Tag: জাতীয় ফুটবল দল

  • ফিফা র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ

    ফিফা র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ

    সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ আর তিন ধাপ পিছিয়ে গেছে ভারত।

    ১৯ সেপ্টেম্বরের পর আজ নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে ফিফা। যেখানে তিন ধাপ এগিয়েছে লাল সবুজের পতাকাধারীরা।

    কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এক লড়াকু বাংলাদেশকে দেখেছে ফুটবল বিশ্ব। নিজেদের থেকে ফিফার র‌্যাংকিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা ভারতকে তাদের মাঠেই প্রায় হারিয়ে দিয়েছিল জামাল ভূঁইয়ারা। তবে শেষ মুহূর্তে ভারতীয় সেন্টার ব্যাক আদিল খানের করা গোলে শেষ রক্ষা হয় ভারতের।

    ম্যাচ শেষ হয় ১-১ গোলে অমীমাংসিতভাবেই।নিজেদের থেকে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলের সাথে ড্র করার মাশুল গুণতে হচ্ছে ভারতকে। ফুটবল র‌্যাংকিং সিস্টেম বলছে বাংলাদেশের সাথে ড্র করায় তিন ধাপ পেছাতে হবে সুনীল ছেত্রীদের।

    এর ফলে ফিফার নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে ভারত তিন ধাপ পিছিয়ে নেমে গেছে ১০৭ নম্বরে। আর এই ম্যাচের আগে ১৮৭ নম্বরে থাকা বাংলাদেশের র‌্যাংকিংয়ে উন্নতি হয়ে উঠে এসেছে ১৮৪ নম্বরে।

    উল্লেখ্য, নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে চারে আসেনি কোন পরিবর্তন।

    প্রথম স্হানে যথারীতি বেলজিয়াম নিজেদের অবস্থান ধরে রেখেছে। দুইয়ে আছর ফ্রান্স, তিনে ব্রাজিল ও চারে ইংল্যার্ড।

    এক ধাপ পিছিয়ে ছয়ে চলে গেছে রোনালদোর পর্তুগাল। পাঁচে এসেছে উরুগুয়ে। অন্যদিকে ইকুয়েডরের বিপক্ষে দারুন জয়ে এক ধাপ এগিয়ে নয়ে এসেছে আর্জেন্টিনা।

  • ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে হবিগঞ্জের হামজা

    ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে হবিগঞ্জের হামজা

    ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব লেস্টারসিটিতে খেলেন বাংলাদেশের হবিগঞ্জের হামজা চৌধুরী।

    তার মা বাংলাদেশি হলেও বাবা গ্রানাডিয়ান। বাংলাদেশে যারা ইউরোপিয়ান ফুটবল নিয়ে খোঁজখবর রাখেন তারা হামজা চৌধুরীর সঙ্গে আগে থেকেই পরিচিত।

    লেস্টারসিটির যুব দল থেকে উঠে আসা এই মিডফিল্ডার সম্প্রতি মূল দলে থিতু হয়েছেন। চলতি মৌসুমে নিয়মিত শুরুর একাদশে জায়গা পাচ্ছেন হামজা।

    দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত দুজন ফুটবলার এখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। একজন লেস্টারসিটির হামজা, অন্যজন নেইল টেইলর, যিনি অ্যাস্টনভিলার হয়ে খেলছেন।

    হামজা তার উত্থান নিয়ে একটা কথা বেশ কৃতজ্ঞতার সুরে বলেছেন, সেটি হলো- ব্রিটিশ-এশিয়ান কমিউনিটিতে যারা ফুটবল ভালোবাসেন তারা হামজাকে সবসময় সমর্থন করেছেন।

    ইংলিশ লিগগুলোতে হাতেগোনা কয়েকজন এশিয়ান ফুটবলার থাকা সত্ত্বেও এই সমর্থন হামজাকে অনুপ্রাণিত করে।

    হামজা তার এই ক্যারিয়ারের পেছনে তার বাংলাদেশি মা রাফিয়া, তার সৎবাবা মুরশিদ এবং তার চাচা ফারুকের ত্যাগের কথা স্বীকার করেন।

    তাদের ত্যাগের প্রতিদান হামজা দিয়েছেন ২০১৭ সালে, যখন তিনি প্রথমবারের মতো লেস্টারসিটির হয়ে মাঠে নামেন। তৎকালীন ম্যানেজার ক্রেইগ শেকসপিয়ারের অধীনে ইএফএল কাপে বদলি হিসেবে ম্যাচ খেলেন হামজা।

    এর পর ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র, আর্সেনালের সঙ্গে ৩-০ গোলের জয়ে মিডফিল্ডার হিসেবে যে ভূমিকা রাখেন, তা দলে জায়গা পাকা করতে সাহায্য করে।

    চলতি মৌসুমে প্রতি ম্যাচেই মাঠে নামছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে অবস্থান করছে লেস্টারসিটি।