Tag: জলঢাকা

  • জলঢাকায় ১০কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ যুবক আটক

    জলঢাকায় ১০কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ যুবক আটক

    নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলার ডালিয়া-রংপুর সড়ক ব্যবহার করে অভিনব পদ্ধতিতে মাদক পাচার করার সময় ১০ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জলঢাকা থানা পুলিশ।

    বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পেট্রোলপাম্প এলাকা থেকে এলইডি বাল্বের প্রচার গাড়ী থেকে তাকে গাড়ীসহ আটক করা হয়।

    আটককৃত মাদক ব্যবসায়ী মোস্তফা(৩৮) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মির্জাকোর্ট কাসিয়াবাড়ী এলাকার আমীর হোসেনের ছেলে। এলাকায় সে ব্রিটিশ নামে পরিচিত। আটককৃত গাড়ী নং ঢাকা মেট্রো ক- ০৩-৬৯৭৫।

    গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্ব পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রাইভেট কারটিকে আটক করে। পরে গাড়িটিকে তল্লাশি চালিয়ে পিছনের ব্যাকডালার গোপন স্থান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।

    এ বিষয় জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এলইডি বাল্ব ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিলো আটককৃত মোস্তফা। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • জলঢাকায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

    জলঢাকায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

    নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেনের পিতা আলহাজ্ব মজিবর রহমানের (৮০) মৃত্যু হয়েছে।

    সোমবার (১ জুন) ভোরে নিজবাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ব্যাক্তির বাড়ী জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামে।

    বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আবু হাসান রেজওয়ানুল কবীর।

    স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নিহত মজিবর রহমানের সহধর্মিণী কয়েকদিন আগে রংপুর মেডিকল কলেজে ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে করোনা আক্রান্ত হন। করোনা রোগীর সংস্পর্শে আসায় গত ২৭ মে ঐ পরিবারের ১৯ জনের নমুনা সংগ্রহ করে জলঢাকা স্বাস্থ্য বিভাগ।

    গত ৩০ মে শনিবার নিহত মজিবর রহমানসহ নাতী বউয়ের করোনা পজেটিভ আসে। এরপর থেকে পরিবারের ৩ সদস্যকে নিজবাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হয়।

    চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেন। তিনি হাই পেসারের রোগী ছিলেন।

    স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্ত ১৩ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে ৪জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। দুই জন নীলফামারী সদর হাসপাতাল ও ১জনকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। একজন করোনা নিয়ে ঢাকায় কর্মরত আছে এবং বাকি ৩জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

    উল্লেখ্য: জেলায় এ নিয়ে ১২৯জন করোনা আক্রান্তের মধ্যে দুই পুরুষ ও এক নারী সহ ৩ জন মৃত্যুবরন করলেন।

    ৩৮জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে নিজ-নিজ বাড়ি ফিরেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • জলঢাকায় কৃষি কর্মকর্তা-কর্মচারির মাঝে পিপিই বিতরন

    জলঢাকায় কৃষি কর্মকর্তা-কর্মচারির মাঝে পিপিই বিতরন

    নীলফামারী প্রতিনিধি:চলতি বোরো মৌসুম ও আসন্ন আমন মৌসুমকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় কৃষকদের পরামর্শ ও সঠিকভাবে তদারকির জন্য কৃষি কর্মকর্তা ও কর্মচারির মাঝে পিপিই বিতরন করা হয়েছে।

    রবিবার (৩১মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এসব করোনা সামগ্রী তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মোহাম্মদ মাহফুজুল হক।

    এসময় উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না ও আহসান হাবীব। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুল হক জানান, স্বাস্থ্যঝুকি এড়াতে উপজেলা

    কৃষি অফিসের অর্থায়নে ৪৩ জন কর্মকর্তা কর্মচারির মাঝে এই পিপিই বিতরন করা হয়।

    কৃষকদের পরামর্শসহ যেকোন পরিস্থিতি তদারকিতে দায়িত্ব পালনকালে তাদের স্বাস্থ্য সুরক্ষায় পিপিই বিতরন করা হয়েছে।

    এর মাধ্যমে উপজেলার ৭৭ হাজার ৭৭টি কৃষক পরিবারকে নিরাপদে কৃষি বিষয়ক সেবা দেওয়া যাবে।

    এছাড়াও করোনা ভাইরাস মহামারিতে সারা বিশ্ববাসী আজ আক্রান্ত। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক চলাফেরা করলেই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ করোনাুমক্ত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।এ সময় কৃষি কর্মকর্তা ও কর্মচারিগন উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • ডোমার-জলঢাকাসহ নীলফামারীতে আরও ২ জন করোনায় আক্রান্ত

    ডোমার-জলঢাকাসহ নীলফামারীতে আরও ২ জন করোনায় আক্রান্ত

    নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে দিনে দিনে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা।

    শনিবার (১৬ মে) রাতে আরও ২ জনের করোনা আক্রান্তের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে এক মেয়ে শিশু ও এক যুবক রয়েছে।

    এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ জন।জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।

    জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র মতে, নতুন করে জেলার করোনা শনাক্ত দুইজনের তথ্য পাওয়া গেছে। এ মধ্যে জেলার ডোমার উপজেলায় ঢাকা ফেরত ৩০ বছরের যুবক ও জলঢাকা উপজেলায় ১০ বছরের এক শিশু রয়েছে।

    এ নিয়ে জেলায় ৬১ জন আক্রান্তের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ১৫ জন নিজ নিজ বাড়ি ফিরেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • নীলফামারীতে আরো এক ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত

    নীলফামারীতে আরো এক ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত

    নীলফামারী প্রতিনিধি:::নীলফামারীতে নতুন করে আরো এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।

    শুক্রবার (১ মে) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ৯৪ জনের নমুনা পরীক্ষায় শেষে নীলফামারী জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়া গ্রামের এক ব্যক্তির(৩০) করোনা শনাক্ত হয়। সে নারায়নগঞ্জে শ্রমিকের কাজ করতেন। ২৭ এপ্রিল সে নিজ বাড়িতে এলে জেলা স্বাস্থ্য বিভাগ ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করলে শুক্রবার রিপোর্টে তা পজেটিভ আসে।

    সন্ধ্যায় তাকে জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।

    এ নিয়ে জেলায় স্বাস্থ্য বিভাগের মতে ১৬ জন ও স্থানীয়দের মতে ১৮জন করোনা রোগীর শনাক্ত হল।

    এর মধ্যে আইসোলেশন ওয়ার্ড হতে ৬ জন সুস্থ্য হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

    এদিকে জেলায় ২৪ঘন্টায় নতুন করে ১০১জন সহ হোম কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ১৫৬জন। এছাড়াও জেলায় ৫৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৪১১ জনের ফলাফল এসেছে।অপর দিকে রংপুর মেডিকেলে করোনা ল্যাবে ১৮৮ জনের নমুনার রির্পোটে রংপুর জেলায় ৭ জন ও কুড়িগ্রাম জেলায় ৭জন সহ ১৪ জনের পজেটিভ পাওয়া গেছে।

    এ নিয়ে রংপুর বিভাগে শুক্রবার পর্যন্ত করোনায় আক্রন্তের সংখ্যা ১৪৭জন।

    ২৪ ঘণ্টা/এম আর/সুজন

  • জলঢাকায় কলেজ ছাত্র করোনায় আক্রান্ত,৭ পরিবার লকডাউন

    জলঢাকায় কলেজ ছাত্র করোনায় আক্রান্ত,৭ পরিবার লকডাউন

    নীলফামারী জেলা প্রতিনিধি।।নীলফামারী জেলার কিশোরগঞ্জ,সৈয়দপুর,ডিমলায় একজন করে করোনা ভাইরাসে আত্রান্তের পর এবার জলঢাকা উপজেলার বাসিন্দা এক ছাত্র করোনায় আক্রান্ত হয়েছেন। সে নীলফামারী সরকারি কলেজের ছাত্র। তার বাড়ি জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মাঝপাড়া গ্রামে।তাকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। পাশাপাশি ওই এলাকার ৭টি বাড়ি লকডাউন করা হয়েছে।

    সোমবার (১৩ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।

    স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে ঐ ছাত্র নিজ বাড়িতে জ্বর ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়। ৮ এপ্রিল এ জেলার ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে ১১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠায় স্বাস্থ্য বিভাগ। এরপর সুস্থ্য বোধ করায় ঐ দিনই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলে সে নিজবাড়িতে অবস্থান করছিল। রংপুর মেডিকেল কলেজের করোনা ভাইরাস পরীক্ষাগার হতে সোমবার(১৩ এপ্রিল) বিকেলে রির্পোট আসলে ওই ছাত্রের করোনা পজেটিভ পাওয়া যায়।

    নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, সংক্রমন রোধে ঐ ছাত্রের গ্রামের ৭টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

    উল্লেখ্যঃ এ নিয়ে জেলায় চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। গত ৭ এপ্রিল কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ঢাকা ফেরত এক চিকিৎসক, ৯ এপ্রিল সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের নারায়নগঞ্জ ফেরত এক যুবক ও ১১ এপ্রিল ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের গাজীপুর ফেরত এক কিশোরের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

  • জলঢাকায় ইয়াবাসহ স্বামী স্ত্রী গ্রেফতার

    জলঢাকায় ইয়াবাসহ স্বামী স্ত্রী গ্রেফতার

    নীলফামারী জেলা প্রতিনিধি ॥ জলঢাকায় ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে স্বামী স্ত্রী।

    সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার টেঙ্গনমারী বাজার সংলগ্ন একটি ভাড়াবাসা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বাড়ী জেলা শহরের সওদাগড় পাড়ার ইউনুছ হকের ছেলে সিরাজ (৩৩) ও তার স্ত্রী সাহিদা বেগম (২৮)।

