Tag: ছুরিকাঘাত

  • ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

    ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

    রাজধানীর ফার্মগেট মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদারের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

    তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, নিহত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি শেরপুর থেকে কাজে যোগ দিতে তেজগাঁও রেল স্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

    তিনি আরও বলেন, এ ঘটনার পেছনে কী কারণ রয়েছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলমান রয়েছে।

     

  • পার্বত্যমন্ত্রীর এপিএসকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

    পার্বত্যমন্ত্রীর এপিএসকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

    রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর কবলে পড়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের এপিএস সাদেক হোসেন চৌধুরী।

    বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টায় এ ঘটনা ঘটে। বেইলি রোডের মন্ত্রীর বাসা থেকে ফার্মগেটে নিজ বাসায় ফিরছিলেন এপিএস সাদেক।

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান এ বিষয়টি জানিয়েছেন।

    তিনি বলেন, এপিএসকে বহনকারী গাড়িটি কারওয়ান বাজার সার্ক ফোয়ারা অতিক্রম করার সময় এক ছিনতাইকারী এপিএসের হাতে থাকা মোবাইল ফোন ধরে টান দেয়।

    এ সময় এপিএস বাধা দিলে ছিনতাইকারী তার হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

  • ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে নিহত ২

    ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে নিহত ২

    কক্সবাজার শহরের বাস-টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কা-তর্কির পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই ভাই নিহত হয়েছেন। তারা হলেন- কায়সার হামিদ (৩৫) ও সায়েদুল ইসলাম (৩৩)।

    সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাস-টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (৩৫) ও নুরুল হুদার ছেলে সায়দুল ইসলাম (৩৩)।

    তারা দু’জনই পেশায় বাস কাউন্টারের ম্যানেজার।
    প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজন খোরশেদ- মনির উদ্দিন জানান- ব্যাডমিন্টন খেলায় স্থানীয় জয়নাল, আতিক, মিজানুৃর রহমান ও মুফিজের সঙ্গে নাস্তা নিয়ে তর্কা-তর্কি হয়। তারপর সবাই যার যার মতো চলে যায়। কিন্তু হঠাৎ অতর্কিত অবস্থায় জয়নাল, মুফিজ ও মিজানরা সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

    পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

    কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাজমুল হুদা বলেন, খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

     

  • বোয়ালখালীতে বুলিংয়ের প্রতিবাদ করায় দুই যুবককে ছুরিকাঘাত

    বোয়ালখালীতে বুলিংয়ের প্রতিবাদ করায় দুই যুবককে ছুরিকাঘাত

    বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে বুলিংয়ের প্রতিবাদ করায় দুই যুবককে ছুরিকাঘাত করেছে একই এলাকার চার যুবক।

    আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: আছমাইন হোসেন।

    ১৬ নভেম্বর (বুধবার) দিবাগত রাত ৯টার দিকে পৌরসদরের মুজাহিদ চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।

    আহত মো: আজাদ হোসেন(১৮) পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার নুরুল আবছারের ছেলে ও মো: রবিউল হাছান অভি(১৭) একই এলাকার আবু তৈয়বের ছেলে।

    জানা গেছে স্থানীয় কয়েকজন যুবক প্রায় সময় আহতদের রাস্তাঘাটে বুলিং করতো। আজ রাতে তারা আবারো গায়ে পড়ে ঝগড়ার চেষ্টা করলে আজাদ ও অভি প্রতিবাদ করে। এসময় ওই যুবকরা ছুরিকাঘাত করে আহত করে তাদের।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে স্থানীয় ব্যাংক আলমের ছেলে রাকিব(১৮), ফোরক আহমদের ছেলে শাওন(১৭) জামালের ছেলে জোনায়েদ ও আকাশ পূর্ব পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে । তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    ২৪ঘণ্টা/এসএ

  • ফটিকছড়িতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাত; ছুরিকাঘাতকারী যুবক আটক

    ফটিকছড়িতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাত; ছুরিকাঘাতকারী যুবক আটক

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে দুই জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে বাবুল (৩৬) নামে এক যু্বক গুরুতর আহত হয়েছে।

    শনিবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে নাজিরহাট সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহত বাবুল হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের বালুখালী এলাকার জনৈক ইলিয়াসের পুত্র। তবে তিনি দীর্ঘদিন ধরে নাজিরহাটের গুল মোহাম্মদ তালুকদার বাড়িস্থ শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে নাজিরহাট বাজার সিটি সেন্টারের সামনে বাবুলের সাথে সাকিব নামে স্থানীয় এক যুবকের কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে বাবুলকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাকিব। পরে আহত বাবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পথচারীরা। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম। এদিকে ঘটনার এক ঘন্টার মাথায় ছুরিকাঘাতকারী যুবক সাকিবকে (১৮) নাজিরহাট ঝংকার এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক সাকিব নাজিরহাট বাজার সংলগ্ন চুন্নার বাপের বাড়ির জনৈক আবু তৈয়ব ড্রাইভারের পুত্র।

