Tag: জঙ্গল

  • সীতাকুণ্ডের শীতলপুরে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

    সীতাকুণ্ডের শীতলপুরে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডের শীতলপুর এলাকা থেকে অজ্ঞাত এক লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুর দুইটার দিকে শীতলপুরস্থ মদনহাট ফরেষ্ট আফিসের পার্শ্ববর্তী পাহাড়ের নিচে জঙ্গলের ভিতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

    জানা যায়, স্থানীয় কয়েকজন এলাকাবাসী একটি লাশ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী শাহা, মডেল থানার ওসি ( তদন্ত) শামীম শেখ ঘটনাস্থলে উপস্থিত হন।

    লাশটির বয়স আনুমানিক (২৮) বছর। ধারণা করা হচ্ছে লাশটি ৪/৫ দিন আগের। লাশের শরীরে পঁচন ধরাতে মুখমন্ডল চেনা যাচ্ছে না।

    এব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ বলেন, স্থানীয় এলাকাবাসীর দেওয়া খবরে আমরা মদনহাটের ফরেষ্ট বিটের একটু দুরে জঙ্গল থেকে লাশটি উদ্ধার করি।

    বিষয়টি চট্টগ্রাম সিআইডি টিমকে জানানো হয়েছে তারা এলে লাশ শনাক্ত করবে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু