Tag: জন্মাষ্টমী

  • হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ

    হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের নাথ পাড়ায় করোনা পজেটিভ আসা অন্তৃু নাথের পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদ।

    এ সময় একই সাথে লকডাউন হওয়া আরও ৬ পরিবারকেও খাদ্য সহায়তা প্রদান করা হয়। আজ শনিবার (৩০মে) দুপুরে মেখল এলাকার নাথ পাড়ায় ৭ পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

    বিতরণকালে সংগঠনের সাধারণ সম্পাদক বাবলু দাশ বলেন, ‘করোনা সংকটের এই মুহুর্তে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়ানো কর্তব্য। আমরা সংগঠনের পক্ষ থেকে কর্মহীন পড়া মানুষের পাশে দাঁড়াইয়েছি।

    সবাই মিলে ছোট ছোট ভালো কাজ করলে একদিন এই সমাজ মানবিক হয়ে উঠবে। অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষকে সাহায্য করার শুভ প্রয়াস আমাদের অব্যাহত থাকবে।

    এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবলু দাশ, আইন বিষয়ক সম্পাদক এড. কৃষ্ণ প্রসাদ নাথ, যুগ্ন-সম্পাদক চন্দন নাথ ও নির্বাহী সদস্য শুভ দাশ প্রমূখ।

    ২৪ ঘণ্টা/পারভেজ/আর এস পি