Tag: ছিনতাইকারী

  • ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

    ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

    রাজধানীর ফার্মগেট মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদারের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

    তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, নিহত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি শেরপুর থেকে কাজে যোগ দিতে তেজগাঁও রেল স্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

    তিনি আরও বলেন, এ ঘটনার পেছনে কী কারণ রয়েছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলমান রয়েছে।

     

  • চট্টগ্রামে ধর্ষণচেষ্টায় ব্যবহৃত সেই বাসে এবার ছিনতাই, গ্রেপ্তার ২

    চট্টগ্রামে ধর্ষণচেষ্টায় ব্যবহৃত সেই বাসে এবার ছিনতাই, গ্রেপ্তার ২

    চট্টগ্রামে ধর্ষণচেষ্টায় ব্যবহৃত বাসে এবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ১৯ মে একই বাসে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টা করলে তিনি লাফ দিয়ে নেমে যান। ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন গিয়াস উদ্দিন নয়ন (২১) ও সীমান্ত দত্ত (২১)।

    বৃহস্পতিবার (২ জুন) সকালে চান্দগাঁও এলাকা থেকে ছিনতাইয়ে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করেন ভুক্তভোগী পলাশ কান্তি দে।

    অভিযোগপত্রে বলা হয়, ২০ মে ইপিজেড থানার ফ্রি-পোর্ট থেকে সিটি সার্ভিস বাসে উঠেন পলাশ। পরে নিমতলা বিশ্বরোড মোড়ে পৌঁছে বাসের ড্রাইভারকে নামিয়ে দেওয়ার জন্য বলে। কিন্তু বাসের ড্রাইভার হালিশহর থানার বড়পোল মোড়ে নামিয়ে দিবে বলে বড়পোলের দিকে রওয়ানা দেয়। এসময় বাসের ড্রাইভারসহ যাত্রী বেশে বাসে থাকা অন্য ৩ জন ছিনতাইকারী ভিকটিম পলাশকে ছুরিকাঘাত করে নগদ ১০ হাজার টাকা, ২টি মোবাইল এবং বিকাশে থাকা ৪০ হাজার ৮০০ টাকা তুলে নিয়ে যায়। পরে রাত সাড়ে তিনটার দিকে পলাশকে লালখান বাজার ফ্লাইওভারের উপর নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। এরপর তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে ১ জুন বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

    বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর মজুমদার বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে বৃহস্পতিবার সকালে দু’জনকে চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকলিয়ায় চলন্ত বাসে ধর্ষণ চেষ্টায় ব্যবহৃত বাসটি এই ছিনতাইয়ের ঘটনায়ও ব্যবহার করা হয়েছে। গাড়িটির নিয়মিত চালক গ্রেপ্তার মো. গিয়াস উদ্দিন নয়ন। তিনি বাসটি রাতে সহযোগী আসামিদের কাছে ভাড়া দিতেন। আর আসামিরা শহরের বিভিন্ন স্থানে চলন্ত বাসে ছিনতাই কার্যক্রম চালাত।

    পুলিশ জানায়, বাসটির পেছনে নম্বরপ্লেট নেই। সামনের নম্বরপ্লেটটিও বাম্পারে আড়ালে ঢেকে আছে। ১৯ মে নগরের বাকলিয়া রাহাত্তারপুল এলাকায় এই বাসেই চলন্ত অবস্থায় এক পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে চালককে ঘুষি দিয়ে লাফ দিয়ে পড়েন তিনি। ছয় দিন পর জ্ঞান ফিরলে পুলিশকে ঘটনার বিস্তারিত জানান তিনি। পরে পুলিশ অভিযান চালিয়ে ২৫ মে রাতে হাটহাজারীর কুয়াইশ এলাকা থেকে বাসচালক আনোয়ার হোসেন এবং তার সহকারী জনি দাসকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে জব্দ করা হয় ঘটনায় ব্যবহার করা বাসটি। ২২ মে রাতে পাহাড়তলী থানার অলংকার মোড়ে ছিনতাইয়েও বাসটি ব্যবহার করা হয়েছিল।

  • চট্টগ্রামে মোবাইল ছিনতাইকারীকে হাতে-নাতে ধরল ট্রাফিক পুলিশ

    চট্টগ্রামে মোবাইল ছিনতাইকারীকে হাতে-নাতে ধরল ট্রাফিক পুলিশ

    চট্টগ্রাম মহানগরীর দুই নাম্বার গেইটে পুলিশ বক্সের সামনে থেকে বাসযাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে ট্রাফিক পুলিশ।

    আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক ছিনাতাইকারীর নাম মোহাম্মদ ইকবাল (৩২)। সে পাহাড়তলীর পানিরকল বউবাজার এলাকার আব্দুর রহমানের পুত্র। এ ঘটনায় ছিনতাইকারীর সাথে ধস্তাধস্তিতে পাঁচলাইশ ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) মো. মঞ্জুর হোসেন ও রেকার আলমগীর আহত হয়েছেন।

    ঘটনার সত্য নিশ্চিত করে টিআই মঞ্জুর হোসেন বলেন, আগ্রাবাদগামী একটি বাসে ওঠার জন্য সকালে দুই নাম্বার গেইটে অপেক্ষা করছিলেন জাহিদুল ইসলাম (২০) নামে এক যাত্রী।

    এ সময় ছিনতাইকারী মোহাম্মদ ইকবাল যাত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় ইকবালকে আমর হাতেনাতে ধরে ফেলি। এ সময় সে আমি ও আমার রেকার আলমগীরকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আমার হাতে ও আলমগীরের পায়ে আঘাতপ্রাপ্ত হয়।

    পরবর্তীতে পাঁচলাইশ থানায় খবর দেওয়া হলে এসআই এনামুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাইকৃত মোবাইলসহ ছিনতাইকারীকে ধরে নিয়ে যায়। একইসাথে চোরাইকৃত মোবাইল মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

  • ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাঁশখালীতে মুরগী ব্যবসায়ির মৃত্যু

    ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাঁশখালীতে মুরগী ব্যবসায়ির মৃত্যু

    ২৪ ঘন্টায় চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. নুরুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে।

    গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) রাতে ব্যাসা প্রতিষ্ঠান বন্ধ করে পায়ে হেঁটে নিজ বাড়িতে যাওয়ার পথে খুনের ঘটনাটি ঘটে।

    নিহত নুরুল ইসলাম উপজেলার চাম্বল বাজার এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি ওই বাজারে মুরগী ও ডিমের ব্যবসা করতেন বলে জানা গেছে।

    জানা যায়, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে কয়েকজন ছিনতাইকারী তার পথ আগলে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তিনি বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে তার সাথে থাকা ব্যবসার নগদ ৩ লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

    পরে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়িকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি সফিউল কবীর। তিনি বলেন, হত্যাকারীদের চিহ্নিত করার লক্ষ্যে থানা পুলিশের তৎপরতা চলছে। খুব শীঘ্রই হত্যাকারীদের গ্রেফতার করা হবে বললেন ওসি।

    ২৪ ঘন্টা/প্রিন্স

  • কোতোয়ালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইয়ের অভিযোগে যুবক আটক

    কোতোয়ালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইয়ের অভিযোগে যুবক আটক

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ি এবং ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত ১০ টা থেকে ১১টার মধ্যে পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করা হয়।

    পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১০টা দিকে নিউমার্কেট মোড় থেকে ছিনতাইয়ের অভিযোগে মো. জুয়েল ওরফে মামা জুয়েল (২২) নামে এক যুবককে আটক করা হয়। জুয়েল চাঁদপুর সদর থানার বোগলতলী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

    তার কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল উদ্ধার করে মোবাইলটির প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। পরে আটক জুয়েলের বিরুদ্ধে মোবাইল ছিনতাইয়ের শিকার ওই ব্যাক্তি বাদী হয়ে একটি ছিনতাই মামলা দায়ের করেছে জানায় পুলিশ।

