Tag: ছাত্রলীগ

  • রাউজান হলদিয়ায় কৃষকের এক একর ধান কেটে দিল ছাত্রলীগ

    রাউজান হলদিয়ায় কৃষকের এক একর ধান কেটে দিল ছাত্রলীগ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকায় সারা দেশের ন্যায় চট্টগ্রমেও অসহায় গরীব কৃষকদের পাশে দাড়িয়েছে ছাত্রলীগ।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগে ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অসহায় কৃষকদের পাশে দাড়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা।

    তারই ধারাবাহিকতায় রাউজানের মাঠি ও মানুষের নেতা, আধুনিক রাউজানের রূপকার এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় এবং সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর তত্ত্বাবধানে ১নং হলদিয়া ইউনিয়নের অসহায় কৃষকের এক একর ধান কেটে ঘরে তুলে দেন চট্টগ্রাম মহানগর ইসলামিয়া কলেজের শিক্ষা ও উপ-সম্পাদক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাজিব।

    রাউজান উপজেলা যুবলীগ নেতা গিয়াস উদ্দীন, রাউজান উপজেলা ছাত্রলীগ, হলদিয়া এয়াছিন শাহ কলেজ ছাত্রলীগ নেতা মো. এরশাদ, আল আমিন, ইমরান, সাজিদ, সাগর, জুবায়েত, সাহাজান, নুরুদ্দীন, আজগর, মাসুদ রানাসহ আরো অনেক নেতা কর্মীরা উপস্থিত থেকে কৃষকের ধান কাটতে সাজিবকে সহায়তা করেন।

    হলদিয়া উত্তর সর্তার কৃষক মো. ইকবাল বলেন, তার প্রায় সব ধান পেকে গিয়েছিল, কিন্তু তিনি শ্রমিক সংকটের কারণে তার ফলিত ফসল ঘরে তুলতে পারছে না। একজন শ্রমিক প্রায় একহাজার মজুরী সহ ভাত খাওয়াতে হবে বলে দাবী করেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের বিভিন্ন স্থানে কৃষকদের ডাকে ছাত্রলীগ নেতাকর্মীরা সাড়া দিচ্ছে এমন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাজিবের সাথে যোগাযোগ করেন।

    তার আহবানে সাড়া দিয়ে সাজিব তার দলের নেতাকর্মীদের নিয়ে অসহায় এ কৃষকের পাশে দাড়িয়ে প্রায় এক একর জমির ধান কেটে দেন। তিনি ছাত্রলীগের সকল নেতাকর্মীদের মন ভরে দোয়া করেন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

    কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

    খাগড়াছড়ি প্রতিনিধি: কৃষি ক্যালেন্ডার অনুসারে এপ্রিলের শেষ ভাগ ও মে এর প্রথম সপ্তাহ থেকে বোরো ধান কাটার মৌসুম। তবে এ বছর করোনার প্রভাবে শ্রমিক সংকট ও আবহাওয়া সতর্ক বার্তায় বন্যার পূর্বাভাস থাকায় দুশ্চিন্তায় কৃষকরা।

    তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার কৃষি ও খাদ্য নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছেন। সে দিক বিবেচনায় দেশের অনেক অঞ্চলে সরকারের পক্ষ থেকে ধান কাটতে শ্রমিকের যোগান দেয়া হচ্ছে।

    তবে ভিন্ন দৃশ্যপট পাহাড়ে। কৃষকের পাশে শ্রমিক নয় দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা।

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অনেক কৃষকের মাঠের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে ছাত্রলীগের কর্মীরা। করোনা পরিস্থিতির এতো খারাপ সময়ের মধ্যো ইতিবাচক এ কর্মযজ্ঞে সাধুবাদ মিলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে পানছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শুরু হয়েছে স্বেচ্ছাশ্রমে ধান কাটা। উপজেলার মরাটিলা এলাকার মাঠে প্রথম দিনে ৮০ শতক জমির ধান কেটে কৃষকের ঘরে তুলে দেয়া হয়েছে।

    পানছড়িতে কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

    পানছড়ি ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, কোন কৃষকের যেন এক পোয়া ধান মাঠে নষ্ট না হয় সেদিকে সজাগ থাকবে পানছড়ি ছাত্রলীগ। কেউ যদি শ্রমিকের অভাবে ধান কাটতে না পারে আমাদের জানালে আমরা স্বেচ্ছাশ্রমে কৃষকের পাশে দাঁড়াবো। প্রথমদিনে মরাটিলায় ২৫ জন স্বেচ্ছাশ্রমে ৮০ শতক জমির ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে। এর ধারাবাহিতা অব্যাহত থাকবে।

    খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে খাগড়াছড়িতে এ মৌসুমে বোরোর চাষ হয়েছে ১১ হাজার ৩ শ ৮৯ হেক্টর জমিতে। পানছড়িতে ১ হাজার ৬ শ ৬৫ হেক্টর জমিতে।

    ২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

  • আনোয়ারা’য় কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছে ছাত্রলীগ

    আনোয়ারা’য় কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছে ছাত্রলীগ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসে স্থবির বিশ্ব। মোকাবেলায় বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠান। ঘুরছে না গাড়ির চাকা।

    লকডাউনে ঘরবন্দি মানুষ। ফলে শ্রমিক সংকটে কৃষকের পরিশ্রমে ফলানো ধান মাঠেই রয়ে গেছে। এদিকে সামনে কাল বৈশাখী ঝড় হতে পারে এ আতঙ্কেও কৃষকরা চিন্তিত।

    তবে আতঙ্কিত হয়ে পড়া কৃষকদের সহায়তা করার লক্ষ্যে মহৎ উদ্দ্যেগ নিয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ১ নং বৈরাগ ইউনিয়নের স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। কৃষকের চিন্তা দুর করতে আনোয়ারায় কাচি হাতে কৃষকের মাঠে নেমেছে ছাত্রলীগ কর্মীরা। তারা সংঘবদ্ধ হয়ে কৃষকের ধান কেটে তাদের বাড়ি পৌছে দিচ্ছে।

    আজ বুধবার (২২ এপ্রিল) ইউনিয়ন ছাত্রলীগ কর্মী নজরুল ইসলাম রনির নেতৃত্বে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ব্যস্থ ছিলেন কলেজে অধ্যয়নরত স্থানীয় ছাত্রলীগ কর্মীরা।

    স্বস্থির নিঃশ্বাস নিয়ে কৃষক নজির আহমেদ ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এদিকে সামনে কাল বৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে খুব চিন্তিত ছিলাম। এমন সময় বৈরাগ ইউনিয়নের ছাত্রলীগ কর্মী নজরুল ইসলাম রনি বলেন, আমরা কোন টাকা পয়সা না নিয়ে আপনার ধান কেটে আপনার বাড়িতে পৌঁছে দিব। এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে?

    বৈরাগ ইউনিয়নের ছাত্রলীগ নেতা এবং বৈরাগ বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারন সম্পাদক নজরুল ইসলাম রনি ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সাম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে বৈরাগ ইউনিয়নের কৃষক নজির আহমেদ এর ১০ গন্ডা ধান কেটে দিয়েছি।

    বৈরাগ ইউনিয়নের ছাত্রলীগ সৈয়দ নুর, আবদুর রহমান, জাহেদুল ইসলাম ও মো. ইদ্রিসসহ আরো বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিতে সহায়তা করছে।

    ২৪ ঘণ্টা/ মো. জাবেদ/রাজীব প্রিন্স

  • লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

    লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার কৃষক মো. বকুল হোসেন। শ্রমিকের অভাবে ক্ষেতের ধান কাটতে পারছিলেন না। ঘরে তুলতে পারছেন না পাকা ধান। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় ওই কৃষকের জমির ধান মাড়াই করে বাড়িতে পৌঁছে দেন। জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কয়েকজন নেতাকর্মীকে নিয়ে আজ সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ৫০ শতাংশ জমির ধান কাটেন।

    ধান কাটায় সহযোগিতা করেছেন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক রুবেল আহম্মেদ রাজু, সোহাগ পাটোয়ারি, পৌর ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মিনহাজ আলম শাকিব সহ অন্যান্যরা।

    মরণব্যাধি করোনার বিস্তার ঠেকাতে সারাদেশে গণপরিবহন বন্ধ। ঘর থেকে বের হতেও রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। তাই করোনাভাইরাস আতঙ্কে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে জেলার অনেক অসহায় কৃষক তাদের জমির পাকা ধান ঘরে তুলতে পারছেন না।
    কৃষক বকুল হোসেন বলেন, শ্রমিক সংকটে পাকা ধান ক্ষেতে নষ্ট হওয়ার আশঙ্কা করেছিলেন তিনি। কিন্তু হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা তার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে তিনি বেজায় খুশি। বর্তমান সময়ে ধান কেটে যেভাবে সাহায্য করেছে ছাত্রলীগ তা ভুলবার নয় বলে বকুল মন্তব্য করেন।

    লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরীফ বলেন, শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলেন না ওই কৃষক। এজন্য কৃষকের লোকসান কমানোর জন্য নেতাকর্মীদের নিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছি। ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। তিনি আরো বলেন, দেশের এই দুঃসময়ে অন্য কোনো কৃষক যদি এমন সমস্যায় পড়েন, তাদেরও সহযোগিতা করবে ছাত্রলীগ।

  • মধ্যরাতে চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৭

    মধ্যরাতে চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৭

    চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ৭ জনকে আটক করেছে পুলিশ। এসময় প্রক্টরিয়াল বডির সদস্যরাও উপস্থিত ছিলেন।

    বুধবার (৪ মার্চ) দিবাগত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল থেকে ৫৭ জন ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ। আটককৃতদের হাটহাজারী থানায় নিয়ে যাওয়া পর যাচাই বাছাই করে ৫০ জনকে ছেড়ে দেয়া হয়।

    আটককৃত ৭ জন হলেন- সিক্সটি নাইন গ্রুপের রসায়ন বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের গোলাম শাহরিয়ার, ইসলামের ইতিহাস বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের জোবায়ের আহমেদ নাদিম, উদ্ভিদবিদ্যা বিভাগের একই শিক্ষাবর্ষের মাশরুর অনিক, পরিসংখ্যান বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের আকিব জাবেদ, ১৮-১৯ শিক্ষাবর্ষের রুম্মান, হায়দার এবং বিজয় গ্রুপের ১৬-১৭ শিক্ষাবর্ষের জিন্নাত মজুমদার ও কনকর্ড গ্রুপের জিসান।

    জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পূর্বের ঘটনার রেশ ধরে এফ রহমান হলে বিজয় গ্রুপের ওপর আক্রমণ করে সিক্সটি নাইন ও কনকর্ড গ্রুপ।

    এসময় হলে ব্যাপক ভাংচুর চালানো হয়। বৈদ্যুতিক বাতি ভেঙে ফেলা হয়। এক পর্যায়ে ৬ টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসময় দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের অর্ধ শতাধিক কর্মী আহত হয়।

    এ বিষয়ে বিজয় গ্রুপের নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, মধ্যরাতে শিবির স্টাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল টিপুর নেতৃত্বে এ নৃশংস হামলা হয়েছে। আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

    এদিকে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, সন্ধ্যায় তিন হল থেকে বিজয়ের কর্মীরা আমাদের কর্মীদের বের করে দেয়। প্রশাসনকে বারবার অনুরোধ করলেও মধ্যরাতেও তাদের হলে ওঠার কোনো ব্যবস্থা করে দেয়নি। রাতে তারা দুই হলে উঠতে গেলে হামলা চালায় বিজয়ের কর্মীরা।

  • চবিতে সাংবাদিক হেনস্তাকারী সেই ছাত্রলীগ কর্মী বহিষ্কার

    চবিতে সাংবাদিক হেনস্তাকারী সেই ছাত্রলীগ কর্মী বহিষ্কার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক সাংবাদিককে হেনস্তা করার দায়ে জুনায়েদ হোসেন জয় নামে এক ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে ৩ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কারাদেশ বিগত ১৭ ফেব্রুয়ারি থেকে চলমান থাকবে। অভিযুক্ত জয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

    বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে বোর্ড অব হেলথ অ্যান্ড রেসিডেন্সের সভার রিপোর্ট অনুযায়ী এ সিদ্ধান্ত দেওয়া হয়।

    তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সহনশীল হওয়া উচিত। একে অন্যের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। এর আগে একই অপরাধে গত ১৩ ফেব্রুয়ারি তাকে শাখা ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

    উল্লেখ্য যে, গত ১১ ফেব্রুয়ারি দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুঁপড়িতে বন্ধুবান্ধবসহ দুপুরের খাবার খেতে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরীকে হেনস্তা করে জয়।

  • ট্রাকে চাঁদাবাজির অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী আটক

    ট্রাকে চাঁদাবাজির অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী আটক

    রাজধানীর হাইকোর্ট মোড় এলাকায় বালির ট্রাক থেকে চাঁদা দাবির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

