Tag: জমি নিয়ে সংঘর্ষ

  • রাজশাহীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পুলিশ বলছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

    নিহতরা হলেন, রাজশাহী নগরীর ভাটাপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে ছোটন (৫০), গোদাগাড়ীর বড়গাছী কামারপাড়ার মৃত আলিম উদ্দীনের ছেলে মেহের আলী (৬৫) ও তার ভাই নাইমুল (৬৮)।

    এ ঘটনায় আহতরা হলেন, ইউনুস (২২), মো. সোলেমান (৫০), রজব (৩১), আমু (২২), রায়হান (৩৫) ও মনিরুল (৪৫)।

    স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেছেন।

    গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে আছেন। এ বিষয়ে পরে জানানো হবে।

  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে আহত ৭

    ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে আহত ৭

    ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌরসভার আকচায় জমি নিয়ে সংঘর্ষে কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়।

    সোমবার (২ মার্চ) আকচা কাজীপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও মারপিটে অপর পক্ষের ৭ জন গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়।

    প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, ওই এলাকার আনোয়ার হোসেন (৩১) তার নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন। ঘটনার দিন একই গ্রামের খাদেমুল ইসলাম (৪৮) তার দলবল নিয়ে আনোয়ারের বাড়ি জবর দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে খাদেমুলসহ তার লোকজন আনোয়ায়ের বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে ৭/৮ জনকে মারপিট করে আহত করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।