    এদিকে একইদিন রাত ১১টার দিকে নগরীর আন্দরকিল্লা ব্যাংক এশিয়ার সামনে থেকে এক হাজার ৭শ ৫০ পিস ইয়াবাসহ মো. হোসেন (২৬) নামে অপর এক যুবককে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। আটক হোসেন টেকনাফের পুরান পল্লানপাড়া গ্রামের মনতাজ ইসলামের ছেলে।

    পৃথক অভিযানে দুজনকেেআটকের তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি বলেন, ইয়াবাসহ আটক মো. হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

    তাছাড়া এক ভুক্তভোগীর মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক জুয়েলের বিরুদ্ধে থানায় একটি ছিনতাই মামলা করা হয়েছে বলে জানায় ওসি মহসীন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • কোতোয়ালিতে ২০২ মোবাইলসহ আটক ১১ চোর ও ছিনতাইকারী

    কোতোয়ালিতে ২০২ মোবাইলসহ আটক ১১ চোর ও ছিনতাইকারী

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১জনকে আটক করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই শতাধিক চোরাই মোবাইল সেট।

    গতকাল বুধবার দিনব্যাপী সিরিজ অভিযান পরিচালনা করে এসব মোবাইল চোর ও ছিনতাইকারীদের আটক করে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মোবাইলগুলো নগরীর বিভিন্ন বাসা বাড়ি থেকে, যানজট ও নানান অনুষ্ঠানের ভিড়ে সাধারণ মানুষের প্যান্টের পকেট থেকে, চলমান গাড়ির জানালা থেকে ছোঁ মেরে এবং ছিনতাই করেছে আটককৃতরা।

    আটককৃতরা হলেন- রাজিব হোসেন (২৭), মো. শাহ আলম (৩০), শাকিল (২৪), মহিউদ্দিন (২৭), ইয়াকুব হোসেন সাইমুন (১৯), মো. শাহাদাত (২২), মো. সাজ্জাদ (২২), মিজানুর রহমান রাকিব (২০), দুলাল (২০), রবিন (২৩) ও মো. ফজলুল করিম (৩৫)।

    আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় নগরীর কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ।

    তিনি বলেন, নগরীর পুরাতন রেল স্টেশন থেকে প্রথমে ২ মোবাইল চোরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেওয়া তথ্যমতে বুধবার দিনব্যাপী সিরিজ অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানা পুলিশের কয়েকটি টিম।

    পুরাতন রেল স্টেশন, নতুন রেল স্টেশন ও নিউমার্কেট এলাকায় এসব সিরিজ অভিযান পরিচালিত হয়। মোট ১১জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোট ২০২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চট্টগ্রাম শহরে চোরাই মোবাইল বিক্রির সঙ্গে ৫০ জন ব্যবসায়ী জড়িত থাকার তথ্য দিয়েছে। তাছাড়া মোবাইল চুরিতে অন্তত এক ডজনের চাইতেও বেশি গ্রুপ পুরো চট্টগ্রাম শহরজুড়ে সক্রিয় রয়েছে বলেও তারা জানিয়েছে।

    কোতোয়ালি থানার ওসি মো. মহসীন বলেন, আটককৃতরা সকলেই নগরীর বিভিন্ন পয়েন্টে চুরি ছিনতাইয়ের সাথে জড়িত। জিজ্ঞাসাবাদে তারা মোবাই চুরি ও ছিনতাইয়ের বেশ কয়েকটি কৌশল পুলিশকে জানায় এবং এসব কাজে জড়িত থাকা অনেকের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

    তাদের দেওয়া তথ্যগুলো যাচাই এবং এসব চক্রে জড়িত অপরাধীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে অভিযান চালানো হবে বললেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

    সংবাদ সম্মেলনে কোতেয়ালী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমাও উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • লক্ষ্মীপুরে জনতার হাতে ৮ ছিনতাইকারী ধৃত

    লক্ষ্মীপুরে জনতার হাতে ৮ ছিনতাইকারী ধৃত

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধির:লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিন হামছাদী থেকে ছিনতাইকালে ৮ ছিনতাইকারীকে আটক করেছে সদর থানা পুলিশ।

    বৃহস্পতিবার ভোররাতে ২নং দক্ষিন হামছাদী ইউনিয়নের পালেরহাট উত্তর বাজারের ঈদগাহ সামনে থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলো, ফারুক হোসেন (২০), শরীফ হোসেন (২০), নাহিদ হোসেন (১৯), আরিফ হোসেন বাবু (১৯), মোঃ তুষার ইমরান (২০), মোঃ শাওন (২১), শাফায়েত হোসেন (২০) ও মোঃ সোহেল হোসেন (২০)। তারা সবার বাড়ি ২নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।

    জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার সমিতির হাট এলাকার এক যুবক ঢাকা থেকে বাড়িরে উদ্দেশ্যে যাচ্ছিল। পালেরহাট নামক এলাকায় পৌছলে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার উপর হামলা চালায় এবং তার সঙ্গে থাকা জিনিসপত্র ছিনতাই করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে ছিনতাইকারীদের আটক করে।

    পরে পুলিশকে খবর দিলে তারা এসে ছিনতাইকারীদের থানায় নিয়ে আসে।

    এ ঘটনায় লক্ষীপুর সদর থানায় মামলা হয়েছে। মামলা নং-১১, তারিখ-১১/০৬/২০২০খ্রি, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সং/২০১৮ সনের ৪(১)।

    সদর থানার অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সাংবাদিকের মোবাইল ও টাকা লুট করে গ্রেফতার হল ৪ ছিনতাইকারী

    সাংবাদিকের মোবাইল ও টাকা লুট করে গ্রেফতার হল ৪ ছিনতাইকারী

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বাকলিয়া রসূলবাগ আবাসিক এলাকায় এক সাংবাদিকের টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পেশাদার ছিনতাইকারীরা। শনিবার (২১ মার্চ) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই ঘটনাটির সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।

    এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, মোবাইল ফোন ছাড়াও তিনটি কিরিচ ও একটি স্ট্যাম্প উদ্ধার করা হয়। পুলিশ জানায় ওই সাংবাদিকের মোবাইল ও টাকা ছিনতাইয়ের পর তার কাছ থেকে স্ট্যাম্প টিতে জোরপূর্বক সই নেওয়া হয়েছিলো।

    গ্রেফতারকৃতরা ছিনতাইকারীরা হলেন, মো. রুবেল (১৯), আসিফ বিন আজাদ (২১), এসএম আসিফ উদ্দীন (২৫) ও সাজ্জাদ মিয়া (২০)।

    এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, গত ২০ মার্চ শুক্রবার বিকেলে রসূলবাগ আবাসিক এলাকা থেকে কয়েকজন ছিনতাইকারী মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে তার কাছ থেকে একটি স্ট্যাম্পে জোরপূর্বক সই নিয়েছে বলে থানায় অভিযোগ করেন হোসেন মোহাম্মদ ইকবাল নামে এক সাংবাদিক।

    এ অভিযোগের সূত্র ধরে ২১ মার্চ শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত পেশাদার ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ধারালো ৩টি কিরিচ ও ছিনতাই করা মোবাইল ফোন, নগদ টাকা ও স্ট্যাম্প উদ্ধার করে পুলিশ।

    গ্রেফতার ৪ ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন ওসি নেজাম উদ্দিন।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত

    ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত

    রাজধানীর আগারগাঁওয়ে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় কাফরুল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম(৩৫) নিহত হয়েছেন।

    বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় আগারগাঁও ৯ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ পরিদর্শক জাহানুর জানান, কয়েজন ছিনতাইকারী ছিনতাই করে পালাচ্ছিল। তখন এএসআই জাহাঙ্গীর তাদের পিছু নেয়। এ সময় আলিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    আলিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়েছেন।

    নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

  • ওরা ১৫ জন প্রশিক্ষিত ছিনতাইকারী : পুলিশকে দেখালো ৩০ সেকেন্ডে ছিনতাইয়ের কৌশল!

