Tag: জাতীয় কবিতা মঞ্চ

  • আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে বিজয় দিবস পালিত

    আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে বিজয় দিবস পালিত

    ওবায়দুল হক মানিক, আমিরাত প্রতিনিধি : আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি অঙ্গীকার নিয়ে জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) আবুধাবীর রজনীগন্ধা সি আই পি বলরুমে বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবিতায় কবি সমাবেশ উপলক্ষে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্টপোষক মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পির সার্বিক ব্যবস্থাপনায় এতে কবি পরিচিতি, স্বরচিত কবিতা আবৃত্তি, ক্রেস্ট প্রদাণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মুহাম্মদ মুসার সভাপতিত্বে ও বিশিষ্ট লেখক ও ব্যাংকার মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রধান কবি ও চিত্র শিল্পী কবি নির্মলেন্দু গুন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও মীরসরাই সমিতির সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি। প্রধান বক্তা ছিলেন আবুধাবি শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল কাজী আব্দুর রহিম।

    বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের সাহিত্য বিষয়ক উপদেষ্টা, ডাঃ শেখ শামসুর রহমান পিএইচডি,উপদেষ্টা, কবি ও লেখক মোহাম্মদ সাইফুল আলম সাইফ, সাহিত্যিক মোহাম্মদ আক্তারউদ্দিন পারভেজ, কবি ও অধ্যাপক জেবুন নাহার, কবি ও লেখক কবি, লেখক জানে আলম জাহাঙ্গীর সাংবাদিক মনিরউদ্দিন মান্না প্রমুখ।

  • আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের বনভোজন অনুষ্ঠিত

    আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের বনভোজন অনুষ্ঠিত

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : শীত এসেছে লাগলো কাঁপন,লাগলো দোলা প্রাণে,
    শীত এসেছে হিমেল হাওয়া,আনন্দ আর গানে কবিতা ছন্দে,মরুভূমি বিশাল পার্কে সরষে ফুলের অবাধ আর কবিতার ছরাছরি নিয়ে কবি মেলা ও বনভোজন জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে অনুষ্ঠিত হয়।

    জাতীয় কবিতা মঞ্চের সভাপতি, বিশিষ্ট কবি ও কলামিস্ট মুহাম্মদ মুসা এর সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না’র সঞ্চালনায় নববর্ষ বরণ, কবিতা আবৃতি,স্বরচিত
    কবিতা,অভিনয়,নৃত্য, গান পিঠা উৎসব সহ প্রবাসীদের মন জয় করে জাতীয় কবিতা মঞ্চের সদস্যরা।

    আরব আমিরাত আল আইন শহরে প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে শুক্রবার (৩ জানুয়ারি) জেবল হাফিত গ্রীনমোবাজারা পার্কে অনুষ্ঠানটি শুরু হয় স্থানীয় সময় সকাল ১১ টায়।

    বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে এই জাতীয় কবিতা মঞ্চের বনভোজন ও কবি মেলা অনুষ্ঠান পরিণত হয় স্থানীয় বাঙালিদের এক মিলনমেলায়।

    আট ঘণ্টার এই আয়োজনে ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগীতি, স্বরচিত কবিতা,অভিনয়,নৃত্য, গান, পিঠা উৎসব।

    অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন জাতীয় কবিতা মঞ্চের উপদেষ্টা,লুলু ফ্যাশন হাউজ এর চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মোহাম্মদ সাইফুল আলম সাইফ।

    শারীরিক অসুস্থতার কারণে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বার্তা প্রদান করেন জাতীয় কবিতা মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক,মীরসরাই সমিতির সভাপতি, আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান, শিল্পপতি ও মানবতার কবি ফখরুল ইসলাম খান সিআইপি।

    বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট নারীনেত্রী শারমিন আক্তর জেলি।

  • আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে মহান বিজয় দিবস উদযাপন

    আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে মহান বিজয় দিবস উদযাপন

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত : জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।

    সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী,আবুধাবী রজনীগন্ধা খান সি আই পি হলরুমে সংগঠনের সভাপতি কবি কলামিস্ট মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না।

    অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেন মাওলানা ইমরান হোসাইন। পরে রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি ১ মি নীরবতা পালন সহ গভীর বিনম্র শ্রদ্ধা জানান।রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কবিতা উৎসব শুভ উদ্বােধন করেন বিশিষ্ট কবি ও লেখক, গবেষক, মোঃ জানে আলম জাহাঙ্গীর।

