Tag: জরিমানা আদায়

  • পটিয়ায় জনস্বার্থে সারাদিন মোবাইল কোর্ট, দুই লাখ টাকা জরিমানা আদায়

    পটিয়ায় জনস্বার্থে সারাদিন মোবাইল কোর্ট, দুই লাখ টাকা জরিমানা আদায়

    পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার ইন্দ্রপুল, মুন্সেফ বাজার, বাসস্ট্যান্ড বৈলতলী রোড এলাকায় রোববার (২২ মার্চ) সারাদিন মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা।

    মোবাইল কোর্ট পরিচালনাকালে পাইকারী ও খুচরা চাউলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য অধিক মূল্যে বিক্রয়, চাউলের আরতে বিক্রয় ভাউচারের মূল্যে গড়মিল থাকায় ও মূল্যে তালিকায় অধিক মূল্যে থাকার অপরাধে সোনালী রাইচ মিলের মালিক মোঃ জসীম উদ্দিনকে ১ লক্ষ টাকা, আলম স্টোর এর মালিক দিদারুল আলমকে ৫ হাজার টাকা, খাজা স্টোর এর মালিক ফজল আহমদকে ৭ হাজার টাকা, ইদ্রিস এন্ড সন্স এর মালিক ইদ্রিস সওদাগরকে ৫ হাজার টাকা, মদিনা স্টোরের মালিক মোঃ নাজিম উদ্দিনকে ৭ হাজার টাকা, ইসলাম ট্রেডার্স এর মালিক নুরুল ইসলাম সওদাগরকে ১০ হাজার টাকাসহ লাইসেন্সবিহীন নোংরা পরিবেশ এবং অপরিচ্ছন্ন অবস্থায় খাবার সামগ্রী তৈরি করার অপরাধে গোল্ডেন হোটেলের মালিক নুরুল আলমকে ৫০ হাজার টাকা, সর্বমোট ০৭ টি প্রতিষ্ঠানকে ১লক্ষ ৮৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    পটিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, পটিয়াতে দ্রব্যমূল্যর দাম বেশি নিলে অভিযোগ ফেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সৈয়দপুরে রেলওয়ের সম্পত্তি উদ্ধার অভিযানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায়

    সৈয়দপুরে রেলওয়ের সম্পত্তি উদ্ধার অভিযানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায়

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীর সৈয়দপুর শহরের হাওয়ালদার পাড়ায় ১০৩টি অবৈধ অবকাঠামো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় স্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান।

    বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় তার সাথে ছিলেন র‌্যাব, পুলিশ আর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

    অবৈধ দখলদারদের নিজ নিজ অবকাঠামো সরে নেয়ার আবেদনের প্রেক্ষিতে আবারো ১৫দিনের সময় বেধে দেয়া হয়। এ সময় সরকারী কাজে বাধা দেয়ায় নাদিম আহমেদ নামের ১ জনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড আর ৩৩ জনের নিকট থেকে আদায় করা হয় ১লাখ ১০ হাজার টাকা জরিমানা।

    এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান বলেন, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। যেহেতু মানুষজন বাড়ি-ঘর সরানোর জন্য সময় চেয়েছে, সেজন্য ১৫দিন পর্যন্ত সময় মঞ্জুর করি- এটা সরকারের পক্ষ থেকে পরামর্শ বা নির্দেশনা দিয়েছি। তাই আমরা ভাঙ্গার কার্যক্রম আপাতত করছি না। তবে সরকারী জমি দখলে রাখার যে অপরাধ সেই অপরাধে আমরা ক্ষতিপূরণ বা জরিমানা আদায় করছি। সরকারী এ আদেশ যারা চ্যালেঞ্জ করবে তাদের বিরুদ্ধে জেল-জরিমানার উদ্যোগ নেয়া হবে।

    উল্লেখ্য, সৈয়দপুর শহরে রেলওয়ের ৮শ’ একর জমির মধ্যে সাড়ে ৪শ’একর জমি গ্রাস করেছে অবৈধ দখলদারেরা। অবৈধভাবে দখলে নেয়া এসব জমির উপর প্রভাবশালীরা নির্মাণ করেছে ৪ হাজারেরও বেশী কাঁচা-পাকা ঘরবাড়ী আর আকাশ ছোয়া বহুতল ভবন। গড়ে তুলেছেন বিপুল সংখ্যক বানিজ্যিক প্রতিষ্ঠান। রেলওয়ে কারখানার শ্রমিকদের বসবাসের জন্য ব্রিটিশ আমলে নির্মিত ২ হাজার ২শ’৫০টি কোয়াটারের মধ্যে ১ হাজার ৯শ’ কোয়াটার চলে গেছে বেদখলে।

    এ অভিযান নিয়ে বিগত কয়েকদিন যাবত চরম উদ্বেগ উৎকন্ঠার মধ্যে ছিল সংশ্লিষ্ট এলাকার মানুষজন। এমনকি গত ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার মানব বন্ধন কর্মসূচীও পালন করেছেন তারা।