Tag: জনসচেতনতায়

  • করোনা ভাইরাস জনসচেতনতায় সীতাকুণ্ড প্রেসক্লাবের লিফলেট ও মাস্ক বিতরণ

    করোনা ভাইরাস জনসচেতনতায় সীতাকুণ্ড প্রেসক্লাবের লিফলেট ও মাস্ক বিতরণ

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাস ঝুঁকি রোধে এলাকাবাসীকে সচেতনতা করার লক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।

    আজ ২২ মার্চ রবিবার বিকেলে সীতাকুণ্ড কলেজ রোড, সীতাকুণ্ড থানা, সীতাকুণ্ড বাজার পৌরসদর এলাকায় লিফেলেট বিতরণ করা হয়।

    বিতরণকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড স্রাইন কমিটির সহ-সভাপতি সুখময় চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম হেদায়েত, এম সেকান্দর হোসাইনসহ সীতাকুণ্ড প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

    সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন চৌধুরী বলেন, করোনা মোকাবিলায় সকলকে সচেতন হতে হবে। আমরা আমাদের জায়গা থেকে মানুষকে সচেতন করার চেষ্টা করছি।

    সাধারণ মানুষ যাতে ঘর থেকে বের না হয়, তার জন্য আমরা তাদের অনুরোধ করছি। তাছাড়া জনসমাগমের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও মানুষ ঘর থেকে বেরিয়ে অহেতুক জনসমাগম তৈরি করছে, যা পরিবারসহ সবাইকে ঝুঁকির মধ্যে ফেলছে।

    ২৪ ঘন্টা/ কামরুল দুলু/ আর এস পি