Tag: জমি উদ্ধার

  • চট্টগ্রামে ১৫টি পুকুরসহ শত একর সরকারি জমি উদ্ধার

    চট্টগ্রামে ১৫টি পুকুরসহ শত একর সরকারি জমি উদ্ধার

    চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় সমুদ্র উপকূলে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১৫টি পুকুরসহ প্রায় ১০০ একর সরকারি জমি উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    জেলা প্রশাসন জানায়, উত্তর কাট্টলী সমুদ্র উপকূলীয় এলাকায় বিশাল সরকারি জায়গা একটি চক্র অনেক বছর ধরে অবৈধভাবে দখল করে ভোগ করে আসছে। সম্প্রতি বিষয়টি চট্টগ্রামের জেলা প্রশাসকের নজরে আসে। পরক্ষণেই তিনি কাট্টলী সার্কেলের সহকারী কমিশনারকে (ভূমি) সরকারি জমিগুলোকে উদ্ধার করতে নির্দেশনা দেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আজ (বৃহস্পতিবার) অভিযানে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া জমিতে নির্দেশনাসহ ১০টি সাইনবোর্ড টানানো হয়েছে, যাতে কেউ অবৈধ অনুপ্রবেশ না করে।

    জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সীতাকুণ্ড এলাকায় আগে প্রায় ১৯৪ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আবার ১০০ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। মেরিন ড্রাইভের পাশে উদ্ধার হওয়া এসব জমিতে ম্যানগ্রোভ ফরেস্ট, সংরক্ষিত বন, সাইক্লিং ট্র্যাক ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।

    অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • হাজী সেলিমের দখল থেকে অগ্রণী ব্যাংকের জমি উদ্ধার

    হাজী সেলিমের দখল থেকে অগ্রণী ব্যাংকের জমি উদ্ধার

    এমপি পুত্র ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে গ্রেফতারের পর পুরান ঢাকার মৌলভীবাজার এলাকায় স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিমের দখলে থাকা জমি উদ্ধার করেছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক।

    সোমবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা ছাড়াই হাজী সেলিমের দেয়া সীমানা প্রাচীর ভেঙে দখলকৃত জমি বুঝে নিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা। মে মাসে দখল হয়ে গেলেও এতদিন নিশ্চুপ ছিল ব্যাংক কর্তৃপক্ষ।

    মঙ্গলবার জমি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুস সালাম মোল্যা।

    ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর মৌলভীবাজার এলাকায় ১৪ শতাংশ জমির ওপর একটি দুইতলা ভবন ছিল। স্বাধীনতার পর নির্মিত ভবনটি অনেক পুরাতন হওয়ায় কিছু দিন আগে নতুন ভবনে শাখা স্থানান্তর করা হয়েছে।

    ব্যাংকের এক কর্মকর্তা জানান, করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটি ঘোষণার পর ব্যাংকের শাখাটিও বন্ধ ছিল। এখানে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী ভল্ট পাহারা দিতে ভেতরে অবস্থান করে। সেই সুযোগে চলতি বছরের মে মাসে আমাদের পুরনো ভবনটি গুড়িয়ে দিয়ে দখলে নেয় হাজী সেলিম। সোমবার সীমানা প্রাচীরের গেটের তালা ভেঙে তা দখলে নিয়েছি আমরা। পুরাতন ভবনে ব্যাংকের অনেক সরঞ্জাম ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল বলে জানান ব্যাংকের কর্মকর্তারা।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • চট্টগ্রাম বন্দরের বেদখলে থাকা ৩ একর জমি উদ্ধার

    চট্টগ্রাম বন্দরের বেদখলে থাকা ৩ একর জমি উদ্ধার

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরে পোর্ট কলোনি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এ উচ্ছেদ অভিযানের নের্তৃত্ব দেন।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে পরিচালিত উচ্ছেদ অভিযানে বন্দরের প্রায় ৩ একর জমি পুনরুদ্ধার করা হয়। বন্দরের সহকারী ভূমি ব্যবস্থাপক মুহাম্মদ শিহাব উদ্দিন ছাড়াও এ অভিযানে পুলিশ, আনসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    তাছাড়া অভিযানে ২টি পে লোডার ব্যবহার করে অন্তত ১৫ থেকে ২০ জন শ্রমিক এ উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগীতা করেন।

    এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, দীর্ঘদিন ধরে বন্দরের জমি দখলে রেখে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলো একটি চক্র। এতে বন্দরের সম্পত্তি বেদখলের পাশাপাশি এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছিল।

    মঙ্গলবার অভিযান চালিয়ে বন্দরের উত্তর আবাসিক এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

    ২৪ ঘণ্টা/ রাজীব

  • হাটহাজারীতে অবৈধভাবে দখলে থাকা সরকারি ১০ শতক জমি উদ্ধার

    হাটহাজারীতে অবৈধভাবে দখলে থাকা সরকারি ১০ শতক জমি উদ্ধার

    হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মদনহাট এলাকায় নিজেদের দখলে রাখা সরকারি ভুমি ছেড়ে দিতে বার বার নোটিশ দেওয়ার পরও কর্ণপাত হয়নি অবৈধ দখলদারদের। অবশেষে অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন।

    আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেড় ঘন্টার উচ্ছেদ অভিযানে উদ্ধার করা হয় প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ১০ শতক সরকারি জমি। উচ্ছেদ করা হয় ১১টি পাকা ভবন ও আধা পাকা স্থাপনা।

    এসব অভিযানের নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। অভিযানে উপজেলা সহকারী কমিশনার ভূমি সম্রাট খীসা, চেয়ারম্যান অ্যাডভোকেট শামিম, হাটহাজারী মডেল থানা পুলিশ ও পরিষদের সদস্যরা নির্বাহী কর্মকর্তাকে সহযোগিতা করেন।

    জানা যায়, দীর্ঘদিন ধরে মদনহাট ইউনিয়ন পরিষদ এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে পাকা স্থাপনা নির্মাণ করে সরকারি জায়গা দখল করে রেখেছিল কতিপয় ব্যবসায়ী। যার ফলে সড়কটিতে স্বাভাবিকভাবে যান চলাচলের সমস্যা হচ্ছিল।

    সমস্যার নানা দিক তুলে ধরে একাধিক ভুক্তভোগী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনকে অবগত করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বার বার নোটিশ দিলেও তারা কর্ণপাত করেনি। অবশেষে আজ বৃহস্পতিবার অভিযানের মাধ্যমে এসব সরকারি জায়গা উদ্ধার করে প্রশাসন।

    অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, স্থানীয় একাধিক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অবৈধ দখলদারদের সরকারি জায়গাটি ছেড়ে দিতে ফতেপুর চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসন বার বার নোটিশ দিয়েছে।

    কিন্তু তারা ছাড়েনি। অবশেষে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা মূ্ল্যের ১০ শতক সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। জায়গাটি উদ্ধারের ফলে সাধারণ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন হবে এবং পরিষদের সামনে একটি বহুতল ভবন (কাঁচাবাজার) নির্মিত হবে।

    ইউএনও রুহুল আমিন বলেন, দখলকার যেই হোক কাউকে ছাড় দেবেনা প্রশাসন। পর্যায়ক্রমে অবৈধভাবে দখলে থাকা সকল সরকারি জায়গা উদ্ধারে অভিযান পরিচালনা করবে প্রশাসন।