Tag: ছিনতাই

  • ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক

    ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক

    ৫ আগস্টের পর বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‍্যাবের ১৬ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

    আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    র‍্যাব মহাপরিচালক বলেন, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরে র‍্যাবের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এ কাজ করতে গিয়ে র‍্যাবের ১৬ জন সদস্য বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়।

    তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাবের ৫৮ জন কর্মকর্তা ও ৪ হাজার ২৪৬ সদস্যকে বিভিন্ন অপরাধে শাস্তির আওতায় আনা হয়েছে।

    র‍্যাব মহাপরিচালক বলেন, ৫ আগস্টের পর আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল। আনসার বাহিনীর সদস্যদের মধ্যে বিদ্রোহ, গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা, পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে র‍্যাব।

    তিনি আরও বলেন, আমি যতদিন দায়িত্ব পালন করবো ততদিন র‍্যাব গুম, খুনে জড়িত হবে না বলে নিশ্চয়তা দিচ্ছি।

  • চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার ইতালিয়ান ফটোগ্রাফার

    চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার ইতালিয়ান ফটোগ্রাফার

    ইতালিয়ান নাগরিক ও আন্তর্জাতিক ফটোগ্রাফার ক্রিস্টিনা জেমা ছিনতাইয়ের শিকার হয়েছেন চট্টগ্রাম নগরের কাজীর দেউরি এলাকায়। মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১১ টায় কোতোয়ালি থানার কাজীর দেউরি ১ নম্বর গলির মুখে এ ঘটনা ঘটে।

    সম্প্রতি আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে ক্রিস্টিনা জেমা এর তোলা ছবির প্রদর্শনী সম্পন্ন হয়।

    ক্রিস্টিনা জেমা পুলিশকে জানিয়েছেন, তিনি এবং তাঁর দুই বন্ধু শিল্পকলা একাডেমি থেকে জামালখান যাচ্ছিলেন। পথে এটিএম বুথ থেকে ত্রিশ হাজার টাকা উত্তোলন করেছেন। ব্যাগে সেই ত্রিশ হাজার টাকা, মোবাইল এবং ক্যামেরা ছিল। কাজীর দেউরি ১ নম্বর গলির মুখে সিএনজি যোগে আসা ছিনতাইকারিরা তাঁর গা ঘেঁষে সিএনজির গতি কমিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম ওবায়েদুল হক বলেন, বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। খুব সহসা ছিনতাইকারীদের গ্রেফতার করার আশা রাখছি।

  • হাতকড়া পরিয়ে চোখ বেঁধে ছিনতাই করেন ২ এসআই

    হাতকড়া পরিয়ে চোখ বেঁধে ছিনতাই করেন ২ এসআই

    রাজধানীর শাহ আলী থানায় কর্মরত ছিলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) তুহিন কাজী ও মশিউর রহমান তাপস। সাধারণের বন্ধু বলে পুলিশ বিবেচিত হলেও এ দুজন ছিলেন উল্টো।তারা ছিনতাই করতেন। এমনই এক অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তুহিন-তাপস ছিনতাই করতেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে।

    মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেরে বাংলা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

    মো. শাহাদাৎ সরদার নামে এক ভুক্তভোগীর মামলায় এসআই তুহিন ও তাপস গ্রেপ্তার হন।

    শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, দুজন পুলিশ সদস্য যারা আসামি, তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আমি আর কিছুই বলতে পারব না। ডিসি স্যারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি সব বলতে পারবেন। এ বিষয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে।

    মামলার এজাহারে ভুক্তভোগী মো. শাহাদাৎ সরদার উল্লেখ করেন- গত শনিবার (৯ ডিসেম্বর) তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক ছোটভাইয়ের সঙ্গে দেখা করতে যান। ছোটভাইকে না পেয়ে একটি রিকশা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পান্থপথ রওনা করেন। আনুমানিক বিকেল সোয়া তিনটার দিকে শেরেবাংলা নগর থানার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন ভবনের কাছে পৌঁছলে একটি নীল রংয়ের প্রাইভেটকার তাকে বহনকারী রিকশাটির গতি রোধ করে।