    এলাকাবাসী জানায়, এই দম্পক্তি দীর্ঘ এক বছর ধরে টেঙ্গনমারী বাজার সংলগ্ন দুলালের বাড়ী ভাড়া নিয়ে বসবাস করছিল। তারা গোপনে মাদকের ব্যবসা করে আসছিল। ফলে এলাকার উঠতি বয়সের তরুন যুবকরা সেখান থেকে মাদক ক্রয় করে নেশায় আসক্ত হয়ে পড়ে।

    এলাকাবাসী নিষেধ করা সত্বেও তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ফলে গোপনে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের ৩৮৪ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।

    জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দম্পক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলা দায়ের করে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • জলঢাকায় প্রযুক্তির প্রয়োগ, সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন

    জলঢাকায় প্রযুক্তির প্রয়োগ, সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন

    নীলফামারীর জলঢাকায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

    রবিবার (৩ নভেম্বর) দুপরে উপজেলা পরিষদের উম্মুক্ত মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন বাস্তবায়ন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

    এসময় বিভিন্ন প্রতিষ্ঠান হতে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘তোমরা যারা আগামীতে ক্ষুদে বিজ্ঞানী হবে, এখানে আগত বিজ্ঞানীদের কাছ থেকে অনেক কিছু জেনে নিবা। ছাত্র-ছাত্রীদের হাত দিয়ে দেশে অনেক কিছু বিস্তৃত হবে। আমরা চাই এই প্রান্তিক উপজেলার প্রান্তিক জেলায় লাগসই প্রযুক্তি ব্যবহার করে বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে বিজ্ঞান-প্রযুক্তিতে আমরা নিজেদেরকে একটা জায়গায় নিয়ে যাব। বিজ্ঞান গবেষণার ফল যাতে সব নাগরিকের কাজে লাগে সেই প্রত্যাশা এবং চেষ্টাটুকু আমরা করব।’

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুজাউদ্দৌলার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, পরিচালক (আইএফআরডি)বিসিএসআইআর ড. প্রকৌশলী মোঃ আবুল কাশেম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, বিসিএসআইআর সিনিয়র সান্টিফিক কর্মকর্তা ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যক্ষ জিকরুল হক প্রমূখ।

    পরে অতিথিগণ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন।

  • জলঢাকায় জাতীয় পার্টিতে যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জলঢাকায় জাতীয় পার্টিতে যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নীলফামারীর জলঢাকায় মতবিনিময় সভা করেছে উপজেলা জাতীয় পার্টি।

    রবিবার(২০অক্টাবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা জাতীয়পার্টির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়পার্টির আহবায়ক ও স্থানীয় সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল।

    এসময় বক্তব্যে রাখেন, উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, উপজেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী, জাতীয়পার্টি নেতা বাবলুর রহমান, শরিফুল ইসলাম প্রিন্স, তাহমিদুর রহমান মিলন, যুব সংহতির জাকির হোসেন হাসু, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব ছামিউল ইসলাম সোহাগ প্রমুখ।

    এ ছাড়াও সভায় উপজেলা জাতীয়পার্টিকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যে রাখেন।

    এর আগে উপজেলা ছাত্রসমাজের বিভিন্ন ইউনিয়নে নবগঠিত ইউনিয়ন কমিটি ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে এমপি রানা মোহাম্মদ সোহেল।

    পরে কৈমারী ইউনিয়ন বিএনপি নেতা মাহমুদ আলম দুদু ও শাহিনুজ্জামান শাহিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এমপির হাতে ফুলের তোড়া দিয়ে উপজেলা জাতীয়পার্টি এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ শফিউল ইসলাম লিটু ও ইমন হাসান পাভেলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী জাতীয় যুব সংহতিতে যোগদান করেন।

  • জলঢাকায় বাল্যবিবাহ ও নারী শিশু নির্যাতন বন্ধে উঠান বৈঠক অনুষ্ঠিত

    জলঢাকায় বাল্যবিবাহ ও নারী শিশু নির্যাতন বন্ধে উঠান বৈঠক অনুষ্ঠিত

    “শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় বাল্যবিবাহ ও নারী শিশু নির্যাতন বন্ধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার(১৫ অক্টোবর) সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের উত্তর দেশীবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কেএম আবু রায়হান, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, তথ্য সেবা কেন্দ্রের তথ্য আপা কর্মকর্তা মাসুদা আকতার, তথ্য সহকারি জিন্নাত বিপাশা ও রেজিনা মোবাস্বিরা প্রমুখ।

    বৈঠকে গ্রামীন নারী শিশু নির্যাতন বন্ধ ও বাল্যবিবাহ রোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

    উপজেলা তথ্য আপা কেন্দ্রের আয়োজনে বৈঠকে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, তথ্য কেন্দ্রের কর্মকর্তা কর্মচারি ও ৫০জন নারী উপস্থিত ছিলেন।