Tag: জনতা ব্যাংকে

  • জনতা ব্যাংকের উদ্যোগে বেলাইচন্ডিতে কম্বল বিতরণ

    জনতা ব্যাংকের উদ্যোগে বেলাইচন্ডিতে কম্বল বিতরণ

    নীলফামারী জেলা প্রতিনিধি ॥ জনতা ব্যাংক লিমিটেড এর উদ্যোগে সৈয়দপুরের পাশ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়েছে।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বেলাইচন্ডি ইউনিয়ন ভূমি অফিস চত্বরে শীতার্ত ৩ শ’ পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন জনতা ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপক পরিচালক জিকরুল হক।

    এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতানা নাসরিন, বেলাইচন্ডি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু জতিস দাস, সৈয়দপুর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু, বেলাইচন্ডি ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান মুকুল ও হোমিও চিকিৎসক ডাঃ সামসুল হক প্রমুখ।

    কম্বল বিতরণকালে প্রধান অতিথি জনতা ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপক পরিচালক জিকরুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। শীত মৌসুমে সারা দেশে শেখ হাসিনার পক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। শেখ হাসিনা আছে বলেই দেশের উন্নয়ন হয়েছে। আগামী দিনে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে পারলে দেশের অভাব-অনটন থাকবেনা।