    ওরা ১৫ জন প্রশিক্ষিত ছিনতাইকারী : পুলিশকে দেখালো ৩০ সেকেন্ডে ছিনতাইয়ের কৌশল!

    রাজীব সেন প্রিন্স : ওরা ১৫ জন, অধিকাংশই পথশিশু তবে এরা সবাই সংঘবদ্ধ প্রশিক্ষিত ছিনতাইকারী। ১৫ সদস্যের সংঘবদ্ধ এ ছিনতাইকারী গ্রুপের মধ্যে ১২ জনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় রয়েছে একাধিক চুরি ও ছিনতাই মামলা।

    মূলত হাত খরচের টাকা ও যাদের বয়স কম তাদের মাঝে পড়ালেখার আগ্রহ সৃষ্টি করে পড়াশুনার খরচ বাবদ সামান্য কিছু অর্থ প্রদান করে এদেরকে মোবাইল ছিনতাই কাজে উৎসাহ প্রদান করছে নগরীর চট্টগ্রাম রেল স্টেশনসহ বিভিন্ন পয়েন্টে ভাসমান কয়েকজন মোবাইল বিক্রেতা।

    রবিবার মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশনসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ এ ছিনতাইকারী চক্রটির ১৫ সদস্যকেই গ্রেফতার করতে সক্ষম হয় কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২টি চোরাই মোবাইল সেট ও ৪টি ছোড়া উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, ছিনতাইকারী গ্রুপটির হাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন এমন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিষয়টি শেয়ার করেছে। এমন কয়েকটি ঘটনা অনুসন্ধান করতে গিয়ে ছিনতাইকারী চক্রটির গ্রুপ লিডার রাব্বি আল আহম্মদ (২০)সহ ১৫ জনকে গ্রেফতার করা হয়।

    এ গ্রুপের গ্রেফতার অপর সদস্যরা হলেন, মো. মামুন (২৯), মো. সোহাগ (২৬), জয় বড়ুয়া প্রকাশ আব্দুল (১৮), মো. আজিম প্রকাশ আজম (২২), দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩৭), মো. মামুন (১৮), মো. আল আমিন শেখ (২১), মো. রুবেল (৩০), মো. বশির (২৫), মো. মিন্টু (৩০), মো. শাহাদাত হোসেন বাবু (২৮), জয়নাল আবেদীন (১৯), মো. জহির (২৮) ও লেদু প্রকাশ আলাউদ্দিন প্রকাশ হাসান (৩০)।

    গ্রেফতারের পর সোমবার সকালে নগরীর মোমিন রোডে সিএমপির দক্ষিণ বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

    তিনি জানান, গ্রেফতারকৃতরা ছিনতাইকাজে প্রশিক্ষিত। যাত্রীবাহি বাসে উঠে যাত্রীর গা ঘেঁষে দাড়িয়ে মাত্র ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যেই তার পকেট থেকে মোবাইল হাওয়া করে দেওয়ার মতো যাদুকরী কৌশল এরা রপ্ত করেছে। তাছাড়া কোন নারী পথচারীকে একা পেলে মুহুর্ত্বের মধ্যে ওই নারীর আশে পাশে জটলা পাঁকিয়ে এক মিনিটের মধ্যেই তার ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ছিনতাই চম্পট দিতেও এরা বেশ পারদর্শী।

    নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান মোবাইল ছিনতাইয়ের শিকার ব্যাক্তিদের উদ্দ্যেশে বলেন, ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে মোবাইল চুরির অভিযোগে সরাসরি থানায় এসে অভিযোগ দায়ের করলে মোবাইলটি উদ্ধারে এবং ছিনতাইকারীদের গ্রেফতার করতে সহজ হয়।

    সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফসহ অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকল পুলিশ কর্মকর্তাদের সামনে গ্রেফতারকৃত ছিনতাইকারীরা দেখালেন কি কি পন্থায় তারা মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ছিনতাই করে থাকেন।

