Tag: জমকালো

  • পর্দা নামলো কুবির জমকালো ফিন ফেস্টের

    পর্দা নামলো কুবির জমকালো ফিন ফেস্টের

    তাসফিক আব্দুল্লাহ চৌধুরী, কুবি প্রতিনিধি: জমকালো আয়োজনের মাধ্যমে পর্দা নামলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ আয়োজিত ফিন ফেস্টের।

    আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    গতকাল সোমবার বিভাগটির ফিন্যান্স ক্লাবের উদ্যোগে নানা আয়োজনে ফিন ফেস্ট শুরু হয়। কেক কাটা ও র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

    সমাপনী অনুষ্ঠানে ফিন্যান্স ক্লাবের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও সরকার উম্মে সালমা জাহান উপমা এবং মোঃ হাফিজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবীর চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির সভাপতি ফেরদৌসী জাহান।

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এমরান কবীর চৌধুরী বলেন, ‘ফিন্যান্স বিভাগ অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এমন উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা পড়াশোনা করবে আমি এটাই চাই।

    এমন ইতিবাচক কাজের মধ্য দিয়ে সবাইকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে কাজ করতে হবে।’

    আলোচনা অনুষ্ঠানের পর ফেস্টে আয়োজিত বিভিন্ন সহশিক্ষা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    এরপর বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফেস্টের সমাপ্তি ঘটে।

    দুই দিনব্যাপী এই ফিন ফেস্টের সার্বিক সহযোগিতায় ছিলো সামিকো ইন্টারন্যাশনাল এবং হোটেল গ্রেভারীন ইন্টারন্যাশনাল।

  • কক্সবাজারে সীতাকুণ্ড প্রেসক্লাবের জমকালো ফ্যামিলী নাইট

    কক্সবাজারে সীতাকুণ্ড প্রেসক্লাবের জমকালো ফ্যামিলী নাইট

    কামরুল ইসলাম দুলু,কক্সবাজার থেকে ফিরে : সীতাকুণ্ড প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও জমকালো ফ্যামিলী নাইট অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার দিনব্যাপী কক্সবাজারের হোটেল অস্কারের হলরুমে জমকালো এ ফ্যামেলী নাইট অনুষ্ঠিত হয়।

    সীতাকুণ্ড প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের পরিবার এবং অতিথি মিলিয়ে বিশাল বহর নিয়ে শুক্রবার সকালে সীতাকুণ্ড থেকে পর্যটন নগরী কক্সবাজারের উদ্যেশে রওয়ানা হয়। সারাদিন সমুদ্র বীচে বেড়ানোর পর প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সংঞ্চালনায় সন্ধ্যা ৭ টা থেকে বিশাল হল রুমে শুরু হয় জমকালো ফ্যামেলী নাইট। চোখ জুড়ানো আলোকসজ্জায় সজ্জিত বিশাল মঞ্চে অনুষ্ঠিত উক্ত ফ্যামেলী নাইটে আকর্ষণীয় পর্ব ছিল র‌্যাফেল ড্র।

    সমুদ্র সৈকতে সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্যবৃন্দ

    এছাড়া গুণীজন সংবর্ধনা এবং সীতাকুণ্ডের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নৃত্য, গান পরিবেশিত হয়। এছাড়া রাঙ্গামাটির উপজাতি শিল্পীদের বিভিন্ন নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

    উক্ত ফ্যামেলি নাইটে প্রেসক্লাবের পক্ষ থেকে সীতাকুণ্ড প্রেসক্লাবের তিন সাবেক সভাপতিকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও রাজনীতি, ব্যবসায়ী, সমাজ সেবকসহ সমাজের বিভিন্ন বিষয়ে অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়।

    অনুষ্ঠানে ইপসার পক্ষ থেকে সকল সাংবাদিকদের আড়াই হাজার টাকার গিফট হ্যাম্পার তুলে দেন ইপসার প্রধান নির্বাহী আরিফুল রহমান।

    সীতাকুণ্ড প্রেসক্লাবের বনভোজনের ফ্যামেলী নাইট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম, কক্সবাজারের পুলিশ সুপার ফজলে রাব্বি, শিল্পপতি মাষ্টার আবুল কাশেম, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, ইপসার পরিচালক মঞ্জুর মোরশেদ চৌধুরী, বাদশা সিএনজি ফিলিং ষ্টেশানের সত্বাধিকারী মোঃ রফিকুল ইসলামকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

    এছাড়া সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম ফোরকান আবু, এম হেদায়েত ও এম সেকান্দর হোসাইন, সংগীত শিল্পী শান্তা দাশ, অনন্যা বড়ুয়া, নয়ন চক্রবর্তীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

    র‌্যাফেল ড্র তে প্রথম পুরস্কার বিজয়ী হয়ে ফ্লিজ জিতে নেন সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী, দ্বিতীয় পুরস্কার ৩২ইঞ্চি এলসিডি টিভি বিজয়ী হন শুকতারা পার্কের মালিক কপিল উদ্দিন, তৃতীয় পুরস্কার এয়ার কুলার জিতে নেন হাকিম মোল্লা।

    এছাড়া ১৮টি পুরস্কার লিটন কুমার চৌধুরী, জহিরুল ইসলাম, নাছির উদ্দিন অনিক, পলাশ চৌধুরী, দেলোয়ার হোসাইন, কামরুল ইসলাম দুলু, এস এম ইকবাল হোসেন, রাকেশ চৌধুরী, রফিকুল ইসলাম, জয়নাল আবেদিন, সাইফুল ইসলাম রুবেল, দীপ্ত চক্রবর্তী বিজয়ী হন।