Tag: জগন্নাথপুর

  • জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন ১ ডিসেম্বর

    জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন ১ ডিসেম্বর

    জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন তারিখ পরিবর্তন করে আগামী ৬ নভেম্বরের পরির্বতে ১ ডিসেম্বর করা সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

    বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

    তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় ৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু স্থানীয় সাংসদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় ৬ নভেম্বর পরির্বতে আগামী ১ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে।

    জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমানকে নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইমন। এদিকে সম্মেলন কে সামনে রেখে জগন্নাথপুরে ব্যপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

  • জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক পরিবহন-শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

    জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক পরিবহন-শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

    জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক সংস্কারের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকের ডাকে অর্নিধিষ্ট কালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

    বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম তাঁর কার্যালয়ে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের নিয়ে বৈঠকে বসেন।

    বৈঠকে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম, জগন্নাথপুর-সিলেট মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠক শেষে আজ বেলা ২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

    জগন্নাথপুর সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম নিশ্চিত করেছেন। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বাস দেয়া হয়েছে সড়কে মেরামতের কাজ শুরু হবে। এজন্য ধর্মঘট প্রত্যাহার করে বৃহস্পতিবার থেকে পুনরায় গাড়ি চলাচল শুরু হবে।