Tag: জনপ্রশাসন মন্ত্রণালয়

  • চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মান্নানের বদলি, নতুন কমিশনার আজাদ

    চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মান্নানের বদলি, নতুন কমিশনার আজাদ

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানকে বদলি করে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

    অন্যদিকে চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবিএম আজাদকে।

    সোমবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে বিভাগয়ি কমিশনার পদে বদলি ও নিয়োগের আদেশ জারি করা হয়।বদলি প্রজ্ঞাপন বিভাগীয় কমিশনার

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানের সই করা প্রজ্ঞাপনে মো. আবদুল মান্নানকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার পদ থেকে বদলির কথা বলা হয়।

    অন্যদিকে চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবিএম আজাদকে দায়িত্ব দেয়ার কথা বলা হয়েছে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসানের সই করা প্রজ্ঞাপনে।

    জ২নস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

  • নতুন তথ্য সচিব কামরুন নাহার : সচিব হলেন তিন কর্মকর্তা

    নতুন তথ্য সচিব কামরুন নাহার : সচিব হলেন তিন কর্মকর্তা

    ২৪ ঘন্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে তথ্য সচিব হিসেবে বদলি করা হয়েছে। সোমবার (৩০ডিসেম্বর) বদলির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিতে নিয়োগ পাওয়া তথ্যসচিব আবদুল মালেকের মেয়াদ শেষ ৩০ ডিসেম্বর। তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন কামরুন নাহার।

    এছাড়া সোমবার একই দিনে মন্ত্রণালয়টির জারি করা পৃথক আদেশে জনপ্রশাসনের অতিরিক্ত সচিব পর্যায়ের তিনজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেনকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছে। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. সুলতান আহমেদকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগে পদায়ন করা হয়েছে।

    ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. রইছউল আলম মণ্ডলের। অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউসকে রবিবার পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়।

  • প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন চট্টগ্রামের পটিয়ার সন্তান আহমদ কায়কাউস

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন চট্টগ্রামের পটিয়ার সন্তান আহমদ কায়কাউস

    ২৪ ঘন্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক : চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী ইউনিয়নের বাসিন্দা ড. আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব পদ থেকে বদলি করে আহমদ কায়কাউসকে নতুন মুখ্য সচিব নিযুক্ত করেন।

    একই দিনের অপর এক প্রজ্ঞাপনে সরকারি চাকরিবিধি অনুযায়ী ৫৯ বছর পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রীর বর্তমান মুখ্য সচিব নজিবুর রহমানকে অবসর দেয়া হয়েছে।

    পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী ইউনিয়নের বাসিন্দা আহমদ কায়কোবাদের ছেলে আহমদ কায়কাউস বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব পদে যোগদানের আগে ‘ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট’ (আইএফপিআরআই)-এর পলিসি রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি সাপোর্ট প্রোগ্রামের (প্রএসএসপি) উপ-প্রধান হিসেবে ৩ বছর কাজ করেছেন।

    ড. আহমদ কায়কাউস যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের উইলিয়ামস কলেজ থেকে ডেভেলপমেন্ট ইকোনমিকসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি অ্যান্ড পলিটিক্যাল ইকোনমির ওপর পিএইডি ডিগ্রি অর্জন করেন।

    তিনি ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাজ করেছেন।

    ড. আহমদ কায়কাউস বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা পরিষদের (ইপিআরসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়ামাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগেও কাজ করেছেন আহমদ কায়কাউস।

    ড. আহমদ কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি পদোন্নতি পেয়ে তিনি একই বিভাগের সচিব হন।