Tag: জমি দখল

  • বাধা-নিষেধকে বৃদ্ধাঙ্গুলি সওজ ও স্কুলের জমি দখল করে দোকান নির্মাণ

    বাধা-নিষেধকে বৃদ্ধাঙ্গুলি সওজ ও স্কুলের জমি দখল করে দোকান নির্মাণ

    লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সওজ বিভাগ লক্ষীপুরের নির্দেশনা পরবর্তী বাধা নিষেধ অমান্য করে পালের হাট-বাজারে সওজ ও স্কুলের জমি অবৈধভাবে জোরপূর্বক দখল করে পাকা দোকানঘর নির্মাণ করছে স্থানীয় হাফিজুর রহমান বিটু নামের এক ব্যক্তি।

    বারবার বাধা নিষেধ করার পরেও সে সওজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পূর্ব গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সওজ এর জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণ করছে। বিটু এর পূর্বেও মার্কেট নির্মাণ করেছে স্কুলের জমি দখল করে। যার ছাদের কিছু অংশ সড়কের উপর বিদ্যমান রয়েছে। বড় ট্রাকের কনটেইনার ছাদের সাথে লেগে যাওয়া যাতায়ত করতে সমস্যা হয়।

    এবার পুরোপুরি ভাবে স্কুল ও সওজের জমি দখল করে দোকান ঘর নির্মাণ করার শুরুতেই সড়ক ও জনপথ লক্ষ্মীপুর বাধা দিয়ে আসছিল। কিন্তু তার আপন ভাই মন্টু সাবেক সেনা সদস্য হওয়ার দরুন যাকে তাকে তার ভয় দেখিয়ে আসছিল বলে নাম প্রকাশে অনেকে জানিয়েছেন। সেই কারণে সড়ক বিভাগের বাধা নিষেধকে উপেক্ষা করে জোরপূর্বক স্কুল ও সরকারি জমি দখল করে দোকানপাট নির্মাণ করছে বিটু।

    বিটু গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালীন সময়ে নানা অনিয়মে জড়িয়ে গেলে এবং স্কুলের জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মাণ করার ফলে তাকে কমিটি থেকে বহিষ্কার করা হয়। এর পরেও সে ক্ষান্ত না হয়ে স্কুলের সামান্য জমিটুকু ও সড়ক দখল করে দোকান নির্মাণ করেন।

    এ বিষয়ে হাফিজুর রহমান বিটুর সাথে ফোনে কথা বলার চেষ্টা করলে ‘ব্যস্ত আছি, কথা বলার সময় নেই’ বলে লাইন কেটে দেন। এরপর একাধিকবার চেষ্টা করেও তাকে ফোনে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগেরর উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হোসেন(২) বলেন- ‘আমরা সরাসরি গিয়ে তাকে নিষেধ করেছি, দোকান নির্মাণে বাধা দিয়েছি। তার ভাই নাকি ‘সেনাসদস্য’! তার পাওয়ারে কোন বাধা নিষেধ মানে না। আমি আবারো যাবো, সড়কের জমি দখল করে যেন দোকানপাট নির্মাণ না করে, সেজন্য বাধা দিয়ে আসবো। এরপরো না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    ২৪ ঘণ্টা/আকাশ

  • নীলফামারীর কিশোরীগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু

    নীলফামারীর কিশোরীগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের আক্রমনে রবিবার সকালে এক ব্যক্তি রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় পুলিশ ২জনকে আটক করেছে।

    কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়ায় শনিবার সকাল ৯টায় জমি দখলকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান তার দলবল প্রতিপক্ষ মোঃ এনামুল হকের (৪০) উপর আক্রমন চালায়। তাকে বাচাঁনোর জন্য আত্বীয়-স্বজনরা এগিয়ে আসলে তারাও আক্রমনের শিকার হয়। এতে ডাঙ্গাপাড়ার মনছুর আলীর ছেলে আইনুল (৩৯), মইনুল (৩২), মনারুল (২৮), ও স্ত্রী আয়না (৬০), এনামুলের চাচাত ভাই তাহাবুল (২০), অহিবুল (২৫) গুরুতর আহত হয়।

    এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় মৃত উজির মামুদের পুত্র এনামুল হক রবিবার সকালে মারা যায়।

    পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল থেকে আতিয়ারের পুত্র আবেদুল (৪৮) ও জালাল উদ্দিনের স্ত্রী কান্দুরীকে (৫৫) আটক করে।

    কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ’র সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • রেলওয়ের ৫ হাজার কোটি টাকার জমি আত্মসাতের অভিযোগ

    রেলওয়ের ৫ হাজার কোটি টাকার জমি আত্মসাতের অভিযোগ

    নীলফামারীর সৈয়দপুর রেলওয়ের জমিতে গড়ে তোলা বহুতল ভবনের ১৬ মালিক হাজিরা দিলেন দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