    মহান বিজয় দিবস উদযাপন ও রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কবিতা উৎসবে নানা অনুষ্ঠানমালায় মধ্যে ছিল শহীদ মিনারে( অস্থায়ী) পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা উওোলন,মুক্তিযুদ্ধে শহীদ / আত্মদানকারী /যুদ্ধাহত /মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া মোনাজাত,মহান বিজয় দিবস এর ৪৮তম এর কেক কাটা,চিত্রাংকন প্রতিযোগিতা, বিষয়:-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আঁকা,স্হির জাতীয় পতাকা আঁকা,জাতীয় স্মৃতিসৌধ আঁকা,বিজয়-পূর্ব বিজয়ের কবিতা আবৃতি,১৯৭১মুক্তি যোদ্ধার ভয়াবহ সেই দিনগুলো শীর্ষক আলোচনা সভা,রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধভিওিক চলচ্চিত্র প্রদর্শন,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, তরুণ কবি আরাফাতুর ইসলাম চৌধুরী বই অস্পর্শ ভালোবাসা ও জাতীয় কবিতা মঞ্চের মাসিক পএিকা অন্বেষণমোড়ক উন্মোচন,বর্ষসেরা কবি ও পুরস্কার বিতরণ,বিজয়ের উল্লাস,বিভিন্ন কমিউনিটির সম্মানে মেজবান। বিপুল সংখ্যক প্রবাসী কবি, লেখক, ছড়াকার, সাহিত্যিক, সাংবাদিকদ সহ কমিউনিটি নেতৃবৃন্দের অংশ গ্রহণে বর্ণিল হয়ে উঠে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বর্ণাঢ্য আয়োজন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান, মীরসরাই সমিতির সভাপতি, শিল্পপতি ও মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পি।

  • ‘জাতীয় কবিতা মঞ্চ’র উদ্যােগে আরব আমিরাতে ৪৮তম জাতীয় দিবস পালিত

    ‘জাতীয় কবিতা মঞ্চ’র উদ্যােগে আরব আমিরাতে ৪৮তম জাতীয় দিবস পালিত

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে:বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে ‘জাতীয় কবিতা মঞ্চ’র উদ্যােগে আরব আমিরাত এর ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে গত ২ ডিসেম্বর।

    দিনটি উদযাপন উপলক্ষে বিকাল ৩টায় আবুধাবি কর্নিশের ফর্মাল পার্কে সবাই সমবেত হন। এতে সংগঠনের সভাপতি কবি কলামিস্ট মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না।

    অনুষ্ঠানের শুরুতে আধুনিক আরব আমিরাত এর প্রতিষ্ঠাতা প্রথম রাষ্ট্রপতি, প্রকৃত জনদরদী, দেশী বিদেশী সকল মানুষ’র শ্রদ্ধাভাজন শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

    জাতীয় দিবস উদযাপনের নানা অনুষ্ঠানমালায় স্থানীয় আরবীদের সঙ্গে পাল্লা দিয়ে আবুধাবী ফর্মাল পার্কে বিপুল সংখ্যক প্রবাসী কবি, লেখক, ছড়াকার, সাহিত্যিক, সাংবাদিক অংশ গ্রহণ করেন। কেক কাটা, কবিদের সম্মানে মধ্যাহ্নভোজ, স্বাধীনতার আলোচনা, যেমন খুশি তেমন সাজ, বর্ণিল জামা কাপড় পরিধান ও চা চক্রের আয়োজন থাকে অনুষ্ঠানে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান, মীরসরাই সমিতির সভাপতি, শিল্পপতি ও মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পি।প্রধান বক্তা ছিলেন জাতীয় কবিতা মঞ্চের প্রধান উপদেষ্টা, আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল,শিক্ষাবিদ কাজী আবদুর রহমান।

    বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত ফেরদৌস আরা বেগম লায়লা, সাবেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ম্যানেজার আবু তাহের বিশেষ অতিথি, কবি ও গবেষক সারওয়ার চৌধুরী, সাহিত্য বিষয়ক উপদেষ্টা, ইংরেজি সাহিত্যিক ডাঃ শেখ শামসুর রহমান পিএইচডি, কবি অধ্যাপিকা জেবুন নাহার, আবুধাবি জনতা ব্যাংক সিইও আমিনুল ইসলাম আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট ব্যাংকার ও লেখক মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া, কথা-সাহিত্যিক মোহাম্মদ সাইফুল আলম সাইফ, আক্তার উদ্দিন পারভেজ, বাংলাদেশ দূতাবাস আবুধাবি এর অফিস সহকারি মুহাম্মদ ফরহাদ, নারীনেত্রী মিসেস ফরিদা পারভিন, কবি নাবিলা আলী মাহি চৌধুরী,লেখিকা শারমিন আক্তার জেলী প্রমুখ।