Tag: ছুঁই ছুঁই

  • চট্টগ্রাম জেলার গ্রীণ জোন বোয়ালখালীতে করোনা আক্রান্ত দেড়শ ছুঁই ছুঁই, সুস্থ ২৫

    চট্টগ্রাম জেলার গ্রীণ জোন বোয়ালখালীতে করোনা আক্রান্ত দেড়শ ছুঁই ছুঁই, সুস্থ ২৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম জেলার গ্রীণ জোনে ভাগ করা বোয়ালখালী উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দেড়শ ছুঁই ছুঁই।

    খোজ নিয়ে জানা যায়, ১৪৫ দশমিক ৪৪ বর্গ কি.মি. আয়তনের বোয়ালখালীতে জনসংখ্যা হলো প্রায় ২ লাখ ৮৭ হাজার। গত ১৪ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয় চট্টগ্রামের এ উপজেলায়।

    গতকাল মঙ্গলবার (৯ জুন) পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪৭ জন। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমানসহ, চিকিৎসক, ২ সাংবাদিক, বোয়ালখালী থানায় কর্মরত ২৪জন পুলিশ সদস্য রয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫ জন এবং মৃত্যু ২ জনের।

    তবে এ উপজেলার জনসংখ্যার তুলনায় আনুপাতিক হারে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান ২৪ ঘণ্টা ডট নিউজকে জানান, ১৪ এপ্রিল থেকে আজ বুধবার ১০ জুন পর্যন্ত উপজেলার ৩টি ওয়ার্ড নিয়ে গঠিত পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৯ জন ও বোয়ালখালী পৌরসভায় ৮০ জন।বোয়ালখালী এসি ল্যাণ্ড স্ট্যাটাস

    এছাড়া উপজেলার কধুরখীলে ৭, শাকপুরায় ৭, সারোয়াতলীতে ৯, পোপাদিয়ায় ৩, চরণদ্বীপে ৫, শ্রীপুর-খরণদ্বীপে ৬, আমুচিয়ায় ৪, আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে ২ জন এবং নগরীতে থাকা বোয়ালখালীর বাসিন্দা ৫ জন।

    এদিকে আক্রান্তের হার বাড়লেও বোয়ালখালী উপজেলা এখনো রয়েছে গ্রীণ জোনে। অথচ বোয়ালখালীর চেয়ে তিনগুণ জনসংখ্যার পার্শ্ববর্তী কয়েকটি উপজেলাকে রেড ঘোষণা করেছে প্রশাসন।

    চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের পরিসংখ্যান দেখে বোয়ালখালীর স্থানীয় অনেকের মনেই এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তা তা হল উপজেলায় কতজন করোনা রোগী শনাক্ত হলে রেড জোন ঘোষণা করবে প্রশাসন?

    ২৪ ঘণ্টা/পূজন সেন/আর এস পি

  • ২৬ মে চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ৯৮/মোট সংখ্যা ২ হাজার ছুঁই ছুঁই

    ২৬ মে চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ৯৮/মোট সংখ্যা ২ হাজার ছুঁই ছুঁই

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের করোনা পরীক্ষার তিন ল্যাবে এবং কক্সবাজার ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগর ও জেলায় ৯৮ জন করোনা আক্রান্ত রোগী নতুন করে শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের মোট সংখ্যায় ২ হাজার ছুঁতে চলেছে।

    মঙ্গলবার (২৬ মে) চারটি ল্যাবে চট্টগ্রামের মোট ৫০৭টি নমুনা পরীক্ষায় মোট ১০১ জন করোনা পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে ৮৮ জন চট্টগ্রামমহানগরের এবং বিভিন্ন উপজেলার ১০ জন রয়েছে।

    জেলার মধ্যে লোহাগাড়ায় ১ জন, চন্দনাইশে ১ জন, পটিয়ায় ১ জন, রাউজানে ২ জন, ফটিকছড়িতে ২ জন ও সন্দ্বীপে ৩ জন। তাছাড়া দ্বিতীয় দফা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে তিনজনের।

    ২৬ মে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯৮ জন নতুন করে শনাক্ত হয়েছেন।

    নতুন শনাক্তদের মধ্যে র‌্যাব, পুলিশ ডাক্তারের পাশাপাশি করোনা আক্রান্তদের তালিকায় আছেন বিআইটিআইডির ল্যাব প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের শীর্ষ এক কর্মকর্তাসহ আরো ২ সংবাদকর্মী। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮৫ জন।

    সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয় চট্টগ্রামে করোনাভাইরাসের প্রধান পরীক্ষাগার বিআইটিআইডি ল্যাবে। একদিনে ৩৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামে নতুন করে ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মহানগরে ৪৫ জন ও বিভিন্ন উপজেলার ৬ জন রয়েছেন। তবে এর মধ্যে একজনের দ্বিতীয় দফা পরীক্ষায় করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

    একই দিন চমেক ল্যাবে ৬৭ নমুনা পরীক্ষায় ৪৬ জনের পজিটিভ শনাক্ত হয়। ৪৪ জন নগরের ও দুই জন৷ উপজেলার বাসিন্দা।

    এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এর একটিও নগরের নয়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবেও ৯ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১ জনের শরীরে করোনা মিলেছে। তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা বলে নিশ্চিতকরেছেন জেলা সিভিল সার্জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স