    দুদকের একজন উপপরিচালক স্বাক্ষরিক এক পত্রের প্রেক্ষিতে তারা ২৯ অক্টোবর ঢাকাস্থ সেগুন বাগিচায় দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের বক্তব্য প্রদান করেছেন।

    বক্তব্য দানকারীদের মধ্যে রয়েছেন সৈয়দপুরের স্বনামধন্য ব্যবসায়ী বিউটি সাইকেল স্টোরের মালিক আলতাফ আহমেদ, আজিম উদ্দিন হোটেলে মালিক নিজাম বিন আজিম, ওয়ারেস খাঁনের ছেলে ইকবাল খাঁন (ভোলা), মৃত. সুলতান মাদারীর ছেলে বিশিষ্ট চাউল ব্যবসায়ী ইকবাল হোসেন ভোলা, মৃত. সামির আহমেদের ছেলে শাহজাদ মুরাদ, গোয়ালপাড়ার জহির উদ্দিনের ছেলে জাকির উদ্দিন, মৃত. নাসির উদ্দিনের ছেলে নান্নু মিয়া, মৃত. ফতে আলমের স্ত্রী শাহনাজ বানু, মৃত. ইলিয়াসের ছেলে ও বাগদাদ ক্লোথ স্টোরের মালিক গোলাম জিলানী, আব্দুল আজিজের ছেলে মোঃ শাহিন, মোঃ শাহবাজের স্ত্রী রাজিয়া বেগম, মৃত. আজগার আলীর ছেলে আনোয়ার আলী ও শওকত আলী, কোহিনুর ক্লোথ স্টোরের মালিক মোঃ শাহিন। এছাড়া ঠিকান ভুল থাকায় খুজে পাওয়া যায়নি এমন দুইজন হলেন হাজী জাবেদ আলীর ছেলে এনামুল ইসলাম, ঋতু মিয়ার ছেলে ফিরোজ আলী এবং বাঁশবাড়ী মহল্লার একজন মৃত ব্যক্তি ডাঃ অনিল কুমারের ছেলে অমিত কুমার এর সন্তানেরা তাদের বাবার নামের সমন তথা পত্র গ্রহণ করেনি।

    উল্লেখিতদের ঠিকানায় গত ২১ অক্টোবর দুদকের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম কর্তৃক ২৯ অক্টোবর দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হয়।

    সৈয়দপুর থানা পুলিশের মাধ্যমে পৌছানো এসংক্রান্ত পত্রে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ হিসেবে উল্লেখ করা হয় যে, সৈয়দপুর (নীলফামারী) রেলওয়ের ৫ হাজার কোটি টাকার ভূ-সম্পত্তি আত্মসাতের অভিযোগ এর প্রেক্ষিতে অনুসন্ধানমূলক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত বিষয়ে নোটিশ তথা পত্র প্রাপ্তদের বক্তব্য প্রদান ও গ্রহণ একান্ত প্রয়োজন। এজন্য নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে নিজ নামে বা সন্তানের নামে অথবা অন্য কোন নামে সৈয়দপুর পৌরসভার অধীন বাংলাদেশ রেলওয়ের জমির উপর নির্মিত বাড়ি বা দোকান এর জমি লীজ বা ভাড়া অথবা লাইসেন্স গ্রহণের রেকর্ডপত্র এবং বাড়ি-দোকান-মার্কেট নির্মাণের অনুমোদিত নক্সা ও জমি-দোকানের লাইসেন্স ভাড়া প্রদানের রশিদসহ উপস্থিত হওয়ার জন্য বলা হয়।

    এতে আরও উল্লেখ করা হয় যে, নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত আপনার কোন বক্তব্য নেই বলে গণ্য করা হবে। এর প্রেক্ষিতে উল্লেখিত ব্যক্তিরা যথাসময়ে দুদকে হাজিরা দিয়েছেন বলে জানা গেছে।

    এ ব্যাপারে বিউটি সাইকেল স্টোরের মালিক আলতাফ আহমেদ বলেন, দুদকের চিঠি পেয়ে আমার পক্ষে আমার ভাতিজা দুদকে হাজির হয়ে তারা যে কাগজপত্র চেয়েছিল তা জমা দিয়ে এসেছে। সম্প্রতি এ ঘটনা জানা জানি হলে সৈয়দপুরের রেলওয়ে জমিতে যাদের বহুতল ভবন রয়েছে তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে যারা নোটিশ পাননি তারা এ ব্যাপারে কোন সঠিক তথ্য না পাওয়ায় চরম দিশেহারা অবস্থার মধ্যে রয়েছে। কেননা নোটিশ প্রাপ্তরা প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে তাদের বৈধতা নিশ্চিত করতে পারলেও অন্যদের ক্ষেত্রে কি করা হবে তা সম্পূর্ণ অনিশ্চিত। এমতাবস্থায় রেলওয়ের জমি কেনা বেচার সাথে জড়িতরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।