Tag: জাতীয় নায়ক

  • সৈয়দপুর বিমানবন্দরে জাতীয় নায়ক আকবর আলীকে রাজকীয় সংবর্ধনা

    সৈয়দপুর বিমানবন্দরে জাতীয় নায়ক আকবর আলীকে রাজকীয় সংবর্ধনা

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীকে সৈয়দপুর বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    সৈয়দপুর উপজেলা প্রশাসনের সাথে সর্বস্তরের ক্রিকেটপ্রেমী আপামর জনতা তাকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেছে।

    ১৩ ফেব্রুয়ারী দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে ফুল ছিটিয়ে ও ফুলের মালা পরিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

    ফ্লাইট নামবে সাড়ে ১২ টার দিকে। কিন্তু সকাল ১০র মধ্যে সৈয়দপুর বিমানবন্দরে মানুষ আর মানুষ। অপেক্ষা কখন আসবে জাতীয় বীর। এই অপেক্ষা বাংলাকে ১ম বিশ্বকাপের স্বাক্ষী করার সেই নায়ক আকবর আলীর জন্য। অপেক্ষা আর অপেক্ষা। অতঃপর সৈয়দপুরে নামলেন নায়ক।
    সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দেওয়া হয় সংবর্ধনা। ব্যাজ পরিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাসিম আহমেদ।

    উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবু হাসনাত সহ অন্যান্য কর্মকর্তারা।

    এসময় তিনি অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি সত্যিই অভিভুত এবং এ অভিজ্ঞতা খুবই আনন্দের এবং খুবই ভালো লাগছে আজ।
    পরে সবার ভালোবাসায় সিক্ত হয়ে জাতীয় নায়ক রংপুর বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হন।

    এসময় বিমানবন্দর থেকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার দু’ধারে সর্বস্তরের মানুষ পতাকা হাতে তাকে শুভেচ্ছা জানায়।