২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে চন্দনাইশ উপজেলার সাবেক এক জনপ্রতিনিধিকে তার দুই সহযোগীসহ আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২৬ নভেম্বর মঙ্গলবার দুপুর ১টার সময় কোতোয়ালী থানা এলাকার হোটেল মার্টিনের সামনে রাস্তার উপর থেকে ইয়াবাসহ দুজনকে এবং তাদের দেয়া তথ্যমতে চন্দনাইশ থেকে আরো একজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, চন্দনাইশ উপজেলার ৬ নং ওয়ার্ড জামিরজুরির সাবেক ইউপি মেম্বার ও একই এলাকার মৃত হরিশ চন্দ্র ধরের ছেলে চন্দন ধর (৪৮), একই উপজেলার দক্ষিণ জেয়ারা আনু মিয়া বাড়ির আনোয়ার হোসেনের ছেলে মো. সাহেদ (৩৩) ও মাওলানা ওমর আলী মৌলভীর বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে মো. মোরশেদুল আলম (৩০)।
পুলিশ জানায়, মাটিন হোটেলের সামনে রাস্তার উপরে ইয়াবা বিক্রির উদ্দ্যেশে কয়েকজন লোক অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় পুলিশ। এসময় দুজনকে আটক করে দেহ তল্লাশী করলে সাবেক জনপ্রতিনিধি চন্দন ধরের কাছ থেকে ৪ হাজার পিস এবং মো. সাহেদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুজনের প্যান্টের ব্যাল্টে বিশেষ কায়দায় লুকানো ছিলো ইয়াবা গুলো।
আটকে পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা কারবারে তাদের সাথে জড়িত মূল হোতা মো. মোরশেদুল আলমের তথ্য পেয়ে চন্দনাইশ উপজেলার দক্ষিণ জেয়ারা মাওলানা ওমর আলী মৌলভীর বাড়িতে অভিযান চালিয়ে তাকেও আটক করতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. মহসীন জানায়, আটক তিনজনই ইয়াবা কারবারে সক্রিয়ভাবে জড়িত। মঙ্গলবার ইয়াবাসহ তিনজনকে আটকের পর কোতোয়ালি থানার এসআই আব্দুর রব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।