    ওই গাড়ি থেকে তিনজন লোক নেমে ডিবি পরিচয় দিয়ে তাকে সেটিতে তুলে নেন। প্রাইভেটকারে তুলে তাকে হাতকড়া পরিয়ে কালো কাপড় দিয়ে চোখ-মুখ বেধে ফেলে।

    শাহদাৎ বলেন, তারা আমার প্যান্টের পকেট থেকে মানিব্যাগ, ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন নিয়ে নেয়। ফোনটিতে থাকা দুটি সিম খুলে আমাকে দিয়ে দেয়। আমার পকেটে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ছিল, সেগুলোও নিয়ে নেন ওই তিন ব্যক্তি। এরপর তারা আমাকে একটি বাসায় নিয়ে যায়। সেখানে আমার মানিব্যাগ থেকে ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড নেয়; পরে সেটির পিন দাবি করে। আমি পিন কোড দিকে অস্বীকার করলে তারা আমাকে এলাপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। আমি আমার জীবন রক্ষার্থে তাদের এটিএম কার্ডের পিন কোড বলে দিই।

    তিনি আরও বলেন, আসামিরা এটিএম বুথে গিয়ে কার্ডে থাকা টাকার পরিমাণ জেনে নেয়। পরে আমার ফোনে তারা নেক্সাস পে অ্যাপ ইন্সটল করে এর মাধ্যমে অ্যাকাউন্টের সব টাকা ট্রান্সফার করে নেয়। বিবাদীরা সিটি ব্যাংকের (১৫০২৪৯৯৫৪৩০০১) একটি অ্যাকাউন্টে পর্যায়ক্রমে ৩ লাখ ১০; ৩ লাখ ১০; ১ লাখ ৩৩ হাজার ১০ টাকা করে মোট ৭ লাখ ৩৩ হাজার ৩০ টাকা স্থানান্তর করে নেয়। তারা নগদ ও ব্যাংক মিলিয়ে মোট ৯ লাখ ১৯ হাজার ২৯ টাকা ছিনিয়ে নিয়েছে।

    শাহদাৎ জানান, আসামিরা একটি সাদা কাগজে তার কাছ থেকে সই রাখেন। তারপর আবার তাকে হাতকড়া পরিয়ে, চোখ-মুখ কালো কাপড় দিয়ে বেঁধে গাড়িতে তুলে নেন। রাত সাড়ে ৯টার দিকে তাকে মিরপুর-১ নম্বরের পাশের কোনো এলাকায় নামিয়ে দিয়ে চলে যায়। পরবর্তীতে তিনি তার বাড়ি ফিরে যান।

    শাহদাৎ পুলিশ সদস্যদের দ্বারা ছিনতাইয়ের শিকার হয়েছেন- এটি কীভাবে বুঝতে পারলেন সে ব্যাপারে স্পষ্ট কিছু তার বা পুলিশের কাছ থেকে জানা যায়নি। পুলিশই বা কীভাবে মামলার পর তুহিন ও তাপসকেই সনাক্ত ও গ্রেপ্তার করলো এ ব্যাপারেও কিছু পরিষ্কার নয়। শেরে বাংলা নগর থানার ওসি আহাদ আলীকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু তিনি বলেছেন, ‘বিষয়টি নিয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে। ’

    সমস্ত বিষয়ে জানতে ওসি আহাদের কথা মতো তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আজিমুল হকের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি কোনো সাড়া দেননি। বুধবার (২০ ডিসেম্বর) অসংখ্যবার তাকে কল করা হয়, তিনি রিসিভ করেননি। এমনকি ক্ষুদেবার্তা পাঠানো হলেও তিনি সেটির পাল্টা জবাব দেননি।

    যদিও মঙ্গলবার রাতে গণমাধ্যমে তিনি বলেছিলেন, নির্দিষ্ট মামলায় শাহ আলী থানার এসআই তুহিন ও তাপসকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত থাকার বিষয় প্রমাণ পাওয়া তাদের গ্রেপ্তার দেখানো হবে।

    এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত আমাদের প্রায় ২ লাখ দশ হাজার জনের পুলিশ বাহিনী। ২-৪ জন দুষ্টু লোকজন যে নেই কখনো অস্বীকার করি না। আমাদের মধ্যে অপরাধ প্রবণতার মানসিকতার লোক থাকতে পারে। তারা যখন অপরাধ করে সঙ্গে সঙ্গে আমরা তা ডিটেক্ট করতে পারি। মানুষ যখন অভিযোগ করে, সেটা যখন প্রমাণিত হয় তখন আমরা আমাদের সদস্যদের গ্রেপ্তার করতে বিন্দুমাত্র বিচলিত হই না। আমাদের সৌন্দর্য হচ্ছে, আমাদের সদস্যদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে বিচলিত হয় না।

    তিনি আরও বলেন, বাহিনীর সদস্য হওয়ার পরেও যদি কেউ উচ্ছৃঙ্খল আচরণ করে, অথবা ফৌজদারি কোনো অপরাধের সাথে যুক্ত হয়- তখন সে পুলিশ না সাধারণ মানুষ এটি বিবেচনা করার কোনো সুযোগ নাই। আমরা তখন তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করি। যদি আমাদের বাহিনী সদস্যও হয় অবশ্যই সে একজন অপরাধী। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ফৌজদারি ও ডিপার্টমেন্টাল সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। ফৌজদারি ব্যবস্থায় মামলা হবে, আসামি গ্রেপ্তার হবে ও বিচারের জন্য সোপর্দ হবে। সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং সেই ব্যবস্থা চলমান থাকবে।

  • চট্টগ্রামে ব্যবসায়ীর পৌনে দশ লাখ টাকা ছিনতাই, আহত ২

    চট্টগ্রামে ব্যবসায়ীর পৌনে দশ লাখ টাকা ছিনতাই, আহত ২

    চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দীন বাজারে এক মোবাইল ব্যবসায়ীর পৌনে দশ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুইজন আহত হন।

    রোববার (৯ জুলাই) দুপুর সাড়ে বারটার দিকে রয়েল টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।

    আহতরা হলেন- রিয়াজউদ্দিন বাজার রিদওয়ান কমপ্লেক্সে নূর এন্টারপ্রাইজের কর্মচারী মোরশেদ ও ত্রিদীপ বড়ুয়া।

    নূর এন্টারপ্রাইজের মালিক নূর মোহাম্মদ ইয়াছিন কবির বলেন, আমি শাওমি রেডমিসহ বিভিন্ন মোবাইলের ডিলার। রোববার দুপুর সাড়ে বারটার দিকে আমার প্রতিষ্ঠানের দুইজন কর্মচারী ৯ লাখ ৮০ হাজার টাকা নিয়ে সিটি ব্যাংকে যাওয়ার পথে রিয়াজউদ্দিন বাজার রয়েল টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হয়।

    ছিনতাইকারীরা কর্মচারীদের ছুরিকাঘাত করে টাকাগুলো নিয়ে গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
    আমি থানায় এসেছি।

    কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ঘটনাস্থলে কি হয়েছে সেটা তদন্ত করা হচ্ছে।

  • সীতাকুণ্ডে মাকে অচেতন করে ১৪ দিন বয়সী শিশু ছিনতাই

    সীতাকুণ্ডে মাকে অচেতন করে ১৪ দিন বয়সী শিশু ছিনতাই

    মাত্র ১৪ দিন বয়সী শিশু পুত্রকে ডাক্তার দেখাতে গিয়ে গাড়ির জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন মা জেনি আক্তার। এসময় একটি সিএনজি অটোরিকশা এসে দাঁড়ায় তার সামনে।

    গাড়িটিতে উঠে দেখেন সেখানে এক নারী। সীতাকুণ্ডের জোড় আমতল থেকে ভাটিয়ারী যাওয়ার পথে ঔই নারী জেনি আক্তারের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আপনার বাচ্চাটাতো সুন্দর, একথা শুনার পর আর কিছু মনে নাই জেনি আক্তারের।

    এরপর জেনি আক্তারকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বাচ্চা নিয়ে চম্পট ওই নারী। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার ভাটিয়ারী এলাকায়। এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

    উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএম ডিপুর পূর্ব পার্শ্বে মোল্লাপাড়া গ্রামের ইয়াসিনের স্ত্রী জেনি আক্তার বলেন, আমি সকালে আমার ১৪ দিন বয়সের শিশু পুত্রকে ডাক্তার দেখাতে নিয়ে যায় উপজেলার জোড়ামতল এলাকায়।

    ওই সময় ডাক্তারের সাক্ষাত না পেয়ে ভাটিয়ারীতে যাওয়ার জন্যে রাস্তায় দাঁড়ালে আমার সামনে একটি সিএনজি অটোরিকশা এসে দাঁড়ায়। চালক কোথায় যাবো জিজ্ঞেস করলে আমি ভাটিয়ারী যাবো বলে ওই গাড়িতে উঠে দেখি সেখানে এক নারী বসা।

    কিছু দুর যাওয়ার পর ওই নারী আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আপনার বাচ্চাটাতো সুন্দর আছে আমাকে একটু দেন দেখি। মাথায় হাত লাগানোে পর থেকে আমার মাথা ঘুরতে থাকে। আমি তার দিকে থাকিয়ে আছি কিন্তু কোন কথা বলার আর শক্তি পাচ্ছিনা।

    ভাটিয়ারী শহীদ মিনারের সামনে আসার পর আমাকে বলেছে আপনি গাড়ি থেকে নামুন বাচ্চা দিচ্ছি। আমি গাড়ি থেকে নামা মাত্রই গাড়িটি চলে যায়।

    আমাকে চেতনানাশক ঔষধ লাগিয়ে আমার শিশুকে নিয়ে পালিয়ে যায় ওই নারী ছিনতাইকারী। কিছুক্ষণ পর আমি স্বাভাবিক জ্ঞানে ফিরলে আমার সন্তানকে খুঁজতে থাকি। এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানায় জেনি আক্তার বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।

    ২৪ ঘন্টা/Rsp

  • সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার প্রথমদিনে পূণ্যার্থীরা গণহারে ছিনতাইয়ের শিকার

    সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার প্রথমদিনে পূণ্যার্থীরা গণহারে ছিনতাইয়ের শিকার

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলার প্রথম দিনে গণহারেে ছিনতাইয়ের শিকার ও ছিনতাইকারীর হামলার শিকার হয়েছে পূণ্যার্থীরা।

    বৃহস্পতিবার(১১ মার্চ) থেকে সনাতন ধর্মাবলম্বীদর ঐতিহ্যবাহী শিব চতুর্দশী শুরু হয়। প্রথম দিনে দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক পূর্ণাথীর আগমন ঘটে। এতে গণহারে ছিনতাইয়ের শিকার হয়েছে একাধিক ভক্ত। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে টিপু দত্ত নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

    রাউজানর দেওয়ানপুর থেকে আসা দর্শনার্থী শিমুল, মাইকল, বিপ্লব ও টিপু জানান, তারা ১০ জনের একটি দল তীর্থ দর্শনে আসন। এর মধ্যে ৫ জন পাহাড়ের ভেতর গেলে অস্ত্রধারী ডাকাতরা তাদের ৩৫শ টাকা, ২টি মােবাইলসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত ও মারধর আহত করে। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন টিপু দত্ত (২২)। আশংকাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    অন্যদিক সুনামগঞ্জ থেকে আসা অনুপ্রাই নামর এক যুবক থেকে মোবাইল নিয়ে গেছে পকেটমাররা। চার পকেটমারকে আটক করেছে পুলিশ।

    এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, চার ছিনতায়কারীকে আটক করা হয়েছে। মেলায় বিপুল সংখ্যাক আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • বোয়ালখালীতে লাশবাহী এ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে ছিনতাই!

    বোয়ালখালীতে লাশবাহী এ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে ছিনতাই!

    বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লাশবাহী এ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    সোমবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার কধুরখীল খোকার দোকান এলাকায় এ ঘটনা ঘটেছে।

    বিষয়টি নিশ্চিত করে চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাদ্দাম জানান, পশ্চিম চরণদ্বীপ মাহবুব চেয়ারম্যান বাড়ীর তোফায়েল আহমেদের ছেলে মো.ইলিয়াস (৫৫) নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে মারা যান। এরপর তার লাশ এ্যাম্বুলেন্সে করে পশ্চিম চরণদ্বীপ নিয়ে আসার পথে কধুরখীল খোকার দোকান এলাকায় একটি টেম্পু সড়কে আড়াআড়িভাবে দেখে এ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে যায়। এসময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এ্যাম্বুলেন্সে বসা মো.ইলিয়াসের স্ত্রী, মেয়ে ও নিকট আত্মীয়দের স্বর্ণালংকার, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।

