Tag: জাতীয়

  • জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই

    জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই

    জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    আজ ০২ অক্টোবর, শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর লাশ এখন হাসপাতালেই রাখা আছে। জাতীয় পার্টির সিনিয়র নেতারা কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন। এরপর তার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

    এর আগে ৮ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে ধানমণ্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবলু।

    জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করা বাবুল দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন।

    এন-কে

  • সংসদে বাংলাদেশ জাতীয় আর্কাইভ বিল পাস

    সংসদে বাংলাদেশ জাতীয় আর্কাইভ বিল পাস

    ন্যাশানাল আর্কাইভ অধ্যাদেশ রহিত করে নতুন করে বিস্তারিত বিধি-বিধান সংযোজন করে জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় আর্কাইভ বিল-২০২১ সংশোধিত আকারে পাস হয়েছে।

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে. এম খালিদ বিলটি পাসের প্রস্তাব করেন।

    বিলে আর্কাইভ প্রতিষ্ঠার কার্যক্রম, উপদেষ্টা পরিষদ গঠন, এর কার্যাবলী, মহাপরিচালক নিয়োগ ও তার ক্ষমতা, দায়িত্ব, ক্ষমতা অর্পণ, সংরক্ষণের জন্য সরকারি রেকর্ড নির্বাচন, রেকর্ডে জনগণের অভিগম্যতা, দেশ থেকে পান্ডুলিপি, দলিল দস্তাবেজ বিদেশে প্রেরণের ক্ষেত্রে বিধি-নিষেধ, সরকারি ও ব্যক্তিগত রেকর্ড আর্কাইভে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য জমা রাখা, বার্ষিক প্রতিবেদন, অপরাধ ও দন্ড, বিধি প্রণয়নের ক্ষমতা এবং তফসিল সংশোধনের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।

    জাতীয় পার্টির মুজিবুল হক, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, বিএনপির হারুনুুর রশীদ, মোশাররফ হোসেন, রুমীন ফারহানা এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু বিলের ওপর জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে একটি সংশোধন গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

    এর আগে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৩৩ মিনিটে পুনরায় শুরু হয়।

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

    এন-কে

  • বিরতির পর আজ আবারও বসছে সংসদ

    বিরতির পর আজ আবারও বসছে সংসদ

    দীর্ঘ ১০ দিন বিরতির পর সংসদের মুলতবি বৈঠক আজ মঙ্গলবার আবার বসছে। সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। তবে সংসদের চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যুতে অধিবেশন মুলতবি করার রেওয়াজ রয়েছে। সোমবার জাতীয় পার্টির (জাপা) সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যু হয়েছে। তাই আজ শোক প্রস্তাব গ্রহণের পরপরই অধিবেশন আজকের মতো মুলতবি করা হবে।

    গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া একাদশ সংসদের চতুর্দশ অধিবেশনে সদস্যদের মৃত্যুজনিত কারণে এর আগেও দু’দফায় অধিবেশন মুলতবি করা হয়েছিল। সাবেক ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে প্রথম দিনের বৈঠক এবং আওয়ামী লীগ দলীয় আরেক সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে পরদিন ২ সেপ্টেম্বরের বৈঠক ওই দিনের জন্য মুলতবি করা হয়। চলতি অধিবেশন মাত্র চার কার্যদিবস চালিয়ে ৪ সেপ্টেম্বর শেষ করার পরিকল্পনা থাকলেও সংসদে শোক প্রস্তাব গ্রহণের কারণে মেয়াদ বাড়াতে বাধ্য হন স্পিকার। এ ছাড়াও তিনটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে স্পিকার শিরীন শারমিন ৫ সেপ্টেম্বর অস্ট্রিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। ফলে ১০ দিনের জন্য অধিবেশন মুলতবি করা হয়।

    আজ মঙ্গলবার মুলতবি বৈঠক শুরু হলেও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদের সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হবে। তিনি সোমবার ভোরে মারা যান। এরপর রেওয়াজ অনুযায়ী আজকের মতো বৈঠক মুলতবি করা হবে।

    তবে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দিনের অন্য কার্যসূচি স্থগিত করলেও প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হবে। আজ পানিসম্পদ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের প্রশ্নোত্তর রয়েছে।

    এন-কে

  • সারাজীবনের সংগ্রামে জাতীয় পতাকা এবং একটি ভুখন্ড উপহার দিয়েছেন বঙ্গবন্ধু

    সারাজীবনের সংগ্রামে জাতীয় পতাকা এবং একটি ভুখন্ড উপহার দিয়েছেন বঙ্গবন্ধু

    শিল্পকলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বিউগলে করুন সুর,শ্রদ্ধা

    ২৪ ঘন্টায় চট্টগ্রাম : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ.বি.এম. আজাদ বলেন, একশ বছর আগে আজকের দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। তিনি সারাজীবন সংগ্রাম করে আমাদেরকে একটি জাতীয় পতাকা এবং একটি ভুখন্ড এনে দিয়েছিলেন।

    বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল সোনার বাংলাদেশ গড়া এবং দেশের অর্থনৈতিক মুক্তি এনে দেওয়া। কিন্তু সেটি তিনি করে যেতে পারেননি।

    তার সেই স্বপ্ন পুরণ করতে আমাদের আজকের দিনের অঙ্গিকার হচ্ছে জাতির পিতার সুযোগ্য কণ্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই অর্থনৈতিক মুক্তি আনা।

    তাছাড়া আজ জাতীয় শিশু দিবসে আমাদের জাতির পিতার জীবন ইতিহাস শুনে জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করবে এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য।

    চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

    শ্রদ্ধা ও ভালবাসার নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয় বন্দর নগরী চট্টগ্রামে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া হয় দিনব্যাপী কর্মসূচি।

    এর মাঝে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বিউগলে করুন সুর বাজানোর সাথে সশস্ত্র শ্রদ্ধা জানানো হয়।

    এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার এ.বি.এম. আজাদ ও জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ মুক্তিযোদ্ধারা।

    এসময় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিবস উদযাপন করা হয়। পরে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজন চলবে দিনব্যাপী।

    এছাড়া সিটি কর্পোরেশন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে পালন করছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

    ২৪ ঘন্টা/প্রিন্স