Tag: জব্দ

  • হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান : ৩ হাজার মিটার জাল জব্দ

    হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান : ৩ হাজার মিটার জাল জব্দ

    চট্টগ্রাম ডেস্ক : দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর হাটহাজারী উপজেলার বিভিন্ন অংশে অভিযান চালিয়েছে প্রশাসন।

    এসময় মাছ শিকারের জন্য নদীর বিভিন্ন অংশে বসানো ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে হালদা নদীর গড়দুয়ারা, নাঙলমোড়া এবং গুমানমর্দন ইউনিয়নের অংশে অভিযানটি পরিচালিত হয়।

    অভিযানের নের্তৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।

    তিনি জানান, অবৈধভাবে কতিপয় ব্যাক্তি মধ্যরাতে হালদা নদীতে মাছ শিকার করছে এমন তথ্য পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সহায়তায় মঙ্গলবার রাত ১১টার দিকে অভিযান চালানো হয়।

    এসময় হাটহাজারী উপজেলার আওতাধীন হালদা নদীর গড়দুয়ারা, নাঙলমোড়া এবং গুমানমর্দন ইউনিয়নের অংশ থেকে ৩ হাজার মিটার জাল জব্দকরা হয়। জব্দকৃত জালগুলো ধ্বংস করা হবে জানিয়ে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি বললেন রুহুল আমিন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • করোনা’য় হরিলুট! ১৮০ টাকার মাস্ক ১৫শ টাকায় বিক্রি, মজুদ পিপিই ও চায়না কিট

    করোনা’য় হরিলুট! ১৮০ টাকার মাস্ক ১৫শ টাকায় বিক্রি, মজুদ পিপিই ও চায়না কিট

    ২৪ ঘণ্টা ডেস্ক নিউজ || করোনা সংক্রমনে যেখানে সারাদেশ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেখানে দেশের এক শ্রেনীর মুনাফা লোভী ব্যবসায়িরা বিপুল মুনাফা লাভের জন্য করোনা চিকিৎসায় ব্যবহৃত সব সুরক্ষা সামগ্রী মজুদ করে

    পিপিই সংকটে একের পর এক আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। অথচ মাস্ক, হ্যান্ড গ্লোবস, স্যানিটাইজার, পিপিইসহ করোনা কালে প্রয়োজন এমন সকল সামগ্রী মজুদ রেখে বেশি দামে বিক্রি করছে মুনাফালোভীরা।

    মাত্র ১৮০ টাকার একটি মাস্ক এন নাইন্টি ফাইভ নাম দিয়ে বিক্রি হচ্ছে ১৫শ টাকায়। এ যেন দুর্যোগের সুযোগে হরিলুট।

    বৃহস্পতিবার সন্ধ্যায় (১৬ এপ্রিল)
    রাজধানীর বাংলামোটরের জহুরা স্কয়ার মার্কেটের এবিসি করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে করোনার কিট ও পিপিইর বিশাল মজুদ পাওয়া গেল এখানে। সঙ্গে আছে মাক্স, হ্যান্ড গ্লোবস, স্যানিটাইজারসহ চিকিৎসায় ব্যবহৃত সব সুরক্ষা সামগ্রী।

    এসব সামগ্রী উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে প্রতিষ্ঠানটির পরিচালকসহ ৩ জনকে।এন নাইনটি ফাইভ মাস্ক

    পুলিশ জানায়, প্রতিষ্ঠানটিতে নকল এন৯৫ মাস্ক তৈরি হচ্ছে এমন খবরে এ অভিযান চালানো হয়।

    ডিএমপি রমনা জোন এডিসি আজিমুল হক জানান, আমাদের চেকপোস্টে একব্যক্তি অভিযোগ করে তাকে ২০টি মাস্ক ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

    এ অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি তার মালিককে ধরতে সক্ষম হয়েছি।

    এখানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাস্ক, পিপিইসহ সুরক্ষা সরঞ্জাস এবং চায়না মেডিকেল কিট উদ্ধার করেছি। এসব সামগ্রী তারা চড়া মূল্যে বিক্রি করছে।

    প্রতিষ্ঠানটির কাছে এসব সুরক্ষাসামগ্রী আমদানি ও মজুদের পক্ষে সুনির্দিষ্ট কোনো কাগজপত্র পাওয়া যায়নি। অবৈধ মজুদের দায়ে প্রতিষ্ঠানটির পরিচালকসহ আটক ৩ জনের বিরুদ্ধে কালোবাজারীর অভিযোগে নিয়মিত মামলা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় আরো কেউ জড়িত কিনা জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • মিরসরাইতে মাটিকাটার সরঞ্জাম জব্দ, লাখ টাকা জরিমানা

    মিরসরাইতে মাটিকাটার সরঞ্জাম জব্দ, লাখ টাকা জরিমানা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি || মিরসরাইতে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে রাতের আধারে ফসলী জমির টপ সয়েল কাটার সময় মালামাল জব্দ ও জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

    গতকাল শনিবার (১১ সেপ্টম্বর ) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

    উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রাশেদুল ইসলাম তানজির ২৪ ঘণ্টা ডট নিউজকে জানান, রাতের আধারে জমির টপ সয়েল কাটার সময় দুটি স্কেভেটর ও দুটি ট্রাক জব্ধ করা হয়েছে। পাশাপাশি ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    তিনি বলেন, করেরহাট ইউনিয়নের সাবেনিরখিল ঘেড়ামারা আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে এগুলো জব্ধ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/আশরাফ উদ্দিন/আর এস পি

  • করোনা মোকাবেলায় ফটিকছড়িতে অভিযান অব্যাহত: ৯টি মোটরসাইকেল জব্দ

    করোনা মোকাবেলায় ফটিকছড়িতে অভিযান অব্যাহত: ৯টি মোটরসাইকেল জব্দ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : করোনা মোকাবেলায় ফটিকছড়িতে সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে বাইরে বের হওয়া লোকজনকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

    বিকেল ৩টার পর সকল দোকানপাট বন্ধ ঘোষণার পর উপজেলাজুড়ে চলছে প্রশাসনের কড়া অভিযান। অবৈধ যানবাহন ও লাইসেন্স পরীক্ষা করছেন উপজেলার বিভিন্ন স্হানে।

    ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র না থাকলে আটক করা হচ্ছে যানবাহন। গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ অভিযান।

    এদিকে, অভিযান শুরুর প্রথম দিনেই কাগজপত্র ও নম্বরবিহীন ৯টি মোটর সাইকেল জব্দ করার পাশাপাশি বাইক আরোহীকে জরিমানা করা হয়েছে।

    এ ব্যপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, শনিবারের পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ টি মোটরসাইকেল জব্দ করে ফটিকছড়ি থানায় দেয়া হয়েছে।

    তাছাড়া একটি মোটরসাইকেল আরোহীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান প্রতিদিন চলমান থাকবে বলে তিনি জানান।

    ২৪ ঘণ্টা/ এম জুনায়েদ/ আর এস পি

  • চট্টগ্রাম বিমানবন্দরে ৪১৩ কার্টন নিষিদ্ধ সিগারেট জব্দ, আটক ২

    চট্টগ্রাম বিমানবন্দরে ৪১৩ কার্টন নিষিদ্ধ সিগারেট জব্দ, আটক ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানী নিষিদ্ধ ৪১৩ কার্টন সিগারেট জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

    রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিদেশ ফেরত দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে এসব সিগারেট জব্দ করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

    বিমান বন্দর সূত্র জানায় শারজাহ থেকে আসা বিদেশে ফেরত যাত্রীরা বেশ কিছু আমদানী নিষিদ্ধ সিগারেট নিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে প্রবেশ করেছে এমন গোপন সংবাদ পেয়ে বিদেশ ফেরত যাত্রীদের ব্যাগেজ তল্লাশী শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

    চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা যাত্রী মোহাম্মদ আবদুর রহিম এবং আব্দুল জব্বারে কাছ থেকে এসব বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। যার প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

    শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশী করা হয়।

    এসময় স্ক্যানিং ছাড়াই ব্যাগেজ নিয়ে দ্রুত বিমান বন্দর থেকে সরে পড়ার চেষ্টা করেন সাতকানিয়ার আবদুর রহিম ও আব্দুল জব্বার। এ সময় তাদেরকে চ্যালেঞ্জ করে ব্যাগেজে ডানহিল, ৩০৩ ও ইজি ব্রান্ডের ৪১৩ কার্টন সিগারেট পাওয়া যায়।

    উদ্ধার করা সিগারেটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

  • রূপসা কিং গ্রুপে অভিযান, সাড়ে আট কোটি টাকা জব্দ (ভিডিও)

    রূপসা কিং গ্রুপে অভিযান, সাড়ে আট কোটি টাকা জব্দ (ভিডিও)

    চট্টগ্রামের ইপিজেড এলাকায় “রূপসা কিং গ্রুপ” নামের ক্ষুদ্রঋণ দানের সমবায় প্রতিষ্ঠান গার্মেন্টস শ্রমিকদের নানা প্রলোভন দেখিয়ে ৮-১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় সিলগালা করে দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। এসময় ৮ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয় এবং গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

    মঙ্গলবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় বন্দরনগরীর ইপিজেড মোড়ের চৌধুরী মার্কেটে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।

    স্থানীয় এলাকাবাসী ও গার্মেন্টস শ্রমিকরা অভিযোগ করেছেন, ইপিজেডের শ্রমিকদের নানা প্রলোভন দিয়ে সংঘবদ্ধ চক্রটি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।

    প্রতারণার অভিযোগ পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলো বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান।

    আগামীকাল আদালতের সহায়তায় আবারো সেখানে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। এদিকে, প্রতিষ্ঠানটির কার্যালয় সিলগালা করার পর রাতে সেখানে অনেক আমানতকারী জড়ো হন। আমানত ফিরে পেতে বিক্ষোভ করেন তারা।

    জানা গেছে, রূপসা কিং গ্রুপের নামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লায়ন মো. মজিবুর রহমান কোম্পানি। এর ভাইস চেয়ারম্যান মো. মুছা হাওলাদার।

  • আনোয়ারায় লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ

    আনোয়ারায় লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ

    ২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জেলা মৎস্য কর্মকর্তার বিশেষ কম্বিং অপরেশন পরিচালনা করে লক্ষ টাকার নিষিদ্ধ জাল ও জাটকা জব্দ করেছে মোবাইল কোর্ট। নিষিদ্ধ জালের মধ্যে রয়েছে ৫টি বেহুদী জাল।

    বুধবার (৭ জানুয়ারি) দিন ব্যাপী নিষিদ্ধ জাল নির্মূল করণের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জাল ও জাটকা জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জালের আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। এসময় জব্দকৃত অবৈধ জাল গুলি পুড়িয়ে দেওয়া হয় এবং জাটকা গুলো এতিমখানায় বিতরণ করা হয়।

    বিশেষ কম্বিং অপরেশন পরিচালানা করেন জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা। অপারেশনে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ কোষ্ট গার্ডের সদস্য ও নৌ পুলিশের সদস্যরা।

  • ফটিকছড়িতে পাহাড় কাঁটার দায়ে অর্থদন্ড : এস্কেভেটর ও চালক আটক

    ফটিকছড়িতে পাহাড় কাঁটার দায়ে অর্থদন্ড : এস্কেভেটর ও চালক আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের কারবাল টিলা এলাকায় পাহাড় কাঁটার দায়ে র‍্যাব আরপি লিমিটেডের স্বত্বাধিকারী ফখরুল আমিন ভূঁইয়াকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর জব্দ করা হয় এবং এস্কেভেটর চালককে আটক করা হয়।

    আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন এ অভিযান পরিচালনা করেন।

    উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সায়েদুল আরেফিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ক ধারা লঙ্ঘন করায় এক টাকা লক্ষ অর্থদণ্ড করা হয়। সাথে মাটি কাঁটার এস্কেভেটর জব্দ করা হয়। এছাড়াও স্কেভেটর চালককে আটক করা হয়েছে বলে জানান ইউএনও।

  • ঘোষণা ছিল সেলাই মেশিন এক্সেসোরিজের এসেছে এয়ারকন্ডিশন ও পণ্য সামগ্রী : জব্দ

    ঘোষণা ছিল সেলাই মেশিন এক্সেসোরিজের এসেছে এয়ারকন্ডিশন ও পণ্য সামগ্রী : জব্দ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঢাকার শিমু ট্রেডিং হাউস নামে একটি প্রতিষ্ঠানের নামে হংকং থেকে চট্টগ্রাম বন্দরে আসার কথা ছিল সেলাই মেশিন এক্সেসরিজ। কিন্তু চালানে এসেছে এয়ারকন্ডিশন ও পণ্য সামগ্রী। বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরে চালানটির কায়িক পরীক্ষাতে এসব মালামাল ধরা পড়ে।

    মিথ্যা ঘোষণায় প্রায় অর্ধ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করায় চালানে আসা মালামালগুলো জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।

    চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. নুর উদ্দিন মিলন জানান, কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার তৎপরতার কারণে এই বিশাল শুল্ক ফাঁকি রোধ করা সম্ভব হয়েছে।

    তিনি বলেন, চালানে সেলাই মেশিন এক্সেসরিজ থাকার কথা থাকলেও চালানটির কায়িক পরীক্ষায় ৮৩ হাজার ৫শ পিচ স্কার্ফ, ১ লাখ ইনসুলিন সিরিঞ্জ, ৩৭৯ জোড়া জুতা, ৩টি সাইকেল, ১১৩টি লেডিস ব্যাগ, ৪০টি ঘড়ি, ১০ লিটার শ্যাম্পু, ৩ লিটার ফেস ওয়াশ ও ২টি এয়ারকন্ডিশন পাওয়া যায়।

    পণ্যগুলো জব্দ করার পাশাপাশি এসব পণ্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানা তিনি।

  • হালিশহরের ঈদগাঁহ থেকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১,মিনি ট্রাক জব্দ

    হালিশহরের ঈদগাঁহ থেকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১,মিনি ট্রাক জব্দ

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর হালিশহর থানা ঈদগাঁহ এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মিনিট্রাকটি জব্দ করা হয়।

    রবিবার সন্ধ্যা পৌণে ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইয়াবা কারবারির নাম মো. গালমান (৩০)। তিনি শরিয়তপুর জেলার ডামুডা চর ভেয়ারার মৃত জয়নাল মাহব্বরের ছেলে।

    নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ সালমানকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় ইয়াবা পরিবহণে ব্যবহৃত মিনি ট্রাকটি। তার বিরুদ্ধে হালিশহর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

  • সীতাকুণ্ডে ফেনসিডিলসহ আটক ২, প্রাইভেটকার জব্দ

    সীতাকুণ্ডে ফেনসিডিলসহ আটক ২, প্রাইভেটকার জব্দ

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে র‌্যাব-৭ এর অভিযানে ৩৮৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়।

    রবিবার (২৪নভেম্বর) ভোর ৫ টায় ফৌজদারহাট লিংক রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮৯ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কারসহ দু’জনকে আটক করে র‌্যাব ৭ ।

    আটককৃত দু’জন হল, আবুল ফয়সাল (২১) পিতা-আবুল কালাম ও শাহীন আলম(২২) পিতা-রুহুল আলম। তারা প্রত্যেকে ফেনী জেলার ছাগলনাইয়া থানার মোকামিয়া ও দক্ষিণ মটুয়া গ্রামের বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার (চট্টমেট্রো-১১-০৯৫০)জব্দ করা হয়।

    এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (ইন্টালিজেন্ট) সুমণ বনিক বলেন, র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ৩৮৯ ফেন্সিডিল একটি প্রাইভেটকারসহ দু’জনকে আটক করে মডেল থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • গ্রীণলাইন পরিবহনের বাসে ইয়াবা : চালক-হেলপার গ্রেফতার,বাস জব্দ

    গ্রীণলাইন পরিবহনের বাসে ইয়াবা : চালক-হেলপার গ্রেফতার,বাস জব্দ

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রীণলাইন পরিবহণের একটি এসি বাস থেকে ৯ হাজার ৬শ ৬৮পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় বাসটি জব্দ করার পাশাপাশি ইয়াবা পরিবহণের দায়ে বাসটির চালক ও চালকের সহকারিকে গ্রেফতার করা হয়।

    ২১ নভেম্বর বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, বাসের চালক মো. মোফাজ্জল হক (৩৮) ও চালকের সহকারী মো. হাবিবুর রহমান (২৪)।

    র‌্যাব জানায়, বৃহস্পতিবার ভোরে গ্রীণলাইন পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাসে করে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে ঢাকার উদ্দ্যেশে যাচ্ছে এমন তথ্য পেয়ে দামপাড়ায় বিশেষ চেক পোস্ট বসায় র‌্যাবের অভিযানিক টিম।

    ভোরে দামপাড়াস্থ স্টার লাইন স্পেশাল লিমিটেড কাউন্টারের সামনে গাড়িটি তল্লাশীর জন্য সংকেত দিলে বাসের চালক গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে চালকসহ দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

    ধাওয়া করে দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা পরিহণের কথা স্বীকার করে এবং বাসের ভেতরে সুকৌশলে লুকানো ইয়াবাগুলো দেখিয়ে দেন। পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার দেখিয়ে বাসটি (ঢাকা মেট্রো-ব- ১৪-১১০৮) জব্দ করা হয়।

    তথ্য নিশ্চিত করে র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানান, চালক ও চালকের সহকারী দুজনে মিলে দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন অভিনব কায়দায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।

    দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত বাসসহ নগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।