Tag: ছুরিকাঘাতে

  • চট্টগ্রামের খুলশীতে যুবক খুন

    চট্টগ্রামের খুলশীতে যুবক খুন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী থানা ওয়ারলেস এলাকায় ছুরিকাঘাতে ১৯ বছর বয়সী এক যুবক খুন হয়েছে বলে জানা গেছে।

    গতকাল ২৭ মে বুধবার মধ্যরাতে দুপক্ষের মারামারিতে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে এক ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করলেও পুলিশ হত্যাকাণ্ড ধরেই লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

    নিহত যুবকের নাম মো. সাব্বির। তিনি পেশায় দিনমজুর এবং সে একই এলাকার মো. ইকবালের ছেলে বলে জানিয়েছে স্থানীয়রা।

    এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রণব চৌধুরী বলেন, নিহত যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে খুনের কারণ এখনও অস্পষ্ট।

    এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করার কথা জানিয়ে তিনি বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আশা করি খুব দ্রুত এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • মিরসরাইয়ে ছুরিকাঘাতে যুবক হত্যাকাণ্ডে আরো ২ জন গ্রেফতার

    মিরসরাইয়ে ছুরিকাঘাতে যুবক হত্যাকাণ্ডে আরো ২ জন গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে ছুরিকাঘাত করে মো. রাকিব হোসেন (২২) নামে এক যুবককে হত্যার ঘটনায় আরো দু জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরো খবর : মিরসরাইয়ে ছুরিকাঘাতে যুবক খুন

    এর আগে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামীকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য নিয়ে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এ নিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে জানালেন পুলিশ। 

    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ইসলামপুর এলাকার মৃত নুর আলমের ছেলে আশরাফুল আলম হৃদয় (২২), একই এলাকার ছুট্টু সওদাগর বাড়ির নুর হোসেনের ছেলে হাসান (২৫) ও আদমপুর এলাকার তালুকদার কাবলি বাড়ির মহিত উল্লাহ ভুঁইয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম ভ’ইয়া প্রকাশ রিপন (২৬)। এদের মধ্যে আশরাফুল আলম হৃদয় মূল হত্যাকারী বলে জানিয়েছে পুলিশ।

    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া তথ্যটি নিশ্চিত করে বলেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাকিব নামে এক যুবক নিহত হওয়ার পর তদন্তে নামে তার থানা পুলিশের একটি টিম। রবিবার প্রথমে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি হৃদয়কে গ্রেফতার করা হয় এবং পরে তার দেয়া তথ্য মতে এ হত্যাকাণ্ডে জড়িত আরো ২ জনকে গ্রেফতার করা হয়।

    জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম জানান, রাকিব হত্যাকাণ্ডে জড়িত মূল আসামীকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

  • মিরসরাইয়ে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১

    মিরসরাইয়ে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে ছুরিকাঘাতে মো. রাকিব হোসেন (২২) নামে এক যুবক খুন হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় এই ঘুনের ঘটনা ঘটেছে। নিহত রাকিব ওই এলাকার চুনু মিয়ার পুত্র।

    এদিকে শনিবার ভোর রাত ৪টায় ফেনী জেলা থেকে ফেনী জেলা ডিবি পুলিশ এবং জোরারগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে খুনের সাথে জড়িত প্রধান আসামী আশরাফুল আলম হৃদয়কে (২২) গ্রেপ্তার করা হয়েছে। আশরাফুল আলম হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সোনা মিয়ার ছেলে।

    হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হারুন জানান, কে বা কারা রাকিবকে খুন করেছে তা স্পষ্ট হয়নি। প্রথমে হামলার পর তাকে উদ্ধার করে কমফোর্ট হাসপাতালে ও পরে শারীররিক অবস্থার অবনতি দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, রাকিবকে খুনের ঘটনায় জড়িত প্রধান আসামী আশরাফুল আলম হৃদয়কে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ৪টায় ফেনী জেলার ডিবি পুলিশ সহ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী) সকালে লাশের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • বায়েজিদে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, আহত ১ গ্রেফতার ২

    বায়েজিদে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, আহত ১ গ্রেফতার ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ রিপন নামে ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। প্রতিপক্ষের ছুরিকাঘাতে আল আমিন নামে আরো এক যুবক আহত হয়েছে এবং হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করার তথ্য জানিয়েছে পুলিশ।

    মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে শের শাহ বাজার সংলগ্ন ফরিদ কমিশনারের বাড়ির পেছনে হামলার ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার থার্টি ফাস্ট নাইট রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর বাসায় মেজবান খেয়ে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন রিপন ও আমিনের উপর হামলা চালায়। এসময় আতংক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা ফায়ারও করে হামলাকারীরা।

    রিপন ও আল আমিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর অনুসারি।

    স্থানীয়রা জানিয়েছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড কাউন্সিলরের সাথে স্থানীয় যুবলীগ নেতা আবু মোহাম্মদ মহিউদ্দিন ও দিদার গ্রুপের দীর্ঘদিনের দ্বন্ধ চলে আসছিলো। প্রতিপক্ষের কয়েকজনের নাম উল্লেখ করে সম্প্রতি বায়েজিদ থানা ও চট্টগ্রাম আদালতে মামলাও দায়ের করে রিপন।

    এর রোষানলে পড়ে রিপনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে এলাকাবাসী।

    ছুরিকাঘাতে যুবক নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার। তিনি বলেন, মঙ্গলবার রাতে মেজবান খেয়ে ফেরার পথে প্রতিপক্ষ গ্রুপের লোকজনের হাতে হামলার শিকার হন রিপন ও আল আমিন। একপর্যায়ে দু’জনকেই ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।

    পরে মুমূর্ষু অবস্থায় দু’জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা রিপনকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত অপর যুবক আল আমিন (৩২)কে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    এদিকে হত্যাকারীদের শাস্তির দাবিতে রিপনের অনুসারীরা হাসপাতালের মর্গের সামনে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল পালিত। এসময় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

  • চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, খুনী বন্ধু গ্রেফতার

    চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, খুনী বন্ধু গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ : চট্টগ্রামের হালিশহরে বন্ধুর ছুরিকাঘাকে খুন হয়েছে কাট্টলীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ইরফান আহমেদ (১৮)।

    বৃহস্পতিবার বিকালে তিনটার দিকে হালিশহর থানার বড়পুল এলাকায় পিডিবি অফিসের অদূরে আড়ং ভবনের সামনে হত্যাকাণ্ডটি ঘটে। এদিকে হত্যাকাণ্ডের পরপরই হালিশহর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় খুনী বন্ধু মো. সাদ্দামকে বড়পোল এলাকা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ গ্রেফতার করে।

    নিহত ইরফান হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে এবং হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার মো. লালনের ছেলে বলে জানিয়েছেন পুলিশ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ইরফান ও সাদ্দাম দুজনই বন্ধু এবং মইন্যাপাড়ার একই এলাকার বাসিন্দা। কয়েকদিন আগে তুচ্ছ একটি ঘটনা নিয়ে দুই বন্ধুর মধ্যে খুব তর্তাতর্কি হয়। দুজনের ঝগড়ার রেশ ধরেই বৃহস্পতিবার বিকেলে হালিশহরের বড়পোল পিডিবি অফিসের সামনে ইরফানকে একা পেয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাদ্দাম।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত নায়েক আব্দুল হামিদ জানান, বৃহস্পতিবার বিকেলে রক্তাক্ত অবস্থায় ইরফান আহমেদ নামে এক কলেজ ছাত্রকে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তার বুকের বিভিন্নস্থানে ছুরিকাঘাতে জখমের চিহ্ন আছে।

    হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুর রহমান এ ঘটনায় মূল হত্যাকারী সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে বলে জানান। তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ বড়পোল এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হত্যাকান্ডের রহস্য জানা যাবে বললেন ওসি ওবায়দুর রহমান।