মী সদর উপজেলার বটতলী এলাকায় কৃষকদের ধান কাটায় সহযোগীতা করেন।

    খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এসএম ইউছুফ আলী জানান, করোনা পরিস্থিতির এ সংকটকালে সারাদেশে শ্রমিকদের সংকট চলছে। এ পরিস্থিতিতে কেন্দ্রের নির্দেশনায় ও জেলার পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০ জনের মতো নেতাকর্মী কৃষকদের সহযোগীতায় মাঠে নেমেছে।

    এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এর আগে, খাগড়াছড়িতে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয় ছাত্রলীগ।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • বালুচরায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

    বালুচরায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

    করোনা মহামারী দুর্যোগ কালীন মুহূর্তে চট্টগ্রাম মহানগর আওতাধীন ২নং জালালাবাদ ওয়ার্ড কুলগাও বালুচরা এলাকায় কৃষকের ধান কাটায় সহযোগিতা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক এম আর এ হৃদয়।

    আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮ ঘটিকা থেকে কুলগাও বালুচরা এলাকায় মোস্তাফা নামের এক কৃষকের তিন বিঘা জমির ধান কাটার জন্য সহযোগিতা করনে ছাত্রলীগের নেতারা।

    করোনা দুর্যোগ মোকাবেলায়
    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় ধারাবাহিক কর্মসূচি পালন করেন।

    দেশ জুড়ে করোনা মহামারি আকার ধারন করায় কৃষক শ্রমিকের সংকট মোকাবেলা করতে ধান কাটতে কৃষকরা যখন হিমশিম খাচ্ছেন।

    এমতাবস্থায় বাংলার দুঃখ অসহায় মানুষের শেষ ঠিকানা কৃষিবান্ধব নেত্রী, দেশ রত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধ পরিকর। কৃষকদের প্রয়োজনীয়তা নিরিখে সেচ্চাসেবক হিসেবে পাশে থেকে ধান কাটাসহ সর্বাত্মকভাবে সহযোগিতার জন্য আশ্বাস দেন নগর ছাত্রলীগ উপ ধর্ম বিষয়ক সম্পাদক এম আর এ হৃদয়।

    এতে সহযোগিতা করেন বায়েজিদ থানা ছাত্রলীগ, ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগ, ইউনিট পর্যায়ের ছাত্রলীগের কর্মীরা।

    ২৪ ঘণ্টা/এম আর