Tag: ছিনতাইকারী

  • ছিনতাইকারীর ব্যাগ টান,ছিটকে পড়লেন শিশু ও মা

    ছিনতাইকারীর ব্যাগ টান,ছিটকে পড়লেন শিশু ও মা

    যশোর শহরে মোটরসাইকেল চালিয়ে আসা ছিনতাইকারী রিকশা আরোহী নারীর ব্যাগ ধরে টান দিলে ওই নারী ও তার কোলে থাকা শিশু সন্তান রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন।

    শুক্রবার দুপুর ১টার সময় যশোর জেলা ও দায়রা জজ আদালতের পাশে মুজিব সড়কে এ ঘটনা ঘটে।

    সম্প্রতি যশোরে মোটরসাইকেল আরোহী যুবকদের হাতে ছিনতাইয়ের সংখ্যা বেড়েছে। পুলিশ তাদের শনাক্তের চেষ্টা করছে বললেও এখন পর্যন্ত আটক হয়নি কেউ।

    শুক্রবারের ঘটনায় আহতরা হচ্ছেন দিপালী বিশ্বাস ও তার ছেলে রিকো বিশ্বাস (৪)। দিপালী মাগুরার শালিখা উপজেলার আঠারোখাদা গ্রামের উত্তম বিশ্বাসের স্ত্রী।

    আহত দিপালীর ভাই মিঠুন বিশ্বাস জানান, তিনি তার বোন দিপালী ও দুই ভাগনে রিকো ও আপনকে নিয়ে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে বাবার বাড়ি থেকে বোনের শ্বশুর বাড়ি মাগুরায় তাকে পৌঁছে দিতে যাচ্ছিলেন।
    শহরের চাঁচড়া মোড় থেকে তারা একটি ব্যাটারিচালিত রিকশায় করে উপশহরের বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন। শহরের জেলা ও দায়রা জজ আদালতের পাশে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার বোনের হাতের ব্যাগ ধরে টান দেয়।

    এসময় তার বোন ও ছোট ভাগনে রিকো চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় তাদের চিৎকারে পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

    মিঠুন বিশ্বাস বলেন, তার ভাগনের মাথায় আঘাত লেগেছে। তার বোন হাত ও পায়ের হাঁটুতে মারাত্মক জখম হয়েছেন।

    আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, আঘাত গুরুতর হলেও তারা শঙ্কামুক্ত।

    খবর পেয়ে ঘটনাস্থলে যান যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোকলেছুজ্জামান।

    তিনি বলেন, ছিনতাইকারীদের ধরার চেষ্টা করা হচ্ছে।

    এর আগে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে যশোর পৌরসভার সামনে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা উষা আক্তার (২১) নামে আরও এক রিকশা আরোহী নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় তিনিও রিকশা থেকে পড়ে আহত হন। উষা শহরের চাঁমড়া ডালমিল এলাকার টুকু রহমানের মেয়ে।

    যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন উষা জানান, রাতে তিনি তার বড় বোনের বাড়ি শহরের মিশনপাড়ায় যাচ্ছিলেন। সঙ্গে বোন ও তার ছেলে ছিল। পৌরসভার সামনে পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুই যুবক তার হাতে জড়ানো ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। এসময় তিনি রিকশা থেকে নিচে পড়ে হাঁটুতে ও কোমরে আঘাত পান।

    পৌরসভার নৈশ প্রহরীরা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে।

    এর আগে ৮ আগস্ট বিকেলে তালবাড়িয়ায় এনজিও কর্মী অনুপমা বিশ্বাসের টাকা ভর্তি ব্যাগ ছিনতাই হয়। তিনি এনজিওর ক্ষুদ্র ঋণের টাকা সংগ্রহ করে ফিরছিলেন।

    গত ১৯ আগস্ট রাতে শহরের ঈদগাহর সামনে সাহাবুদ্দিনের খান নাসিম নামে এক ব্যক্তির ব্যাগ মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা নিয়ে যায়। তিনি ঢাকা থেকে ফিরছিলেন বলে জানা গেছে।

    এছাড়া গত ১৫ দিনে যশোর ঈদগাহ ময়দান লাগোয়া বাদশাহ ফয়সল স্কুলের পাশ থেকে দুপুরে এক নারীর ব্যাগ ও যশোর মুজিব সড়কের অনন্যা ঘোষ ডেইরির সামনে থেকে এক পথচারীর মোবাইল ফোন একইভাবে ছিনতাই হয়।

    শহরে অব্যাহত ছিনতাইয়ের বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা এবং গ্রেপ্তারে অভিযান চলছে।

  • ছিলেন রিকশা চালক,পরিচয় দেন যুবলীগ নেতা এখন ছিনতাইকারী

    ছিলেন রিকশা চালক,পরিচয় দেন যুবলীগ নেতা এখন ছিনতাইকারী

    চারজনের গ্রুপ। বয়স ২৫ থেকে ৫০। সাধারণ মানুষের মতোই ভদ্রবেশে নগরীর বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়ায় তারা রিকশায় চড়ে। চিপাচাপা গলিতে ঢুকে ভাবখানা হয়ে যায় অন্যরকম, চলাফেরায় রুপ নেয় ভিন্ন স্টাইলে আর তখনই নিজেদেরকে যুবলীগ নেতা দাবী করে সাধারণ মানুষের সাথে কথা বলেন। কথা বলতে বলতেই লোকের পকেট হয়ে যায় ফুটো।

    যুবলীগের পরিচয় দেয়া এসব ভদ্রবেশি মুখোশধারীর আসল পেশা ছিনতাকারী। চট্টগ্রাম মহানগরীর অন্তত শতাধিক ছিনতাই ঘটনার সাথে তারা জড়িত। আর যুবলীগ নেতা পরিচয় বহন করা এসব লোকের মুখোশটি উন্মোচন করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ। অস্ত্রসহ গ্রুপ লিডার নজরুল ইসলামসহ গ্রুপের ৪ সদস্যকে গ্রেফতার করার পর তাদের স্বীকারোক্তিতেই বেরিয়ে আসে এসব অজানা তথ্য।

    পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার সময় গ্রুপটি অস্ত্র নিয়ে ছিনতাইয়ের উদ্দ্যেশে নগরীর বৌদ্ধ মন্দির লাভলেইন এলাকায় অবস্থান করছে গোপন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ওয়ান শুট্যার গান, স্টিলের ছোরা, টিপ ছোরা, তাদের ব্যবহৃত একটি ব্যাটারি চালিত রিকশা, তিনটি বিভিন্ন ব্যাংকের মাস্টার কার্ড ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন, নজরুল ইসলাম (৫০), গাজী মো. তমিজউদ্দিন (৪৮), মো. হাসান ওরফে হারুন (২২) ও মিঠুন নায়ক (২৬)।

    এ অভিযানের নেতৃত্ব দেন কোতোয়ালী থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান। তিনি ছিনতাইকারী চক্রের মূল দলনেতাসহ পুরো গ্রুপকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার ছিনতাকারী চক্রটির মধ্যে নজরুল মুল দলনেতা। নজরুল এর আগে সিএনজি অটো রিকশা চালক ছিলেন। রিকশা চালকের ভেসে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ঘটনায় সে চিহ্নিত হয়ে যায়। এর আগে পুলিশের হাতে ছিনতাই, চুরিসহ নানা অপরাধে ৬ বার গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন নজরুল।

    কারাগার থেকে বের হয়ে আবারো সে ছিনতাই কাজে পুনরায় সক্রিয় হয়ে উঠেন। তবে এবার খোলশটা একটু বদলে ফেলেছে। ছিনতাইয়ের নতুন কৌশল হিসেবে তমিজ উদ্দিন নামে ৪৮ বছর বয়সী আরো এক ব্যাক্তিকে তার সাথে নিয়েছে। দুজনে নিজেদের যুবলীগ নেতা পরিচয় দিয়ে রিকশা চালক হাসান ও মিঠুনকে সাথে রেখে নতুন উদ্দ্যেমে নগর জুড়ে ছিনতাইকাজ পরিচালনা করে আসছে।

    কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, রোববার সন্ধ্যায় নগরীর লাভলেইন এলাকা থেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে অভিনব ছিনতাইকারী চক্রটির পুরো গ্রুপকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

    গ্রেফতারের পর চক্রটির দলনেতা জানিয়েছে পাঁচলাইশ এলাকার স্থানীয় কিছু যুবলীগ নেতার সাথে পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন সময়ে মিছিল-সমাবেশে যোগ দিতেন নজরুল। সেটাকেই পুজি করে ছিনতাইয়ের নতুন কৌশল হিসেবে নিয়ে নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে ছিনতাই করতেন।

    ওসি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় পোশাকে পরিপাটি হয়ে ব্যাটারিচালিত রিকশা করে ঘুরে বেড়াতো নজরুল ও তমিজ। নির্জন এলাকায় লোকজনকে টার্গেট করে রিকশা থেকে নেমে নিজেদেরকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে তাদের সাথে কথা বলতেন।

    কথা বলার ফাঁকে রিকশা চালক ভেশে ছিনতাইকারী চক্রের অপর সদস্য এবং গ্রুপের অন্য সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে তার মোবাইল, মানিব্যাগ ও অন্যান্য দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতো। ঠিক এভাবে গত এক মাসে নগরীর কোতোয়ালী, সদরঘাট থানাসহ বিভিন্ন এলাকায় তারা শতাধিক ছিনতাই করেছে বলে জানান ওসি মহসিন।

    রাজীব সেন প্রিন্স..