    তিনি বলেন, সোমবার দুপুর ২টায় মরহুম মো.ইলিয়াসের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

    ছিনতাইয়ের শিকার তাসনিয়া সুলতানা সুইটি জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে তার বাবা (মুহাম্মদ ইলিয়াস) মারা যান। তাকে একটি এ্যাম্বুলেন্স করে বাড়িতে নিয়ে আসার পথে একটি সিএনজি টেম্পু কধুরখীল খোকার দোকান এলাকায় এ্যাম্বুলেন্সের গতিরোধ করে। মুখে রুমাল বাঁধা ৭জন ব্যক্তি সিএনজি টেম্পু থেকে নেমে এ্যাম্বুলেন্সের দরজা ধাক্কাতে থাকে এক পর্যায়ে দরজা খুলে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

    এ বিষয়ে কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আজম শেফু বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। বিষয়টি শোনার পর থেকে গ্রাম্য পুলিশ ও মেম্বার দিয়ে ঘটনা সত্য উৎঘাটন করার চেষ্টা করছি।

    এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল করিম জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    ২৪ ঘণ্টা/পূজন

  • চট্টগ্রামের কোতোয়ালীতে পেশাদার ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেফতার

    চট্টগ্রামের কোতোয়ালীতে পেশাদার ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেফতার

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন সংলগ্ন গনশৌচাগারের সামনে থেকে পেশাদার ছিনতাই চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ২টার সময় ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১টি অস্ত্র সদৃশ্য খেলনা পিস্তল, ৬ টি টিপ ছোরা ও ১টি চাপাতির তথ্য দিয়েছে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলো- মো. বদিউল আলম প্রকাশ বদি (২৬), মো.মামুন (২২), মেহেদী হাসান (২৩), মো. সোহেল (২৫), মো. তারেক (২৭), আসিফ হোসেন প্রকাশ সাকিব (২০), রিপন দত্ত (২০) ও জুয়েল দাশ (২৬)।

    গ্রেফতারকৃত ৮ নই পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি বলেন, এরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে নগরীর রেল স্টেশন সংলগ্ন এলাকা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকায় পথচারিকে আটকে ভয় দেখিয়ে ছিনতাই করে আসছে।

    মধ্যরাতে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন গোপন তথ্য পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দেশিয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ওসি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বদেউল আলমের বিরুদ্ধে ৩ টি, মো.মামুনের বিরুদ্ধে ২টি, জুয়েলের বিরুদ্ধে ১টি, আসিফ হোসেনের বিরুদ্ধে ৩টি ও রিপন দত্তের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। মামলাগুলোর অধিকাংশই মাদক ও অস্ত্র মামলা। তাদের প্রত্যেককে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি মহসিন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • বোয়ালখালীতে দিনেদুপুরে গ্রামীণ ব্যাংক কর্মচারীর টাকা ছিনতাই!

    বোয়ালখালীতে দিনেদুপুরে গ্রামীণ ব্যাংক কর্মচারীর টাকা ছিনতাই!

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে দিনেদুপুরে অভিনব কায়দায় গ্রামীণ ব্যাংক কর্মচারীর টাকা ছিনতাই করে নিয়ে গেছে সিএনজি চালিত অটোরিকশা চালক।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চাঁদারহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

    ছিনতাইয়ের শিকার এনজিও সংস্থা গ্রামীণ ব্যাংক গোমদণ্ডী শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক নার্গিস আক্তার জানান, উপজেলার চাঁদারপাড়া থেকে ক্ষুদ্র ঋণ আদায় করে হেঁটে চাঁদারহাট সড়কে আসলে দ্রুত গতির একটি সিএনজি চালিত অটোরিকশা চাপা দেওয়ার চেষ্টা করে।

    এসময় সরে দাঁড়াতে গিয়ে সড়ক ধারে পড়ে গেলে অটোরিকশা চালক সহযোগিতার ভান করে সাথে থাকা ব্যাগ নিয়ে অটোরিকশা চালিয়ে পালিয়ে যায়। ব্যাগে আদায়কৃত ঋণের ৯১ হাজার ২৮৫ টাকা, ব্যক্তিগত মোবাইল ও অন্যান্য জরুরি কাগজপত্র ছিলো।

    বিষয়টি নিশ্চিত করে গ্রামীণ ব্যাংকের গোমদণ্ডী শাখার ম্যানেজার লিপি রাণী দাশ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় মামলা দায়ের করা হচ্ছে।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, অভিনব কায়দায় এ ঘটনা ঘটেছে। দায়ী অটোরিকশা চালককে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সালাম দিয়ে থামিয়ে চাকু দেখিয়ে ছিনতাই

    সালাম দিয়ে থামিয়ে চাকু দেখিয়ে ছিনতাই

    ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৪২ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

    আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।

    তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিরা ছিনতাইকারী ও সালাম পার্টি দলের সক্রিয় সদস্য। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৭৪টি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন, একটি ট্যাব ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১৩টি ছুরি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।

    ডিবির এই কর্মকর্তা জানান, এই চক্রের সদস্যরা রাজধানীর সাতরাস্তা, নাবিস্কো, মহাখালী বাস টার্মিনাল, মহাখালী রেলক্রসিং, বনানী, গুলশান-১, গুলশান লিংক রোড, রামপুরা ব্রীজ, ধানমন্ডি, বংশাল, চকবাজার, কলাবাগান, গুলিস্তান, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় গলিপথগুলোতে যাতায়াতকারী রিকশা বা পায়ে হাঁটা যাত্রীদের ছুরি দেখিয়ে সর্বস্ব ছিনতাই করে।

    এ জন্য তারা তাদের সুবিধামত কোনো স্থানে রিকশার যাত্রী অথবা পথচারীদের ‘সালাম’ দেয়। এমনভাবে সালাম দেয় যেন তারা পরস্পর পরস্পরের পূর্ব পরিচিত। সালাম পেয়ে ওই পথচারী থামলে তারা কাছে গিয়ে চাকু দেখিয়ে ও ভয় দেখিয়ে সর্বস্ব কেড়ে নেয়।

    আব্দুল বাতেন জানান, ছিনতাইকৃত মোবাইলগুলো তারা মোবাইল পার্টসের দোকানে বিক্রি করেন। ধরা পড়া ঠেকাতে দোকানদাররা এসব চোরাই মোবাইল কিনে ঠিকই, কিন্তু মোবাইল বিক্রি করে না। তারা চোরাই মোবাইলের ক্ষুদ্র যন্ত্রাংশ বিক্রি করে। এমনকি দোকানিরা মোবাইলের মাদারবোর্ড ও আইএমইআই নম্বর পাওয়া যাবে এমন পার্টসও বিক্রি করে না।

    বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে এ চক্রগুলোর সন্ধান পায় ডিবি। এর সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সীতাকুণ্ডে পুলিশ পরিচয়ে ব্যাবসায়ীর টাকা ছিনতাই,আটক ৩

    সীতাকুণ্ডে পুলিশ পরিচয়ে ব্যাবসায়ীর টাকা ছিনতাই,আটক ৩

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরায় পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে নগদ ৩৭ হাজার ৫০০ শত টাকা ছিনিয়ে নিয়েছে একটি চাঁদাবাজ চক্র। এঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

    আটককৃত ছিনতাইকারীরা হল আকাশ (প্রকাশ সুমন ৩২) জেবল হোসেন (৩০) মোশারফ হোসেন (৩০)। তাদের বাড়ি বাড়বকুণ্ড ও উপজেলার মুরাদপুর এবং একই ইউনিয়নের গুপ্তাখালী এলাকায়। ছিনতাইয়ের শিকার আহত ফল ব্যবসায়ী জানে আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

    মামলা সূত্রে জানা যায়, গত ১০ডিসেম্বর সন্ধা ৭টার দিকে বড় কুমিরা বাজারের ফল ব্যবসায়ী মোঃ জানে আলমের দোকানে গিয়ে মোশারফ ও তার সাথে থাকা একটি ছিনতাইকারী চক্র নিজেদেরকে সীতাকুণ্ড থানার পুলিশ পরিচয় দিয়ে তার নামে ওয়ারেন্ট আছে বলে তাকে জোরপূর্বক একটি সিএনজি টেক্সিতে তোলে নেয়। পরে কিছুদূর গিয়ে তাকে এলোপাতারি রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে দেয়।

    এসময় তার সাথে থাকা ৩৭ হাজার ৫০০ শত টাকা ছিনিয়ে নেয় পুলিশ পরিচয়ের ছিনতাইকারীরা।

    এ ব্যাপারে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন মোল্লা বলেন, ছিনতাইকারীরা নিজেদের সীতাকুণ্ড থানার পুলিশ পরিচয় দিয়ে এক ফল ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার দায়ে মঙ্গলবার ফল ব্যবসায়ী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করলে তিন ছিনতাইকারীকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়।

  • ওরা ১৫ জন প্রশিক্ষিত ছিনতাইকারী : পুলিশকে দেখালো ৩০ সেকেন্ডে ছিনতাইয়ের কৌশল!

    ওরা ১৫ জন প্রশিক্ষিত ছিনতাইকারী : পুলিশকে দেখালো ৩০ সেকেন্ডে ছিনতাইয়ের কৌশল!

    রাজীব সেন প্রিন্স : ওরা ১৫ জন, অধিকাংশই পথশিশু তবে এরা সবাই সংঘবদ্ধ প্রশিক্ষিত ছিনতাইকারী। ১৫ সদস্যের সংঘবদ্ধ এ ছিনতাইকারী গ্রুপের মধ্যে ১২ জনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় রয়েছে একাধিক চুরি ও ছিনতাই মামলা।

    মূলত হাত খরচের টাকা ও যাদের বয়স কম তাদের মাঝে পড়ালেখার আগ্রহ সৃষ্টি করে পড়াশুনার খরচ বাবদ সামান্য কিছু অর্থ প্রদান করে এদেরকে মোবাইল ছিনতাই কাজে উৎসাহ প্রদান করছে নগরীর চট্টগ্রাম রেল স্টেশনসহ বিভিন্ন পয়েন্টে ভাসমান কয়েকজন মোবাইল বিক্রেতা।

    রবিবার মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশনসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ এ ছিনতাইকারী চক্রটির ১৫ সদস্যকেই গ্রেফতার করতে সক্ষম হয় কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২টি চোরাই মোবাইল সেট ও ৪টি ছোড়া উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, ছিনতাইকারী গ্রুপটির হাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন এমন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিষয়টি শেয়ার করেছে। এমন কয়েকটি ঘটনা অনুসন্ধান করতে গিয়ে ছিনতাইকারী চক্রটির গ্রুপ লিডার রাব্বি আল আহম্মদ (২০)সহ ১৫ জনকে গ্রেফতার করা হয়।

    এ গ্রুপের গ্রেফতার অপর সদস্যরা হলেন, মো. মামুন (২৯), মো. সোহাগ (২৬), জয় বড়ুয়া প্রকাশ আব্দুল (১৮), মো. আজিম প্রকাশ আজম (২২), দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩৭), মো. মামুন (১৮), মো. আল আমিন শেখ (২১), মো. রুবেল (৩০), মো. বশির (২৫), মো. মিন্টু (৩০), মো. শাহাদাত হোসেন বাবু (২৮), জয়নাল আবেদীন (১৯), মো. জহির (২৮) ও লেদু প্রকাশ আলাউদ্দিন প্রকাশ হাসান (৩০)।

    গ্রেফতারের পর সোমবার সকালে নগরীর মোমিন রোডে সিএমপির দক্ষিণ বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

    তিনি জানান, গ্রেফতারকৃতরা ছিনতাইকাজে প্রশিক্ষিত। যাত্রীবাহি বাসে উঠে যাত্রীর গা ঘেঁষে দাড়িয়ে মাত্র ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যেই তার পকেট থেকে মোবাইল হাওয়া করে দেওয়ার মতো যাদুকরী কৌশল এরা রপ্ত করেছে। তাছাড়া কোন নারী পথচারীকে একা পেলে মুহুর্ত্বের মধ্যে ওই নারীর আশে পাশে জটলা পাঁকিয়ে এক মিনিটের মধ্যেই তার ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ছিনতাই চম্পট দিতেও এরা বেশ পারদর্শী।

    নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান মোবাইল ছিনতাইয়ের শিকার ব্যাক্তিদের উদ্দ্যেশে বলেন, ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে মোবাইল চুরির অভিযোগে সরাসরি থানায় এসে অভিযোগ দায়ের করলে মোবাইলটি উদ্ধারে এবং ছিনতাইকারীদের গ্রেফতার করতে সহজ হয়।

    সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফসহ অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকল পুলিশ কর্মকর্তাদের সামনে গ্রেফতারকৃত ছিনতাইকারীরা দেখালেন কি কি পন্থায় তারা মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ছিনতাই করে থাকেন।

    চলন্ত বাস বা মার্কেটে কৃত্রিম ভিড় তৈরি করে পকেট থেকে মোবাইল সরিয়ে নেয়া, ছোঁ মেরে মোবাইল বা ব্যাগ ছিনিয়ে নেয়া এবং ছোঁরার ভয় দেখিয়ে খুব কম সময়ে ছিনতাইয়ের কয়েকটি কৌশল তারা উপস্তিত পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী দেখান।

    গ্রেফতার ছিনতাইকারী চক্রটির কয়েকজন সদস্যের সাথে কথা বলে জানা যায়, পুরাতন রেলস্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, কাইয়ুম, বদি ও বদির বোন লাকি, আব্দুল জলিল এবং আব্দুস শুক্কুরের মতো আরো বেশ কয়েকজন ভাসমান মোবাইল বিক্রেতার আশ্রয়-প্রশ্রয়ে এসব ছিনতাইকারীরা ছিনতাই করে থাকে।

    তারা নগরীর বিভিন্ন পয়েন্টে ৪-৫ জন করে গ্রুপ ভিত্তিক ভাগ হয়ে যাত্রী ও সাধারণ পথচারীকে টার্গেট করে তাদের শিকারে পরিণত করে। পরে ছিনতাইকৃত মোবাইলগুলো তাদের আশ্রয় প্রশ্রয়দাতা ভাসমান মোবাইল বিক্রেতাদের হাতে তুলে দেন। বিনিময়ে তারা সামান্য ৩ থেকে ৫শ টাকা হাত খরচ হিসেবে তুলে দেন। তাছাড়া যারা খুব অল্প বয়সী তাদেরকে পড়াশুনার জন্য কিছু টাকা দেন ছিনতাইয়ের নির্দেশদাতারা।

    কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, রবিবার রাতে গ্রেফতার ছিনতাইকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ৩-৪ গ্রুপে ভাগ হয়ে চুরি-ছিনতাই কাজে জড়িয়ে পড়ে। প্রত্যেকটা গ্রুপের টার্গেট থাকে দিনে অন্তত একটি করে মোবাইল ছিনতাই্ করা। সে টার্গেট নিয়ে তারা জনাকীর্ণ স্থান ও জনগণের ভিড় যে এলাকায় বেশি সেই স্থানকেই তারা বেঁচে নেন।

    বিশেষ করে এই নগরীর ইপিজেড, কাস্টমস, বন্দর, দেওয়ানহাট, লালখান বাজার, জিইসি মোড় ২নং গেইট, মুরাদপুর, বহদ্দারহাট, আন্দরকিল্লা, টেরিবাজার, নিউমার্কেট ও নতুন রেল স্টেশনসহ নগরের জনহুল স্থানগুলোতে সুযোগ বুঝে মাত্র ৩০ সেকেন্ড থেকে ১-২ মিনিটের মধ্যেই তারা পথচারী ও যাত্রীর মোবাইল ছিনতাই করে সটকে পড়েন।

    ওসি বলেন, রেলস্টেশনের আশপাশের এলাকায় গড়ে উঠা ভাসমান মোবাইল দোকানদারদের আশ্রয় প্রশ্রয়ে তারা ছিনতাইকাজে জড়িয়ে পড়েন। কয়েকটি মোবাইল চুরির ঘটনার সূত্র ধরে রবিবার রাতভর অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়।

    ওসি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রাব্বি আল আহম্মদের বিরুদ্ধে ৫টি, মামুনের বিরুদ্ধে তিনটি, সোহাগের বিরুদ্ধে দুইটি, জয় বড়ুয়ার বিরুদ্ধে চারটি, আজিমের বিরুদ্ধে ১০টি, দেলোয়ারের বিরুদ্ধে আটটি, আল আমিনের বিরুদ্ধে একটি ও বশিরের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

    তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে এ ছিনতাইকারী চক্রের আশ্রয় প্রশ্রয়দাতাসহ সকলকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।