চট্টগ্রামের পটিয়াতে ছুরিকাঘাত করে মো. গফুর নামে ৪৫ বছর বয়সী এক লেগুনা চালককে খুন করেছে দুর্বৃত্তরা।
আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার ভোররাতে উপজেলা সদরের রেলস্টেশন সংলগ্ন কাট্টাল বাড়ির পাশ থেকে পুলিশ নিহত চালকের ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে।
নিহত গফুর পেশায় লেগুনা (চার চাকা) চালক। লাশের বুকে এবং চোখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে জানালেন পুলিশ।
নিহত চালক গফুরের বাড়ি পটিয়া পৌর সদরের ৭ নং ওয়ার্ড বাহুলি এলাকার সাবেক কমিশনার মুন্সি মিয়ার বাড়ি। নিহতের ২ ছেলে ১ মেয়ে রয়েছে।
পটিয়া থানার ওসি ( তদন্ত) জব্বারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন,হত্যার ঘটনায় তদন্ত চলছে। চালককে এভাবে নৃশংসভাবে কেন খুন করা হয়েছে তার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।