Tag: জবর দখল

  • জমি জবর দখল করেও দিনমজুরের হাত ভেঙে দিলেন শিক্ষক

    জমি জবর দখল করেও দিনমজুরের হাত ভেঙে দিলেন শিক্ষক

    লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে জমিজমা বিষয়ক পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ হোসেন নামের এক দিনমজুরকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে মোহাম্মদ উল্লাহ মাস্টার নামের এক শিক্ষক। ওই শিক্ষক টুমচর আসাদ একাডেমিতে শিক্ষকতা করছেন।

    পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা গেছে- লক্ষ্মীপুর সদর উপজেলার ২১ নং টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের মুসলিম পন্ডিত বাড়ীর মৃত মুসলিম পন্ডিতের ছেলে আতরআলী জীবদ্দশায় তার খরিদকৃত সম্পত্তি থেকে আনুমানিক ১৫ বছর পূর্বে ১৩৮১ খতিয়ানের ৬২৭২ দাগে নাল জমির পূর্ব পাশ দিয়ে মোট জমি থেকে ৩ শতাংশ জমি বিক্রি করেন একই এলাকার টুমচর গ্রামের সালাম চোকিদার বাড়ি প্রকাশ মনির বাপের বাড়ীর মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ উল্লাহ মাস্টারের কাছে।

    ১৫ বছর ধরে ওই জমির পূর্ব পাশ দিয়ে ভোগ দখল করলেও আতর আলী বিগত ৫ বছর পূর্বে মারা যাওয়ার পর এক রকম হঠাৎ করেই মোহাম্মদ উল্লাহ মাস্টার তার দলবল নিয়ে জমির পশ্চিম পাশ দিয়ে জবর দখল করেন। এতে আতর আলীর ৯ ওয়ারিশের মধ্যে জমজ দুই ভাই মোহাম্মদ হাসান (৪৫) মোহাম্মদ হোসেন (৪৫) সহ অন্যান্য ওয়ারিশগণ বাধা দিলে পূর্ব থেকে ওঁতপেতে থাকা মোহাম্মদ উল্লাহ মাস্টারের পেটোয়াবাহিনী তোফায়েলের ছেলে শরীফ(২৬)ও শহীদ(২৩), মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ইউসুফ (৩৮),আব্দুর রহিমের ছেলে জসীম(৩৫) ও মহিন (৩৮) সহ আরো ৫/৭জন সঙ্গবদ্ধ হয়ে লোহার রড, দা, লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময় মোহাম্মদ উল্লাহ মাস্টারের লোহার রডের আঘাতে মোহাম্মদ হোসেনের ডান হাতের কব্জি ভেঙে যায় ও মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

    আহতদের আর্তচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। যার রেজিঃনং ২৪১২৭/৭২

    প্রত্যক্ষদর্শী মোঃ শরীফ হোসেন বলেন – মারামারীর ভিতরে শোরগোল শুনে আমি এগিয়ে গেলে মোহাম্মদ উল্লাহ মাস্টার আমাকে হুমকি ধামকি দেয় আমি যেনো সামনের দিকে এগিয়ে না যাই। সে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মোহাম্মদ হোসেন ও হাসানদের উপর মারধোর করতে থাকে।

    আহত মোহাম্মদ হোসেনের স্ত্রী পাখি বেগম বলেন- আমার স্বামীকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত ভেঙে দেয় ও মাথায় রক্তাক্ত জখম করে মোহাম্মদ উল্লাহ মাস্টার ও তার পেটোয়া বাহিনী। আমি এর বিচার চাই।

    মোহাম্মদ উল্লাহ মাস্টারের মোবাইল ফোন বন্ধ থাকায় কয়েকদফা চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    এই নিয়ে টুমচর ইউনিয়ন পরিষদে কয়েকদফা সালিশ বৈঠকে বসলেও সুনির্দিষ্ট কোনো মীমাংসা না হওয়ায় ভুক্তভোগী মোহাম্মদ হাসান বাদী হয়ে লক্ষ্মীপুর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন।

    টুমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন বলেন এই সমস্যা দীর্ঘদিনের। আমরা বসে সমাধানের চেষ্টা করেছি তবে সমাধান করতে পারেনি।

    এদিকে ভুক্তভোগী মোহাম্মদ হোসেন ও হাসান তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে এ প্রতিবেদকের কাছে উদ্বিগ্নতা প্রকাশ করেন।

    ২৪ ঘণ্টা/আকাশ

  • সীতাকুণ্ডে ভূমি জবর-দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সন্মেলন

    সীতাকুণ্ডে ভূমি জবর-দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সন্মেলন

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে জায়গা দখল করে গাছ কর্তন করে গ্যারেজ নির্মানের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে নুর নাহার বেগম নামে এক নারী। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

    এসময় লিখিত বক্তব্যে নুর নাহার বেগম বলেন, আমার স্বামীর বিদেশের কষ্টার্জিত অর্থ দিয়ে বিগত ২০০৬ সালের ২৮ আগষ্ট জনৈক হাজী মহিউদ্দীনের কাছ থেকে মহাদেবপুর মৌজার ১২ শতক আন্দর ৮ শতক নাল জমি ক্রয় করি। যাহার (দাগ নং ৫০৮৫ খতিয়ান নং ২৩০১)।

    আমি ক্রয়কৃত ৮ শতক জমি নামজারি খতিয়ান করার পর জমির তিনদিকে সীমানায় দেওয়াল নির্মাণ করি, এরপর বাউন্ডারীর ভিতরে বিভিন্ন গাছ রোপন করি। দীর্ঘ ১২/১৩ বছর যাবৎ এই জায়গা ভোগ দখলে আছি। কিন্তু গত ১১ নভেম্বর সকালে এলাকার সফিকুল ইসলাম নামের এক ভূমিদস্যুর নেতৃত্বে সন্ত্রাসী দল বাউন্ডারীতে প্রবেশ করে সমস্থ গাছ কেটে সেখানে গ্যারেজ নির্মাণ করতে বাঁশের খুটিসহ বিভিন্ন মালামাল আনতে থাকে। এসময় আমি আমার মেয়েকে নিয়ে এসব কাজে বাঁধা দিলে তারা আমাদেরকে গালি গালাজ করে জানে মেরে ফেলার হুমকি দেয়।

    এরপর ভয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ হেল্প লাইন ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে হেল্প লাইন থেকে বিষয়টি সীতাকুণ্ড মডেল থানাকে অবহিত করলে এসআই কায়েমুল ইসলামের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় উভয় পক্ষকে বুঝিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন এবং উভয়পক্ষকে মীমাংসার জন্য স্থানীয় প্রশাসন বা আইন আদালতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

    বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি এবং এ ব্যাপারে থানায় জিডি করেছি। আমি ভূমিদস্যু সফিকুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।