    চলন্ত বাস বা মার্কেটে কৃত্রিম ভিড় তৈরি করে পকেট থেকে মোবাইল সরিয়ে নেয়া, ছোঁ মেরে মোবাইল বা ব্যাগ ছিনিয়ে নেয়া এবং ছোঁরার ভয় দেখিয়ে খুব কম সময়ে ছিনতাইয়ের কয়েকটি কৌশল তারা উপস্তিত পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী দেখান।

    গ্রেফতার ছিনতাইকারী চক্রটির কয়েকজন সদস্যের সাথে কথা বলে জানা যায়, পুরাতন রেলস্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, কাইয়ুম, বদি ও বদির বোন লাকি, আব্দুল জলিল এবং আব্দুস শুক্কুরের মতো আরো বেশ কয়েকজন ভাসমান মোবাইল বিক্রেতার আশ্রয়-প্রশ্রয়ে এসব ছিনতাইকারীরা ছিনতাই করে থাকে।

    তারা নগরীর বিভিন্ন পয়েন্টে ৪-৫ জন করে গ্রুপ ভিত্তিক ভাগ হয়ে যাত্রী ও সাধারণ পথচারীকে টার্গেট করে তাদের শিকারে পরিণত করে। পরে ছিনতাইকৃত মোবাইলগুলো তাদের আশ্রয় প্রশ্রয়দাতা ভাসমান মোবাইল বিক্রেতাদের হাতে তুলে দেন। বিনিময়ে তারা সামান্য ৩ থেকে ৫শ টাকা হাত খরচ হিসেবে তুলে দেন। তাছাড়া যারা খুব অল্প বয়সী তাদেরকে পড়াশুনার জন্য কিছু টাকা দেন ছিনতাইয়ের নির্দেশদাতারা।

    কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, রবিবার রাতে গ্রেফতার ছিনতাইকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ৩-৪ গ্রুপে ভাগ হয়ে চুরি-ছিনতাই কাজে জড়িয়ে পড়ে। প্রত্যেকটা গ্রুপের টার্গেট থাকে দিনে অন্তত একটি করে মোবাইল ছিনতাই্ করা। সে টার্গেট নিয়ে তারা জনাকীর্ণ স্থান ও জনগণের ভিড় যে এলাকায় বেশি সেই স্থানকেই তারা বেঁচে নেন।

    বিশেষ করে এই নগরীর ইপিজেড, কাস্টমস, বন্দর, দেওয়ানহাট, লালখান বাজার, জিইসি মোড় ২নং গেইট, মুরাদপুর, বহদ্দারহাট, আন্দরকিল্লা, টেরিবাজার, নিউমার্কেট ও নতুন রেল স্টেশনসহ নগরের জনহুল স্থানগুলোতে সুযোগ বুঝে মাত্র ৩০ সেকেন্ড থেকে ১-২ মিনিটের মধ্যেই তারা পথচারী ও যাত্রীর মোবাইল ছিনতাই করে সটকে পড়েন।

    ওসি বলেন, রেলস্টেশনের আশপাশের এলাকায় গড়ে উঠা ভাসমান মোবাইল দোকানদারদের আশ্রয় প্রশ্রয়ে তারা ছিনতাইকাজে জড়িয়ে পড়েন। কয়েকটি মোবাইল চুরির ঘটনার সূত্র ধরে রবিবার রাতভর অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়।

    ওসি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রাব্বি আল আহম্মদের বিরুদ্ধে ৫টি, মামুনের বিরুদ্ধে তিনটি, সোহাগের বিরুদ্ধে দুইটি, জয় বড়ুয়ার বিরুদ্ধে চারটি, আজিমের বিরুদ্ধে ১০টি, দেলোয়ারের বিরুদ্ধে আটটি, আল আমিনের বিরুদ্ধে একটি ও বশিরের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

    তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে এ ছিনতাইকারী চক্রের আশ্রয় প্রশ্রয়দাতাসহ সকলকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

