চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগে এক ছাত্রকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত শিক্ষার্থীর নাম প্রবীর ঘোষ। সে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রোববার (৮ মার্চ) দুপুরে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কারাদেশ গত ১ মার্চ থেকে চলমান থাকবে। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, বহিষ্কারের তারিখ থেকে তার ভর্তি বাতিল হবে এবং শ্রেণীকক্ষে পাঠ গ্রহণ ও পরীক্ষায় অংশ নিতে পারবে না। এছাড়া বহিষ্কৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলেও অবস্থান করতে পারবে না।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছনা করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী প্রবীর ঘোষকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়কে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক ছাত্রীর মুখে রং মেখে দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে প্রবীর। পরে ভুক্তভোগীর সহপাঠীরা তাকে ধরে প্রক্টরিয়াল বডির নিকট হস্তান্তর করলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। পরে রাত ১০ টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। তিনদিন পর সে জামিনে বেরিয়ে আসে।