    তবে কী কারণে বাবুলকে ছুরিকাঘাত করা হয়েছে তা নিশ্চিত না হওয়া গেলেও চোরাই মোবাইলের লেনদেন নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    এ ব্যাপার ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে ছুরিকাঘাতকারী সাকিবকে স্থানীয়দের সহায়তায় আটক করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • আনোয়ারায় ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

    আনোয়ারায় ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

    আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আশরাফ চৌধুরী ইমন (১৯) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে।

    শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মা কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। নিহত আশরাফ চৌধুরী ইমন এর নিজ বাড়ি নোয়াখালী। তার পিতার নাম মোঃ আবদুল। পিতার চাকরির কর্মস্থল চট্টগ্রাম হওয়ার সুবাদে আনোয়ারায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

    বিশেষ সূত্রে জানা যায়, আনোয়ারা সদরে ছুরিকাঘাতে নিহত যুবক একজন ছাত্রলীগ কর্মী। অভিযোগ রয়েছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ স্কুল বিষয়ক সম্পাদক নয়ন সরকারের সাথে আশরাফের রাজনৈতিক বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে অভিযুক্ত নয়ন সরকার। এতে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নয়ন সরকার ও আশরাফ দু’জনই দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের অনুসারী।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এএসআই আলা উদ্দিন মিয়া তালুকদার জানান, রাত ৮টার দিকে ছুরিকাঘাতে আহত এক যুবককে আনোয়ারা থেকে মেডিকেলে আনার কিছুক্ষনের মধ্যেই ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

    নিহতের ঘটনাটি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম জানান, নিহতের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসায় দুর্বৃত্তরা আশরাফকে খুন করেছে।ঘটনার পর থেকে পালিয়েছে নয়ন সরকার। আমরা তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছি।

    ২৪ ঘণ্টা/জাবেদুল

  • যুবলীগ নেতা আদিত্য নন্দীকে ছুরিকাঘাত

    যুবলীগ নেতা আদিত্য নন্দীকে ছুরিকাঘাত

    চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর গণসংযোগে অংশ নিতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী।

    রোববার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের ষোলশহর কসমোপলিটন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক।

    তিনি বলেন, ষোলশহর কসমোপলিটন আবাসিক এলাকায় নির্বাচনী গণসংযোগে যুবলীগ নেতা আদিত্য নন্দী ছুরিকাঘাতে আহত হন। যুবলীগের মিছিল শুরুর আগে দু’পক্ষের কথাকাটাকাটির জেরে তাকে ছুরিকাঘাত করা হয়। সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

    প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নেয়া হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

  • ভাড়া বিরোধের জেরে হালিশহরে যুবককে ছুরিকাঘাত করে হত্যা

    ভাড়া বিরোধের জেরে হালিশহরে যুবককে ছুরিকাঘাত করে হত্যা

    চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় ভাড়া বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাগর (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

    শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় রাজু নামে অপর এক যুবক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহত সাগর স্থানীয় টমটম চালক বলে পুলিশ জানায়।

    সিএমপির বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী রাতে এ ঘটনা নিশ্চিত করেন।

    তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কয়েকজন যুবকের সাথে ভাড়ায় যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় টমটম চালক সাগরের। ওই যুবকরা তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। রাতে সাগরকে কাছে পেয়ে তারা তাকে ছুরিকাঘাত করলে হাসপাতালে নেয়ার আগে তার মৃত্যু হয়। ঘটনার সময় তাকে বাঁচাতে গিয়ে আরও এক যুবক আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চসিক নির্বাচন: প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত

    চসিক নির্বাচন: প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত

    চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উত্তাপ ছাড়িয়ে সহিংসতায় রূপ নিচ্ছে। নগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থক বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মোরশেদ আক্তারের বাড়ীর সামনে প্রতিপক্ষের হামলায় তানভীর (৪২) নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সে স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল।

    বুধবার (১৮ মার্চ) রাত ১১ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

    নিহত তানভীর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরীর সমর্থক বলে জানা গেছে।

    এ বিষয়ে মোরশেদ আকতার চৌধুরী বলেন, আমার প্রতিপক্ষ কাউন্সিলরপ্রার্থী ইসমাইলের লোকজন দলবদ্ধ হয়ে খুব দ্রুততার সাথে আমার সমর্থক ও কর্মী তানভীরকে ছুরি মেরে পালিয়ে যায়। আমি খুব কাছেই ছিলাম। ঘটনা শোনার সাথে সাথে আমি ঘটনাস্থলে আসি। তানভীরকে হাসপাতালে নিতে নিতেই সে মৃত্যুবরণ করে। ঘটনাস্থল থেকে সোহেল, নিছার, হিরণ নামের তিনজনকে দৌড়ে পালাতে দেখেছে আমার সমর্থকেরা। তারা আমার প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী ইসমাইলের সমর্থক বলে জানতে পেরেছি।

    দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবলীগ নেতা সৈয়দ মো. জনি বলেন, আমরা দ্রুত এসে দেখি সন্ত্রাসীরা পালিয়ে যাচ্ছে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেলো। তানভীর আমাদের খুব সক্রিয় কর্মী ছিল।

    অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলরপ্রার্থী অধ্যাপক মো. ইসমাইল বলেন, আমি সরকার দলীয়প্রার্থী। এসব ঘটনা আমার দ্বারা সম্ভব কি? নিজেরা নিজেরা টাকার ভাগ নিয়ে হয়তো ঘটনা ঘটিয়েছে তারাই, এখন দোষ চাপাচ্ছে আমার সমর্থকদের উপর। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারেরও দাবি জানান। এই ধরণের ঘটনা অনাকাঙ্খিত বলেও তিনি মন্তব্য করেন।

    পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১১টায় তানভীর মারা যায় বলে নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল হক।

    এসআই জহির বলেন, কুপিয়ে আহত করার কারণে অধিক রক্ত ক্ষরণে তানভীরের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

  • হোয়াইক্যংয়ে ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত

    হোয়াইক্যংয়ে ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত

    মোঃ আবছার কবির আকাশ, টেকনাফ প্রতিনিধি: টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের মনিরঘোনা এলাকায় কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জসীম উদ্দিন নামক এক স্কুল ছাত্র নিহত হয়েছে। জসীম উদ্দিন হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা গ্রামের সৈয়দ মিয়ার ছেলে।

    গতকাল শনিবার বিকাল ৪ ঘটিকার দিকে তুলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে।

    হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ সিকদার জানান, খাইরুল বশর গং ফুটবল খেলা নিয়ে বাড়াবাড়ি হওয়ায় এক ছেলেকে মারধর করে এতে সৈয়দ মিয়ার পুত্র জসীম উদ্দীন বাধা দিতে গেলে ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কক্সবাজার সদর হসপিতালে নিয়ে যায় তার অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।

    হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আরিফুর ইসলাম জানান, ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকঘাতের ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে ৷ লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

  • খাবার দিতে দেরি হওয়ায় মাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে গ্রেফতার

    খাবার দিতে দেরি হওয়ায় মাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে গ্রেফতার

    ২৪ ঘন্টা ডেস্ক : রাতের খাবার দিতে একটু দেরি হওয়ায় আপন মাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে। এমনকি মাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছে তার আপন বোন। 

    শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বাঘোলিতে। এ ঘটনায় অভিযুক্ত গণেশ(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

    রাজ্য পুলিশ সূ্ত্রে জানা যায়, মহারাষ্ট্রের বাঘোলিতে গণেশনগর এলাকায় একটি ফ্ল্যাটে মা লীলাবাঈ শ্যামরাও চহ্বাণ এবং বছর ছাব্বিশের বোন প্রিয়ার সঙ্গে থাকতেন গণেশ। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি ফিরে রাতের খাবার তখনও তৈরি হয়নি দেখে মায়ের সঙ্গে ঝগড়া হয়।

    কথাকাটাকাটির এক পর্যায়ে রান্না ঘর থেকে ছুরি এনে সে মাকে ছুরিকাঘাত করেন। এ সময় বোন প্রিয়া বাধা দিতে এলে তাকেও ছুরিকাঘাত করেন গনেশ। বোনের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় লীলাবাঈ এবং প্রিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লীলাবাঈকে মৃত বলে ঘোষণা করেন।

    গুরুতর আহত অবস্থা হাসপাতালের নিবির পরিচর্য কেন্দে (আইসিইউ) ভর্তি রয়েছেন প্রিয়া।

  • ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

    ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

    নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছে বাবা। এ ঘটনার পর থেকে ঘাতক ছেলে আরিফ রয়েছে। নিহত পিতার নাম জমির উদ্দিন মোল্লা (৬২)।

    শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরআলী নগর গ্রামে এ ঘটনা ঘটে।

    ঘাতক আরিফ মোল্লা পর পর তিনটি বিয়ে করেন। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করেন। এই ঘরে এক সন্তান রেখে কিছুদিন যাওয়ার পর তাকে রেখে আরেকটি বিয়ে করেন তিনি। এ নিয়ে দ্বিতীয় স্ত্রী’র ভরণ পোষণ নিয়ে স্থানীয় ইউপি সদস্য মোমেন মিয়ার উপস্থিতিতে সালিশ বসে। এরই জের ধরে পিতার ওপর ক্ষিপ্ত হয় ঘাতক আরিফ।

    এদিকে বিকেলে বৈঠক শেষে বাড়ি ফেরার পথে আরিফ তার বাবাকে আটকিয়ে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জমির উদ্দিন।

    পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত আরিফকে গ্রেফতারে অভিযান চলছে।