  • অস্ত্র ও গুলিসহ পেশাদার ছিনতাইকারী নাসির গ্রেফতার

    অস্ত্র ও গুলিসহ পেশাদার ছিনতাইকারী নাসির গ্রেফতার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি ও পেশাদার ছিনতাইকারী মো. নাসির (৩০) কে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।

    শুক্রবার ভোররাতে গোপন সূত্রের খবরে কলেজিয়েট স্কুল ছাত্রাবাসের পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার মো. নাসির চাঁদপুর জেলার কচুয়া এলাকার আবদুল মালেকের ছেলে।

    এসময় তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করার তথ্য নিশ্চিত করে সদরঘাট থানার ওসি এস এম ফজলুর রহমান ফারুকী বলেন, গ্রেফতার নাসিরের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

    সে পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে সদরঘাট থানায় অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হবে বললেন ওসি।

  • মহসীন কলেজের এক শিক্ষার্থীর সাহসিকতায় ধরা পড়লো ২ ছিনতাইকারী

    মহসীন কলেজের এক শিক্ষার্থীর সাহসিকতায় ধরা পড়লো ২ ছিনতাইকারী

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজের শিক্ষার্থী খালিদ মাহমুদ রিহামের সাহসিকতা ও স্থানীয় জনতার সহযোগীতায় পুলিশের হাতে ধরা পড়েছে দুই ছিনতাইকারী।

    বুধবার সন্ধ্যা পৌণে সাতটার সময় নগরীর রহমতগঞ্জস্থ কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এবং রাতে দিদার মার্কেট এলাকা থেকে এ দুই কৌশলী ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতার দুই ছিনতাকারী হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি মারুকা এলাকার আবদুর রউফের ছেলে খালিদ উদ্দিন ইমন (১৮) ও ভোলা জেলার লালমোহন গাইমারা এলাকার মো. আল ইসলাম প্রকাশ খাইরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম বাবু (১৮)। তারা দুজনই বাকলিয়ার বগারবিল এলাকায় বসবাস করে বিভিন্ন এলাকায় ছিনতাই কাজে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে রিহাম বুধবার সন্ধ্যার সময় লালখান বাজারের বাসা থেকে বের হয়ে রহমতগঞ্জস্থ ক্রিয়েটিভ কোচিং সেন্টারে যাচ্ছিলেন। কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে ইমন ও বাবুসহ তিন যুবক রিহামকে ডেকে তার সাথে কথা বলার চেষ্টা করেন। একপর্যায়ে তিনজন মিলে রিহামকে অহেতুক কোন কারণ ছাড়াই ভয়ভীতি ও উচ্ছৃংখল আচরণ করতে থাকে।

    এসময় রিহাম সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা রিহামের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। রিহাম ছিনতাকারী বলে চিৎকার শুরু করলে আসে পাশের স্থানীয় লোকজন একজনকে আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয়রা টহল পুলিশকে ডেকে ঈমনকে তাদের কাছে হস্তান্তর করে।

    জিজ্ঞাসাবাদে ঈমন ছিনতাইকাজে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনার সময় পালিয়ে যাওয়া তার অপর সহযোগীদের তথ্য দেন। তার দেওয়া তথ্য মতে রাতে নগরীর দিদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই গ্রুপটির অপর সদস্য সাকিবুলকেও গ্রেফতার করে পুলিশ।

    কোতোয়ালি থানার ওসি মো.মহসীন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আটক দুজনই ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা রহমতগঞ্জ, বাংলা কলেজ, গুডস হিল, গণি বেকারী এলাকায় পাহাড়ের নির্জন, অন্ধকারাচ্ছন্ন স্থানে ছিনতাইয়ের কাজ করে থাকে। বুধবার মহসীন কলেজের শিক্ষার্থী রিহামের সাহসিকতায় এ দুজনকে গ্রেফতার করা হয়।

    ওসি বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এ গ্রুপের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারে পুলিশের চেষ্টা থাকবে। তাছাড়া বুধবার গ্রেফতার দুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি মো. মহসীন।