Tag: ছিনতাইকারী আটক

  • চট্টগ্রামে ইতালিয়ান আলোকচিত্রীর মোবাইল-টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

    চট্টগ্রামে ইতালিয়ান আলোকচিত্রীর মোবাইল-টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

    চট্টগ্রামে ইতালিয়ান আলোকচিত্রীর মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে ছিনতাই করা মোবাইল এবং ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রুবেল (২৬), মো. নুরুদ্দীন (৪৫) ও মো. মোমিন (৫০)।

    বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী। তিনি জানান, গ্রেপ্তার রুবেল ও নুরুদ্দীন ছিনতাইয়ের সঙ্গে সরাসরি জড়িত। মোমিন তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল সেটটি কেনেন।

    এর আগে মঙ্গলবার রাত পৌনে ১০টায় কোতোয়ালী থানার এসএস খালেদ সড়কে কর্ণফুলী টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হন পঞ্চাশোর্ধ্ব নারী ক্রিস্টিনা জেমা। তিনি অভিযোগ করেন, চলন্ত অটোরিকশা থেকে ছিনতাইকারীরা টান দিয়ে তার ব্যাগ নিয়ে যায়, যাতে তার মোবাইল-ক্যামেরা ও নগদ ৩০ হাজার টাকা ছিল।

    অতনু চক্রবর্তী বলেন, ‘খবর পেয়েই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে কর্ণফুলী টাওয়ারসহ আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাটি শনাক্ত করা হয়। বৃহস্পতিবার সকালে নগরীর চকবাজার এলাকার একটি গ্যারেজ থেকে সিএনজি অটোরিকশাসহ রুবেলকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে সিনেমা প্যালেস এলাকা থেকে নুরুদ্দীন এবং স্টেশন রোড এলাকা থেকে মোমিনকে গ্রেপ্তার করে মোবাইল সেটটি উদ্ধার করা হয়েছে।’

  • সীতাকুণ্ডে হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ছিনতাইকারী আটক

    সীতাকুণ্ডে হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ছিনতাইকারী আটক

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরা থেকে দিলসাদ (২৭) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

    আজ রবিবার (২৫অক্টোবর) ভোরে কুমিরাস্থ মহাসড়কের পাশে রয়েল গেটের সামনে অস্ত্রের ভয় দেখিয়ে একটি গাড়ির ড্রাইভার ও হেলপারের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করার সময় খবর পেয়ে টহল ডিউটিরত হাইওয়ে থানা পুলিশ তাকে হাতেনাতে আটক করে।

    এসময় তার কাছ থেকে দুটি ছোরা, ছিনতাই হওয়া তিনটি মোবাইল উদ্ধার করা হয়। আটক ছিনতাইকারী সোনাইছড়িস্থ পাক্কা মসজিদ এলাকার মোহাম্মদ ইউসুফেরর পুত্র।

    এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আলমগীর হোসেন বলেন, গাড়িতে ছিনতাই করার সময় তাকে হাতে নাতে আটক করা হয়। তার সাথে থাকা অপর দুই সহযোগী পলিয়ে যায়। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম