Tag: জাইকা

  • স্বাস্থ্য সেবায় চকরিয়া পৌরসভার নতুন প্রকল্পে যুক্তের আশ্বাস জাইকা প্রতিনিধি দলের

    স্বাস্থ্য সেবায় চকরিয়া পৌরসভার নতুন প্রকল্পে যুক্তের আশ্বাস জাইকা প্রতিনিধি দলের

    চকরিয়া প্রতিনিধি : কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর প্রচেষ্টায় এবার পৌরবাসির জন্য নতুন স্বাস্থ্য সেবা প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে।

    বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র আলমগীর চৌধুরী সাথে মতবিনিময় সভায় মিলিত হন জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা)বাংলাদেশ অফিসের প্রধান উপদেষ্টা মামুরো হানজাওয়াসহ টিম প্রধান ডা:মিজানুর রহমান,কেয়ার বাংলাদেশ প্রজেক্ট অফিসার ইব্রাহিম খলিল।

    এই সময় উপস্থিত ছিলেন, সচিব মাসউদ মোরশেদ,প্যানেল মেয়র বশিরুল আইয়ুব,৫নং ওয়ার্ডে কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু,৭নং ওয়ার্ডে কাউন্সিলর জামাল উদ্দিন,৯নং ওয়ার্ডে কাউন্সিলর নজরুল ইসলাম,পৌরসভার মেডিকেল অফিসার ডা:লোকমান,জহিরুল মওলা,হায়দার আলি সহ চকরিয়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    এই সময় প্রতিনিধি দল পর্যটন নগরী কক্সবাজার জেলার প্রবেশ মুখে চকরিয়া পৌরসভাকে একটি স্বাস্থ্যকর পৌরসভা হিসাবে গড়ে তুলতে প্রয়োজনীয় সচেতনা সৃষ্টি, স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ এবং স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল নিয়োগসহ পরিকল্পনা প্রণয়নে আশ্বাস প্রদান করেন। এই লক্ষে দ্রুত ওয়ার্ড ভিত্তিক সভা আহ্বান করে পৌরবাসির মতামত গ্রহন করা হবে।