Tag: ছাত্রশিবির

  • মিরসরাইয়ে শিবিরের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

    মিরসরাইয়ে শিবিরের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

    মিরসরাই প্রতিনিধি:মিরসরাইয়ে ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় দলটির দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের মতে আটক শিবির ক্যাডার হাসিবুল হাসানের দেয়া তথ্যের ভিত্তিতে ৪৬ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়।

    মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালের ঘটনায় রাত ১০টায় স্থানীয় জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনসহ মোট ছয়টি ধারায় মামলাটি দায়ের করেন।

    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, মঙ্গলবারের ঘটনায় ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত এক থেকে দেড়শ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনসহ ছয়টি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন।

    চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) ইফতেখার হাসান জানান, ঘটনার সময় আটক হওয়া শিবির ক্যাডার হাসিবুলের দেয়া তথ্য অনুযায়ী ৪৬ জনের পরিচয় আমরা পেয়েছি। বাকিদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

    প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার ঠাকুরদিঘী এলাকায় ছাত্রশিবির একটি ঝটিকা মিছিল বের করে। এসময় তারা স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনিস রিফাত ও যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস খানের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা ধাওয়া করে হাসিবুল হাসান নামের এক শিবির কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করে।

  • বাকলিয়ায় মেসে অভিযান, একাধিক ছাত্রশিবির কর্মী আটক

    বাকলিয়ায় মেসে অভিযান, একাধিক ছাত্রশিবির কর্মী আটক

    চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকার কয়েকটি মেসে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের একাধিক কর্মীকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।

    সোমবার গভীর রাতে বাকলিয়ার বগারবিল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান এখানো চলমান রয়েছে বলে জানান পুলিশ।

    এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন অভিযানের বিষয়টা নিশ্চিত করলেও কতজন আটক হয়েছেন তা নিশ্চিত করে জানায়নি। তিনি বলেন এখনো বিভিন্ন এলাকায় অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

    তবে নাম প্রকাশ না করা স্বর্তে ছাত্রশিবির চট্টগ্রাম নগর উত্তর শাখার এক নেতা জানিয়েছেন, বাকলিয়া থানা পুলিশ বগারবিল এলাকার বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের ১৫-২০ জন নেতাকর্মীকে আটক করেছে।