Tag: ছেলে গ্রেফতার

  • খাবার দিতে দেরি হওয়ায় মাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে গ্রেফতার

    খাবার দিতে দেরি হওয়ায় মাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে গ্রেফতার

    ২৪ ঘন্টা ডেস্ক : রাতের খাবার দিতে একটু দেরি হওয়ায় আপন মাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে। এমনকি মাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছে তার আপন বোন। 

    শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বাঘোলিতে। এ ঘটনায় অভিযুক্ত গণেশ(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

    রাজ্য পুলিশ সূ্ত্রে জানা যায়, মহারাষ্ট্রের বাঘোলিতে গণেশনগর এলাকায় একটি ফ্ল্যাটে মা লীলাবাঈ শ্যামরাও চহ্বাণ এবং বছর ছাব্বিশের বোন প্রিয়ার সঙ্গে থাকতেন গণেশ। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি ফিরে রাতের খাবার তখনও তৈরি হয়নি দেখে মায়ের সঙ্গে ঝগড়া হয়।

    কথাকাটাকাটির এক পর্যায়ে রান্না ঘর থেকে ছুরি এনে সে মাকে ছুরিকাঘাত করেন। এ সময় বোন প্রিয়া বাধা দিতে এলে তাকেও ছুরিকাঘাত করেন গনেশ। বোনের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় লীলাবাঈ এবং প্রিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লীলাবাঈকে মৃত বলে ঘোষণা করেন।

    গুরুতর আহত অবস্থা হাসপাতালের নিবির পরিচর্য কেন্দে (আইসিইউ) ভর্তি রয়েছেন প্রিয়া।