Tag: জনদুর্ভোগ

  • সীতাকুণ্ডের জোড়ামতলে রাস্তার বেহালদশা, জনদুর্ভোগে হাজারো মানুষ

    সীতাকুণ্ডের জোড়ামতলে রাস্তার বেহালদশা, জনদুর্ভোগে হাজারো মানুষ

    কামরুল ইসলাম দুলু:সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল কাজীপাড়া রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগে ২০ হাজার মানুষ।

    দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই জনবহুল সড়কটি। গত দু বছর আগে এই রাস্তার সংস্কার কাজ শুরু হলেও কোন এক অদৃশ্য শক্তিতে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়।

    শিপ ব্রেকিং ইয়ার্ড এর ট্রাক চলাচলের কারণে রাস্তার এই জরাজীর্ণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

    এলাকাবাসী জানান আগামী ৩০ জুনের মধ্যে যদি শিপ ব্রেকিং ইয়ার্ড এর মালিকরা রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ না করেন, পহেলা জুলাই থেকে শিপব্রেকিং ইয়ার্ডের গাড়ি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হবেন তারা।

    দীর্ঘদিন থেকে প্রায় ২০ হাজার মানুষের চলাচলের সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নিকট আবেদন করেও কাজের কাজ কিছুই হয়নি।

    এব্যাপারে ৮নং সোনাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মনির আহমেদ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত রাস্তার কাজের বাস্তবায়ন করার উদ্যেগ গ্রহন করা হবে।

    সড়কটির এই দুরঅবস্থা বিরাজ করলেও এলাকার মানুষের জনদূর্ভোগ লাঘবে প্রচেষ্টা নেই সংশ্লিষ্টদের। গুরুত্বপূর্ণ এ সড়কটি মেরামতে যেন দেখার কেই নেই। তাই সাধারণ মানুষের দূর্ভোগ লাঘবে জনস্বার্থে এ সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডে মহাসড়কের পাশে আবর্জনার পাহাড়, জনদুর্ভোগ

    সীতাকুণ্ডে মহাসড়কের পাশে আবর্জনার পাহাড়, জনদুর্ভোগ

    সীতাকুণ্ড পৌরসদরস্থ শেখপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশের খালি জায়গায় ময়লা-আবর্জনার ভাগাড়ে (ডাস্টবিন) পরিণত হয়েছে। পথচারীরা দুর্গন্ধ নাকে রুমাল চেপে চলাচল করছে কেউ কেউ হাত দিয়ে নাকমুখ চেপে ধরে চলাচল করছেন।

    আবর্জনার দুর্গন্ধ বাতাসে মিশে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এই এলাকা দিয়ে চলাচল করার সময় ময়লার দুর্গন্ধে প্রায়ই অসুস্থ হয়ে পড়েছেন নারী ও শিশুরা। ময়লার স্তূপে পথচারীদের চলাচলের ফুটপাথ বন্ধ হওয়ার পথে।

    জানা যায়, মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে বাজারের ময়লা-আবর্জনা ফেলার কারণে স্তূপ সৃষ্টি হয়েছে। দিনের পর দিন ময়লা ফেলার কারণে পথচারীদের চলাচলের স্থান বন্ধ হয়ে গেছে। মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে উঠা এসব ময়লা-আবর্জনার স্তূপের কারণে পথ চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

    আবর্জনার পচা দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি প্রতিনিয়ত মহাসড়কের এ স্থান দিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসযাত্রী, স্কুল, কলেজের শিক্ষার্থী এবং পথচারীদের। এতে বাতাসে নানা ধরনের রোগ জীবানু ছড়িয়ে পড়ায় রোগাক্রান্ত হচ্ছেন স্থানীয় পথচারীরা।

    জানা যায়, পৌরসদরের শেখপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খোলা জায়গায় পৌর বাজার এবং বিভিন্ন ওয়ার্ডে ময়লা আবর্জনা ফেলতে শুরু করে সংশ্লিষ্টরা পৌরসভা কর্তৃপক্ষের অবহেলায় ধীরে ধীরে তা ময়লার ভাগাড়ে পরিণত হয়। এতে পথ চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় মহাসড়কের এ স্থানে প্রায়শ ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

    এছাড়া খোলা জায়গায় ফেলা এসব ময়লা আবর্জনার উৎকট গন্ধে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।

    বিষয়টির সমাধানে স্থানীয় পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বেশ কয়েকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো সুরাহা হয়নি।

    এব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাইমুন উদ্দিন মামুন বলেন, বিষয়টি আসলে বড় একটি সমস্যা। রাস্তার পাশে এভাবে ময়লা ফেলে পরিবেশেরও মারাত্বক সমস্যা হচ্ছে। পৌরসভার মাসিক মিটিং এ বিষয়টি তুলেছি, ময়লার বাগাড়টি মহাসড়কের পাশ থেকে অন্যত্র সরানোর ব্যবস্থা করছি।

    সীতাকুণ্ড পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম বলেন, মহাসড়কের পাশের ময়লা, আবর্জনা ভাগাড়টি সরানোর জন্য জরুরি প্রদক্ষেপ গ্রহণে স্থানীয় কাউন্সিলরের সাথে আলোচনা করা হয়েছে। বিষয়টির সমাধানে খুব সহসাই ব্যবস্থা গ্রহণ করা হবে।