Tag: ছিন্নমূল

  • ছিন্নমূল পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরন অব্যাহত রেখেছে ইতিহাস চর্চা কেন্দ্র

    ছিন্নমূল পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরন অব্যাহত রেখেছে ইতিহাস চর্চা কেন্দ্র

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : করোনা মহামারীতে গত ৩৬ দিন ধরে চট্টগ্রাম নগরীর ভবঘুরে বৃদ্ধ নর নারী এবং ছিন্নমূল পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরন অব্যাহত রেখেছে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)।

    তাছাড়া একই সংগঠনের উদ্দ্যেগে নগরীতে অসহায় হয়ে পড়া গৃহবন্দী দুস্থ অসহায় ২৭০ পরিবারকেও খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে। ইতিহাসবিদ লেখক সোহেল মো. ফখরুদ-দীনের বাসায় রান্না করে প্রতিদিন নগরীর বিভিন্ন পথে পথে এই খাবার বিতরন করেন ইতিহাস কর্মীরা।

    গতকাল ২০ মে বুধবার ৩৬ তম দিনে চট্টগ্রাম নগরীর বাদুরতলা, জামতলা জামে মসজিদ, চকবাজার, ড.মুহম্মদ এনামুল হক সড়ক, চট্টগ্রাম কলেজ পশ্চিম গেইট এলাকার অভুক্তদের মাঝে খাবার বিতরন করা হয়।

    চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ও ইতিহাসের মানুষখ্যাত সোহেল ফখরুদ-দীনের “মানুষ মানুষের জন্য” এই শ্লোগানে অসহায়দের সহায়তায় এ কর্মসুচী করোনার বিপদে চলমান থাকবে।

    খাদ্যবিতরন কালে গতকাল উপস্থিত ছিলেন এই কর্মসুচীর উদ্যোক্তা ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো.ফখরুদ-দীন, মানবতাবাদী মাওলানা রেজাউল করিম তালুকদার, সাংবাদিক ও আলোকচিত্রী সমীরন কান্তি পাল, ইতিহাসবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, মোহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, এবিএম মাসুদ, কাজী মো. আরাফাত প্রমুখ।

    ২৪ ঘণ্টা/নুর মোহাম্মদ রানা/আর এস পি

  • ভাষা দিবসে ছিন্নমূলদের পেট ভরে খাওয়াল পুলিশ

    ভাষা দিবসে ছিন্নমূলদের পেট ভরে খাওয়াল পুলিশ

    মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গভীর রাতে ছিন্নমূল, গরীব ও অসহায় লোকজনকে পেট ভরে খাবার খাওয়াল জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ।

    বৃহস্পতিবার রাতে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় গরীব ও অসহায়দের জন্য এ পিকনিকের আয়োজন করা হয়।

    সেখানে শতাধিক ছিন্নমুল ও অসহায় ব্যক্তিদের খাবার বিতরণ করেন পাঁচবিবি থানার পুলিশ সদস্যরা।

    এসময় থানার তদন্ত কর্মকর্তা রাইসুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই ফারুক হোসেনসহ থানার পুলিশ সদস্যরা তাদের সঙ্গে বসে খান।

    গভীর রাতে অসহায়দের খাবার খাইয়ে প্রশংসায় ভাসছে পাঁচবিবি থানা পুলিশ। গভীর রাতে এই দৃশ্য দেখে এক ট্রেনযাত্রী জানান, ভাষা দিবসে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভাষা শহীদদের আত্মার মাগফেরাতে এমন কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে।

    স্টেশন এলাকার হতদরিদ্র মনিরা বেগম বলেন, ‘পুলিশ স্যাররা আমাদের আজ পেট ভরে খাওয়ালেন। আমরা তাদের জন্য ও শহীদদের জন্য প্রাণ ভরে দোয়া করব।’

    পৌর এলাকার দানেজপুর মহল্লার হোটেল কর্মচারী মান্নান মন্ডল বলেন, ‘এবার পাঁচবিবিতে ভাষা শহীদদের শুধু ফুল দিয়েই শ্রদ্ধা জানানো হয়নি, তাদের রূহের মাগফেরাত কামনায় ওসি শতাধিক গরীবকে পেট ভরে খাইয়েছেন। এমন উদ্যোগ দেশের সব থানার নেয়া উচিত।’

    থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, ‘এসব গরীব-অসহায় লোকগুলো অর্থের অভাবে সব সময় ভালো খেতে পারেন না। এ কারণে থানার সব পুলিশ সদস্যদের সহযোগিতায় মুজিববর্ষ ও ভাষার মাসে তাদেরকে একবেলা পেট ভরে খাওয়ানো হয়েছে।’

  • সীতাকুণ্ডে মানবতা ফাউন্ডেশনের পক্ষ থেকে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    সীতাকুণ্ডে মানবতা ফাউন্ডেশনের পক্ষ থেকে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সামাজিক সংগঠন মানবতা ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্ধশতাধিক স্থানীয় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    এছাড়াও আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণের উদ্দেশ্যে বিভিন্ন শাখার সদস্যদের মাঝে দেড় শতাধিক শীতবস্ত্র হস্তান্তর করা হয় সংগঠনের পক্ষ থেকে।

    শুক্রবার (৩ জানুয়ারী) বিকালে উপজেলার ফকিরহাটস্থ সাদেক মস্তান (র:) উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত শীত বস্ত্র বিতরন করা হয়।

    শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান শেষে মানবতা ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দের তত্ত্বাবধানে উক্ত সংগঠনের ২০২০ইং বর্ষের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে পুননির্বাচিত হন রনি খাঁন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ইকরামুল হাসান বাবু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মিরাজ হোসেন।

    অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্থপতি ও ডিজাইনার এবং মানবতা ফাউন্ডেশনের উপদেষ্টা প্রকৌশলী কামরুদ্দোজা। সংগঠনের উপদেষ্টা ও সাদেক মস্তান (র:) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব এবং মানবতা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড সমিতি, চট্টগ্রাম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মানিক, সহ-সভাপতি ও মানবতা ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা লায়ন আলী আকবর জাসেদ, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক লায়ন বেলাল হোসেন প্রমুখ।

    বক্তারা বলেন, ঘুণে ধরা সমাজে মানবতা যেখানে বারংবার পরাজিত সেখানে মানবতার ডালি নিয়ে প্রায় ৩ বছর আগে আবির্ভূত হয়েছিলো মানবতা ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠান। শুরু থেকে তারা সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।