Tag: জবুথবু

  • প্রচন্ড শীতে জবুথবু সৈয়দপুর সহ নীলফামারী জেলা

    প্রচন্ড শীতে জবুথবু সৈয়দপুর সহ নীলফামারী জেলা

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ প্রচন্ড কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সৈয়দপুর সহ নীলফামারী জেলার জনজীবন।

    মৃদু শৈত্য প্রবাহে শীতের তীব্রতা ক্রমেই বেড়ে চলেছে। ফলে হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে পুরো এলাকা। কর্মচাঞ্চল্য একেবারে স্থবির হয়ে পড়েছে। যানবাহন চলাচলেও দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। বাতাসের সাথে সাথে মাঝে মাঝে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে জনপদগুলো। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দিনমজুর খেটে খাওয়া মানুষ। তারা যেমন কর্মে যেতে পারছেনা শীতের কারণে তেমনি কাজ না করায় আয় বঞ্চিত হয়ে অনাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছে। হাড় কাপানো শীতে অসুস্থ হয়ে অনেকেই ভর্তি হচ্ছেন হাসপাতালে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগাক্রান্তরা সবচেয়ে বেশি বিপদে পড়েছে। শিল্প ও বানিজ্য নগরী শীতের প্রকোপে কর্মনিস্তব্ধ হয়ে পড়েছে।

    এদিকে শীত তথা ঘন কুয়াশার কারণে কৃষকরা পড়েছে চরম বিপাকে। তাদের বোরো বীজতলা, আলুর খেত, রবিশস্য সরিষা, ভুট্টা, বাদাম ও গমের খেত ক্ষতিগ্রস্থ হয়েছে। ধানবীজ হলদে বরণ ধারণ করায় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছে আগামী বোরো আবাদ নিয়ে।

    যানবাহন চলাচলের ক্ষেত্রে দেখা দিয়ে সিডিউল বিপর্যয়। ট্রেনগুলো প্রতিটিই ৫ থেকে ৬ ঘন্টা বিলম্বে যাতায়াত করছে। সড়কপথে বাস, ট্রাক, মোটর সাইকেল ধীরগতিতে দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে চলাচল করছে। আকাশপথে ঢাকা-সৈয়দপুর রুটে চলাচলকারী বিমানগুলো যথাসময়ে আসতে পারছেনা। সকালের বিমান দুপুরে বা বিকালে এসে পৌছায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।

    সব মিলিয়ে কনকনে শীতে সৈয়দপুরসহ নীলফামারী জেলার সর্বস্তরের মানুষ কাতর হয়ে পড়েছে। আজ ১৩ জানুয়ারি সোমবার সৈয়দপুরে তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।