Tag: জহুর হকার্স মার্কেট

  • চট্টগ্রামে দুটি মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, শতাধিক দোকান পুড়ে নিঃস ব্যবসায়ি

    চট্টগ্রামে দুটি মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, শতাধিক দোকান পুড়ে নিঃস ব্যবসায়ি

    চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক জহুর হকার্স মার্কেট ও জালালাবাদ মার্কেটের ভয়াবহ আগুন প্রায় আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন নিয়ন্ত্রণের আগে দুটি মার্কেটের অন্তত ১৩০টির মত ছোট বড় কাপড়ের দোকান ও গোডাউন পুড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে জহুর হকার্স মার্কেট সংলগ্ন জালালাবাদ মার্কেটে।

    ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (মিডিয়া) মো. জসীম উদ্দীন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে প্রথমে নগরীর আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ষ্টেশন থেকে ১৩টি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুনের ভয়াবহতা দেখে কালুরঘাট ফায়ার স্টেশনের আরো দুটি গাড়ি ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

    তিনি বলেন, মার্কেটের বিভিন্ন কাপড়ের দোকান ও গোডাউন ছাড়াও দাহ্য বস্তুু রয়েছে। ধারণা করা হচ্ছে জহুর হকার্স মার্কেটের কোন একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। তবে এ ব্যাপারে কমিটি গঠন ও অনুসন্ধ্যানের পর আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হবে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দিন জানান।

    এদিকে আগুনে শতাধিক দোকান পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশকা করছেন জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন বাবুল। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, প্রায় আড়াই ঘন্টার আগুনে জুহুর হকার্স মার্কেট ও জালালাবাদ মার্কেটের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এবং কাপড়ের গোডাউন পুড়ে নিঃস্ব হয়ে গেছে অনেক ব্যবসায়ি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের জন্য শনিবার মার্কেট বন্ধ থাকবে বলে ঘোষণা দেন তিনি।

    অন্যদিকে মধ্যবিত্তদের বৃহৎ ঐতিহ্যবাহি এ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার পর চুরি ও কৌতুহলী মানুষের ভিড় ঠেকাতে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন কোতোয়ালি থানা পুলিশের একাধিক টিম।

    এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় জহুর হকার্স মার্কেট ও জালালাবাদ মার্কেটের অন্তত ১৩০টির মতো দোকান আগুনে পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে দুটি মার্কেটের শত শত দোকান মালিক ও কর্মচারিরা আসতে শুরু করে।

    এতে কে দোকান কর্মচারী কে মালিক বোঝা কষ্টসাধ্য। তাই অগ্নিকাণ্ডের ঘটনায় চোরের উপদ্রপ ঠেকাতে এবং কৌতুহলী মানুষের ভিড় রোধে থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার দায়িত্ব পালন করা হচ্ছে।

    আরো খবর : চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে আগুন

  • চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট

    চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট

    চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিট।

    আজ শনিবার ভোর পৌনে ৪টার দিকে এ আগুন লাগে।

    ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, দিবাগত রাত ৩টার দিকে জহুর হকার্স মার্কেটের পাশে জালালাবাদ মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বিকট শব্দে দুটি বিস্ফোরণের পর আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এ দুটি মার্কেটের সরু পথে গড়ে উঠা পাইকারি কাপড়ের দোকানের পাশাপাশি কম্বলের কারখানা ও গুদামসহ বিভিন্ন কাপড়ের খুচরা দোকান রয়েছে।

    ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

    ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতি পরিমাণও কম নয়। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

    জহুর হকার্স মার্কেট চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় হকার্স মার্কেট। প্রায় কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত এ মার্কেটে কয়েক হাজার কাপড়ের দোকান ও টেইলার্স রয়েছে। নগরের নিম্ন ও মধ্যবিত্তের কেনাকাটার অন্যতম পছন্দের স্থান এ জহুর হকার্স মার্কেট।

    ব্যবসায়ীরা জানান, শীতের মৌসুমকে সামনে রেখে দোকান ও গুদামগুলোতে বিপুল পরিমাণ পণ্য মজুদ ছিল। আগুনে জালালাবাদ মার্কেটের পাশাপাশি জহুর হকার্স মার্কেটের অর্ধশত দোকান পুড়ে যায়।

    ব্যবসায়ীদের দাবি, আগুনে কমপক্ষে ১ কোটি টাকা ক্ষতি হয়েছে।