    শনিবার ভোর সাড়ে ৪ টায় হাইকোর্ট মোড়ের পানির পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

    আকটকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর কোর্টে চালান করা হয়েছে বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান।

    আটকৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আল আমিন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই বর্ষের জুবায়ের আহমেদ শান্ত। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র এবং হল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

    অভিযুক্ত শান্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের ও আর আল আমিন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্রের অনুসারী। আটকতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন ট্রাকের সুপার ভাইজার মো. সোহেল রানা। মামলার নম্বর ৩৩।

    ট্রাকের চালক মো. কাইসার বলেন, ‘শনিবার ভোর সাড়ে ৪ টায় ট্রাকে করে ঢাকা ওয়াসার বালু নিয়ে দয়াগঞ্জ থেকে তিনি শাহবাগ আসছিলেন। হাইকোর্ট মোড়ে আসার পর গাড়ির চাকা পাংচার হয়ে গেলে রাস্তার এক পাশে পার্কিং করে রাখি। এমন সময় দুইজন লোক এসে গাড়ির কাগজপত্র দেখতে চায় এবং দশ হাজার টাকা দাবি করে। টাকা নাই বলতেই আমাকে চড়-থাপ্পর মারতে শুরু করে। পরবর্তীতে আমার কাছ থেকে নাম্বার নিয়ে গাড়ির সুপার ভাইজারকে আসতে বলেন।’

    সুপার ভাইজার মো. সোহেল রানা বলেন, বালুর গাড়ি আটক করা হয়েছে এমন খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। যাওয়ার সাথে সাথে আমাকে মারধর করে। একপর্যায়ে মোবাইল কেড়ে নিয়ে জোরপূর্বক আমার রকেট থেকে ১৯৫০ টাকা নিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ম্যাসেজ ডিলেট করে দেয়। পরে টহলরত পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

    শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি এখন তদন্তনাধীন রয়েছে।

    এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, অভিযোগের প্রেক্ষিতে পুলিশকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে।

  • এমপি নদভীকে সাথে নিয়ে আইআইইউসি শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করলো ছাত্রলীগ

    এমপি নদভীকে সাথে নিয়ে আইআইইউসি শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করলো ছাত্রলীগ

    কামরুল ইসলাম দুলু : চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ ডিপার্টমেন্টের অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি কে সাথে নিয়ে শুক্রবার বেলা ১১ টায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইআইইউসি’র নিজস্ব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

    এর আগে এমপি নদভী আইআইইউসি’র আয়োজনে মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন।

    তিনি অনুষ্ঠান শেষ করে ক্যাম্পাস ত্যাগ করার আগে মূহুর্তে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট থেকে মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে স্লোগান দিতে তাকে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

    তখন অধ্যাপক ড. আবু রেজা নদভী এমপি এবং বিশ্ববিদ্যালয় বর্তমান প্রক্টর তাদের সাথে এসে কথা বলেন এবং কোন প্রকার মিছিল ছাড়া শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করার জন্য অনুমতি প্রদান করেন।

    এরপর এমপি অধ্যাপক ড. আবু রেজা নদভীকে সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন তারা। এরপরে ছাত্রলীগ ক্যাম্পাস ত্যাগ করে।

    গত ১০ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ সংবাদ সম্মেলন এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনৌতিক কর্মকাণ্ড, মিছিল-মিটিং সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

  • বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ এ যেন তারুণ্যের জয়োৎসব

    বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ এ যেন তারুণ্যের জয়োৎসব

    কুবি প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতকে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

    বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন অনুষদ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে মিছিল শেষ হয়।

    আনন্দ মিছিলের নেতৃত্ব দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ।

    মুজিববর্ষে বিশ্বকাপজয়ী যুবা টাইগারদের এই অসাধারণ সাফল্যে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মিছিলে ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

  • মামলা প্রত্যাহার ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবীতে আইআইইউসি ছাত্রলীগের মিছিল

    মামলা প্রত্যাহার ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবীতে আইআইইউসি ছাত্রলীগের মিছিল

    সীতাকুণ্ড প্রতিনিধি : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালের ১০ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ক্যাম্পাস খুলে দেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে আইআইইউসি শাখার ছাত্রলীগ।

    শনিবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সকল নেতাকর্মী ক্যাম্পাসের মূল ফটক থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে।

