২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : করোনা ঝড়ে কাবু যুক্তরাষ্ট্র। রোজ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারো মানুষ। কোভিড-১৯ মহামারীতে প্রাণহানিতে শীর্ষে থাকা দেশটিতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে সমানতালে।
সবশেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১১শ’র বেশি মানুষ মারা গেছেন করোনাভাইরাসে। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।
আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৬৮৩ জনের। আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৮২৮ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৯১৪ জন।
এদিকে রোববার (২৪ মে) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের সূত্র অনুসারে, সারা বিশ্বে ৫৪ লাখ ৩ হাজার ৯৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিন লাখ ৪৩ হাজার ৯৭৫ জন।
আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৪১০ জন। মৃত্যু হয়েছে ২১ হাজার ৯৩৪ জনের।
আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে আছে রাশিয়া, সেখানে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন। মৃত্যু হয়েছে ৩৩৮৮ জনের। মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। তবে আক্রান্তের তালিকায় দেশটি রয়েছে চতুর্থস্থানে। সেখানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৩৬ হাজার ৭শরও বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার।
মৃত্যুতে বিশ্বে তৃতীয়স্থানে আছে ইতালি সেখানে ৩২ হাজার ৭০০ ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। আটাশ হাজার ৬৭৮ জন মৃত্যু নিয়ে চতুর্থস্থানে আছে স্পেন। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৩৭০ জন। চারশোর মতো মৃত্যু কম নিয়ে পঞ্চমস্থানে আছে ফ্রান্স। ২২ ছাড়ানো মৃত্যু নিয়ে ষষ্ঠস্থানে আছে ব্রাজিল।
আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে ভারতে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৪০০; মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৬৮ জন।
চীনে প্রথম ৪১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত। পরে ভাইরাসজনিত অতি সংক্রামক রোগটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ১ এপ্রিলের মধ্যেই বিশ্বজুড়ে শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ১০ লাখে পৌঁছে যায়।
তারপরের ১০ লাখে সংক্রমিত হতে লাগে দুই সপ্তাহ। আর তার পরের ১০ লাখে পৌঁছাতে লেগেছিল ১২ দিন। আরও ১০ লাখ বাড়তে লেগেছিল ১৩ দিন। কিন্তু এর পরের ১০ লাখ সংক্রমণ হতে সময় লাগে সবচেয়ে কম সময় ১০ দিন।
শনিবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত সংখ্যা ৩২ হাজার ৭৮ জন; মৃতের সংখ্যা ৪৫২ জন।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স