Tag: জন্মশত বার্ষিকী

  • হাটহাজারীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চারা বিতরণ

    হাটহাজারীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চারা বিতরণ

    হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে হাটহাজারীতে ২০ হাজার ৩শ ২৫টি চারা বিতরণ করা হয়েছে।

    বুধবার (১৫ জুলাই) হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে চট্টগ্রাম উত্তর বনবিভাগের অধীন হাটহাজারী এসএফএনটিসি কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় এ চারা বিতরণ করা হয়।

    সূত্র জানায়, উপজেলার আওতাধীন ১৪টি ইউনিয়ন পরিষদ, ৬টি কলেজ, ৭৩টি মাদ্রাসা ও মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ১২৫টি প্রাথমিক বিদ্যালয়ে ২০ হাজার ৩শ ২৫টি বনজ,ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। উক্ত চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন।

    এসময় উপস্থিত ছিলেন, এগার মাইল বন বিভাগের স্টেশন কর্মকর্তা ও বীট অফিসার সৌমেন বড়ুয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজম, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু সহ আরো অনেকে।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

  • বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী উপলক্ষে গঠিত মুজিবমঞ্চ উপকমিটির সদস্য হলেন ফজলে করিম

    বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী উপলক্ষে গঠিত মুজিবমঞ্চ উপকমিটির সদস্য হলেন ফজলে করিম

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে গঠিত মুজিবমঞ্চ উপকমিটির সদস্য মনোনিত হয়েছেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    এই কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড.শিরিন শারমিন চৌধুরী।

    মুজিবমঞ্চ উপকমিটির সদস্য মনোনিত হওয়ায় রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে মুজিবমঞ্চ উপকমিটির তালিকাসহ এমপি ফজলে করিম চৌধুরীর ছবি শেয়ার করে অভিনন্দনে সিক্ত করে চলেছেন।