    কুরানিক সাইন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ এর ১ম বর্ষের ২য় সেমিস্টারে শিক্ষার্থী আদনান এর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম আদালতে আদনান বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্রলীগ কর্মীর নাম উল্লেখ করে মামলা করে। উক্ত মামলা প্রত্যাহার করে অভিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিতে তারা মিছিল থেকে দাবী জানান।

    মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।

    এর প্রতিবাদে কয়েকজন ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করার চেষ্টা চালায় পরে কেন্দ্রীয় ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতিসহ নেতৃবৃন্দ ছাত্রলীগ কর্মীদের শান্ত করার চেষ্টা করে।

    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালা খুলে না দিলে তারা সেখান থেকে সামনে অবস্থান নেয় পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আলাপের মাধ্যমে ১০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলার জন্য প্রশাসনিক ভবনে যায়। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তাদের দাবিগুলো উপস্থাপন করলে কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনবে এ মর্মে আশ্বস্ত করলেন ছাত্রলীগ নেতা-কর্মীরা সেখান থেকে বেরিয়ে আসে।

    পরে বিশ্ববিদ্যালয়ের অনুমতি সাপেক্ষে ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে তারা বিক্ষোভ সমাবেশ করে।

    এসময় কর্তৃপক্ষ যদি দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি-দাওয়ার বাস্তবায়ন না করে তাহলে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজকে নিয়ে আগামী মার্চ মাসের বিশ্ববিদ্যালয় অবরোধ করার ঘোষণা দেয়। তারা আরো জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেন অতি শীঘ্রই বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল উন্মোচন করবে।

    এসময় বক্তব্য রাখেন সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সভাপতি ছাত্রলীগ সভাপতি জাহিদ হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সাম্রাট, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর সভাপতি তানভীর হোসেন তপু, আইআইইউসি ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল সৌরভ, জুবায়ের ইসলাম ডলার, মিফতাহুল হাসান আনাম, তানভীর হোসেন সাকিব, সুব্রত শুভ, রবিউজ হাসানসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।

    তারা ঘোষণা দেন আগামী ৭ দিনের মধ্যে আইআইইউসি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে।

  • বই প্রেমী জিহাদ বাবুর ১০ টাকার বই!

    বই প্রেমী জিহাদ বাবুর ১০ টাকার বই!

    বই মানুষকে আন্ধকার থেকে আলোর দিশারি করে, আলোকিত মানুষ গড়তে প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখে। সে উপলব্ধি থেকে নাম মাত্র মূল্যে চট্টগ্রামে দ্বীপ উপজেলা সন্দ্বীপে এ ব্যতিক্রমি কার্যক্রম হাতে নিয়েছেন উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ চক্রবিষয়ক সম্পাদক জিহাদ বাবু।

    পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই । সৃজনশীল বই শুদ্ধ মননের আয়না। নতুন প্রজন্মকে বইমুখী করা গেলে চিন্তাশীল সমাজ সৃষ্টি করা যাবে। নতুন প্রজন্মকে বাঙালি জাতিসত্তার প্রকৃত ইতিহাস জানাতে হবে।

    এ জন্য বই পড়ার বিকল্প নেই। তারা যেন বিপথগামী না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তরুণ প্রজন্ম বইবিমুখ। এখন আর তরুন প্রজন্ম বই পড়ে না। তাদের মস্তিষ্ক কম্পিউটার ভাইরাসে সীমাবদ্ধ। তাদের কল্পনাশক্তি হ্রাস পেয়েছে। তথ্য প্রযুক্তির অবাধ বিচরণে বই থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা।

    তারুণ্যের অবক্ষয় আর প্রজন্মের বই পড়ার অনীহা থেকে মুক্তি দেয়ার জন্য একটি ভিন্নভাবে বই পড়ার প্রতি ভালবাসা সৃষ্টি করে ১০ টাকার বিনিময়ে একটি বই ভাড়া কার্যক্রম শুরু করেছেন সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জিহাদ বাবু।

    ১০ টাকার বিনিময়ে একটি বই একটি প্রজেক্টের নাম। মূলত বই পড়ার উৎসাহ জাগাতে এই প্রজেক্ট। এই প্রজেক্টের সদস্য হয়ে যেকেউ প্রতি সপ্তাহে নিতে পারেন একটি বই,পুনরায় এক সপ্তাহ পর সেই বই ফেরত দিয়ে আবার দশ টাকার দিয়ে আরো একটি একটি বই নিতে পারেন। দশ টাকা দিয়ে হবে একটি ফান্ড, সেই ফান্ডের টাকায় কেনা হবে আরো নতুন বই।

    এ কার্যক্রম সম্পর্কে জিহাদ বাবু বলেন, নিজে পড়া শেষ হলে আরেকজনকে পড়তে দেওয়ার উদ্দেশ্যেই বই ভাড়া দেওয়ার চিন্তা মাথায় আসে।

    স্কুল-কলেজের শিক্ষার্থীরাই হবে পাঠক। কেননা এখন আর তারা আগের মত বই পড়তে চাই না। আমার কাছে থাকে ৪০-৪৫ টি বই দিয়ে কার্যক্রম শুরু করেছি ,ধীরে ধীরে বিভিন্ন মাধ্যম থেকে বই সংগ্রহ করে এই কার্যক্রম কে আরও বড় করার ইচ্ছে আছে। আমার নির্দিষ্ট কোন স্থান নেই ভ্রাম্যমান হিসেবে সবাইকে বই পৌঁছে দিই। ব্যাপক সাড়াও পাচ্ছি।

    জাবেদ হোসেন নামে এক পাঠক বলেন , মাত্র ১০ টাকার বিনিময়ে হুমায়ুন আজাদের নারী বইটি পড়ার সুযোগ হয়েছে। বইয়ের মূল্য ২৫০ টাকা, যা হয়তো কিনে পড়া হতো না। বইটি পড়ে আবার অন্য একটি বই নিয়ে যাব। এভাবেই প্রতি সপ্তাহে বই নেয়ার ইচ্ছে আছে।

    উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সামি উদ দ্দৌলা সীমান্ত বলেন, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের প্রগতিশীল ও মেধাবী ছাত্র নেতাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে জিহাদ বাবু। শিক্ষা বিষয়ক তার এই উদ্যোগ ছোট আকারে হলে তার ভাবনা পুরো সন্দ্বীপে এই উদ্যোগ ছড়িয়ে দিবে। আর তার জন্য প্রয়োজন কিছু সহযোগিতা, তাই সবার কাছে অনুরোধ থাকবে যাদের সম্ভব বই দিয়ে হোক অথবা অন্যন্যা সহযোগিতা দিয়ে হোক এই সুন্দর ও সৃজনশীল এই উদ্যোগের পাশে থাকবেন।

    উত্তর সন্দ্বীপ কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, এভাবে পাঠাভ্যাস আর কে বা গড়ে তুলতে পারে? স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণেরা সামান্য টাকার বিনিময়ে বই পড়তে পারছেন। আশা করি তরুণদের পাঠাভ্যাস আরও বেড়ে যাবে।

  • সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ নেতা টুটুলের মাদক সেবনের ছবি ভাইরাল

    সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ নেতা টুটুলের মাদক সেবনের ছবি ভাইরাল

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সরওয়ার জাহান টুটুলের মাদক সেবনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

    রুমে বসে মাদক সেবনের ছবিটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বেশ সরগরম হয়ে উঠেছে। বিভিন্ন ব্যক্তি ছবিটি শেয়ার দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন রকম মন্তব্য লিখেছেন। এছাড়া সীতাকুণ্ডে বিভিন্ন মানুষের মুখে মুখে সরগরম হচ্ছে।

    সোমবার থেকে ফেসবুকের বিভিন্ন মানুষের আইডিতে ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও উপজেলা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

    মাদক গ্রহণ করা প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগ নেতা কাজী সরোয়ার জাহান টুটুলের কাছে জানতে চাইলে মাদক নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি আমার হলেও এটি এডিট করা হয়েছে। আর এটি রাজনৈতিক প্রতিহিংসা মূলকভাবে করা হয়েছে।

    এব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক সায়েস্তা খান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বিষয়টি অনেকেই আমাকে জানিয়েছেন, বিষয়টি জেলা কমিটির। তারা ব্যবস্থা নিলে আমরা উপজেলা কমিটিও ব্যবস্থা নিবো।

    চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, টুটুলের মাদক সেবনের বিষয়টি আমি অবগত হয়েছি। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে দল ব্যবস্থা নেবে কারণ আমাদের দলে কোন মাদকসেবী ও গাঁজাসেবী ও বহনকারীর কোন স্থান নেই। এছাড়া প্রধানমন্ত্রীও মাদকের ব্যাপারের জিরো টলারেন্স।