Tag: জাতীয় দিবস

  • ‘জাতীয় কবিতা মঞ্চ’র উদ্যােগে আরব আমিরাতে ৪৮তম জাতীয় দিবস পালিত

    ‘জাতীয় কবিতা মঞ্চ’র উদ্যােগে আরব আমিরাতে ৪৮তম জাতীয় দিবস পালিত

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে:বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে ‘জাতীয় কবিতা মঞ্চ’র উদ্যােগে আরব আমিরাত এর ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে গত ২ ডিসেম্বর।

    দিনটি উদযাপন উপলক্ষে বিকাল ৩টায় আবুধাবি কর্নিশের ফর্মাল পার্কে সবাই সমবেত হন। এতে সংগঠনের সভাপতি কবি কলামিস্ট মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না।

    অনুষ্ঠানের শুরুতে আধুনিক আরব আমিরাত এর প্রতিষ্ঠাতা প্রথম রাষ্ট্রপতি, প্রকৃত জনদরদী, দেশী বিদেশী সকল মানুষ’র শ্রদ্ধাভাজন শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

    জাতীয় দিবস উদযাপনের নানা অনুষ্ঠানমালায় স্থানীয় আরবীদের সঙ্গে পাল্লা দিয়ে আবুধাবী ফর্মাল পার্কে বিপুল সংখ্যক প্রবাসী কবি, লেখক, ছড়াকার, সাহিত্যিক, সাংবাদিক অংশ গ্রহণ করেন। কেক কাটা, কবিদের সম্মানে মধ্যাহ্নভোজ, স্বাধীনতার আলোচনা, যেমন খুশি তেমন সাজ, বর্ণিল জামা কাপড় পরিধান ও চা চক্রের আয়োজন থাকে অনুষ্ঠানে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান, মীরসরাই সমিতির সভাপতি, শিল্পপতি ও মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পি।প্রধান বক্তা ছিলেন জাতীয় কবিতা মঞ্চের প্রধান উপদেষ্টা, আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল,শিক্ষাবিদ কাজী আবদুর রহমান।

    বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত ফেরদৌস আরা বেগম লায়লা, সাবেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ম্যানেজার আবু তাহের বিশেষ অতিথি, কবি ও গবেষক সারওয়ার চৌধুরী, সাহিত্য বিষয়ক উপদেষ্টা, ইংরেজি সাহিত্যিক ডাঃ শেখ শামসুর রহমান পিএইচডি, কবি অধ্যাপিকা জেবুন নাহার, আবুধাবি জনতা ব্যাংক সিইও আমিনুল ইসলাম আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট ব্যাংকার ও লেখক মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া, কথা-সাহিত্যিক মোহাম্মদ সাইফুল আলম সাইফ, আক্তার উদ্দিন পারভেজ, বাংলাদেশ দূতাবাস আবুধাবি এর অফিস সহকারি মুহাম্মদ ফরহাদ, নারীনেত্রী মিসেস ফরিদা পারভিন, কবি নাবিলা আলী মাহি চৌধুরী,লেখিকা শারমিন আক্তার জেলী প্রমুখ।

  • বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আরব আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন

    বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আরব আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে:সংযুক্ত আরব আমিরাতের বঙ্গবন্ধু পরিষদ- আবুধাবী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নানা আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

    সোমবার আবুধাবির কর্নেস পার্কে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

    সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুর সভাপতিত্বে, অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাধারন সম্পাদক নাসির উদ্দিন তালুকদার।

    এতে প্রধান অতিথি ছিলেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন, দূতাবাস কনস্যুলার জোবায়েদ হোসেন, সহসভাপতি শওকত আকবর ও আবুধাবী যুব লীগের সভাপতি জসিম উদ্দিন।

    বক্তব্য রাখেন, সহসভাপতি মোহাম্মদ জামশেদ, যুগ্ন সম্পাদক মউন উদ্দিন, আলা উদ্দিন, সজল চৌধুরী, আজিম সিকদার মাহবুব খন্দকারসহ আরো অনেকে।

    রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে আমিরাতের আইন কানুন মেনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

  • বাংলাদেশ স্কুলে আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন

    বাংলাদেশ স্কুলে আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে:আরব আমিরাতে আবুধাবী’র শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজে আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

    আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল অধ্যক্ষ মীর আনিসুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান।

    বিশেষ অতিথি হিসেবে আবুধাবী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • জাতীয় দিবস উপলক্ষে আরব আমিরাত সেজেছে অপরূপ সাজে

    জাতীয় দিবস উপলক্ষে আরব আমিরাত সেজেছে অপরূপ সাজে

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে:মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশর চাইতে মাত্র ১৪ দিন ব্যবধানে স্বাধীন হওয়া সংযুক্ত আরব আমিরাত একটি আধুনিক সুশৃঙ্খল দেশ, স্থানীয়দের ঐকান্তিক প্রচেষ্টা, কারিগরি নির্মাণ শৈলি, অনুপম উন্নয়নে আরব আমিরাত ইতোমধ্যে আধুনিক বিশ্বের নজর কেড়েছে।

    পৃথিবীর সেরা গন্তব্য হিসেবে বিবেচনা করা হয় সংযুক্ত আরব আমিরাতকে। সোমবার দেশটির স্বাধীনতা ও জাতীয় দিবস এ উপলক্ষে আমিরাতে সেজেছে অপরূপ সাজে ।

    সংযুক্ত আরব আমিরাত আরব উপদ্বীপে পারস্য উপসাগরের দক্ষিণ-পূর্বে এবং ওমান উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি দেশ। ৭টি প্রদেশ নিয়ে গঠিত দেশটি ১৯৭১ সালের ২ ডিসেম্বর ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে। এ বছর ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস। সাতটি প্রদেশর মধ্যে আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্মুল কুয়াইন এবং ফুজিরা, রাস-আল-খাইমা।

    আজ সোমবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ, রাস আল খাইমাহ, উম্ম আল কোয়াইন-সহ আমিরাতের প্রধান প্রধান সড়ক, শহরের সড়কগুলো জাতীয় পতাকার পাশাপাশি আলোকিত ফরটি এইট শোভা বাড়াচ্ছে এখন থেকেই। বিমান মহড়া, ঝরণা, আলোকসজ্জা, আতশবাজি, উঁচু ভবনে রঙ বেরঙের সাজসজ্জা আর আলোর ঝলকানি। আমিরাতজুড়ে সাজানো হয়েছে নানা রঙের ব্যানার ফেস্টুন। স্কুল কলেজ, অফিস আদালত, সুপার ও হাইপার মার্কেটগুলো সেজেছে নানা সাজে।

    দিবসটি উদযাপনের লক্ষ্যে আরবীদের পাশাপাশি অনেক অনারবী ভিনদেশী নাগরিক আমিরাতের শেখদের ছবি ও পতাকা দ্বারা নিজেদের গাড়ি সাজাচ্ছেন। আমিরাতের ৭টি প্রদেশ সাগরপাড়ে (রোববার-রাত ১২টার পর) দিবাগত রাতে সজ্জিত গাড়ির প্রদর্শনী দেখানো হবে। রাতে শহরের মহাসড়কগুলোতে আমিরাতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীরাসহ, আমিরাতে অবস্থানরত পর্যটকরা ভিড় জমাবেন।

    স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ৭ প্রদশের শেখরা স্থানীয়দের পাশাপাশি আমিরাতে বসবাসরত সকল অভিবাসীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।